2022 WB PRIMARY TET: ইন্টারভিউ এর ভিডিও: প্যারা টিচারদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ

2022 WB primary TET
2022 WB primary TET

সম্প্রতি প্রকাশিত 2022 WB PRIMARY TET এর বিজ্ঞপ্তি নম্বরটি হল 1572/WBBPE/2022 Date 29/09/2022. ২০২২ সালে অর্থাৎ এই বছরেরই ১১ই ডিসেম্বর পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রায় ১১০০০ সহকারি শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলিতে। আজকের প্রতিবেদনে এই টেট পরীক্ষার সমগ্র সিলেবাস সহ বিস্তারিত আলোচনা রইল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

বহুদিন ধরে ই অনেক জল্পনা-কল্পনা চলার পর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পদ থেকে অপসারণের পর, ১১ সদস্যের এড-হক কমিটির সদস্য সহ বর্তমান সভাপতি হয়েছেন গৌতম পাল মহাশয়। এই নতুন সভাপতি মহাশয় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যাতে নির্ভুল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সকলকে আশ্বস্ত করেন।

2022 WB PRIMARY TET এর জন্য পরীক্ষার্থীরা কবে থেকে আবেদন পত্র জমা করতে পারবেন ?

চাকরিপ্রার্থীরা ১৪ ই অক্টোবর ২০২২ থেকে তাদের অনলাইন আবেদন পত্র জমা করতে পারবেন ।

2022 WB PRIMARY TET এর বিজ্ঞপ্তি:

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষায় ১১ হাজার শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষাটি হতে চলেছে আগামী ১১ ই ডিসেম্বর। বৃহস্পতিবারে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, পরীক্ষাতে আবেদন করার যোগ্যতা, ১০% আসন কাদের কাদের জন্য সংরক্ষিত, সেই সব কথা বিস্তারিত বলা হয়েছে। এখন আমরা সেইসব বিষয়গুলি বিস্তারিতভাবে এই প্রতিবেদনে জানবো:

বেতন (2022 WB PRIMARY TET): পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদের জন্য নবনিযুক্ত শিক্ষকেরা মূল বেতনে হিসাবে পাবেন ২৮৯০০ টাকা, তার সাথে থাকবে ১২% হাউস রেন্ট এলাউন্সেস, তার উপর মেডিকেল বাবদ ৫০০ টাকা এবং এই মুহূর্তে প্রাপ্ত ৩ শতাংশ D.A. অর্থাৎ সবমিলিয়ে নবনিযুক্ত শিক্ষকেরা মোট বেতন পাবেন ৩৩ হাজার টাকার কিছু বেশি।

2022 WB PRIMARY TET পরীক্ষা তে আবেদন করার জন্য নির্ধারিত যোগ্যতা:

  1. এই টেট পরীক্ষাতে বসার জন্য উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষাতে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে চাকরিপ্রার্থীকে পাস করে থাকতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষায় দু বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা ব্যর্থতা মূলক।
  2. প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক অথবা সিনিয়র সেকেন্ডারি এবং সঙ্গে বিএড পাস হতে হবে।
  3. প্রার্থীকে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি পাস হতে হবে এবং তার সঙ্গে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত ডিপ্লোমা থাকতে হবে।
  4. প্রার্থীকে যেকোনো শাখার স্নাতক হতে হবে এবং প্রাথমিক শিক্ষায় দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে।
  5. প্রার্থীকে যে কোন শাখার স্নাতক এবং বি.এড ডিগ্রী থাকতে হবে।
  6. যে সমস্ত চাকরিপ্রার্থী ডি এল এড ট্রেনিং নিচ্ছেন এবং প্রথম বর্ষের রেজাল্ট বেরিয়ে গেছে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন।

এছাড়াও জানানো হয়েছে যে চাকরিপ্রার্থীরা যেই জেলাতে চাকরি করতে আগ্রহী তারা সেই জেলাতেই আবেদন জানাতে পারবেন। আর তার সঙ্গে অবশ্যই বয়স নম্বর জাতিগত ভিত্তিতে সংরক্ষণ ইত্যাদির সরকারি রীতিমতো সংরক্ষণ পাবেন।

2022 WB PRIMARY TET পরীক্ষার আবেদন ফি কত ধার্য করা হয়েছে?

সাধারণ প্রার্থীদের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে । ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেড প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।

2022 WB PRIMARY TET পরীক্ষার ফি কিভাবে প্রদান করতে হবে?

চাকরি পরীক্ষার্থীরা ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / ইন্টারনেট ব্যাংকিং এছাড়াও কিছু কিছু অন্য অনলাইন মাধ্যমেও এই ফ্রি প্রদান করতে পারবেন।

ভাষা (LANGUAGE):

প্রথম ভাষা: এই পরীক্ষাতে আবেদনকারীদের প্রথম ভাষা হিসাবে নিম্নে উল্লেখিত কয়েকটি ভাষার যে কোন একটি বেছে নিতে হবে।


উল্লেখিত ভাষাগুলি হল :

  • বাংলা
  • হিন্দি
  • উর্দু
  • নেপালি
  • সাঁওতালি
  • উড়িয়া
  • তেলেগু

ভাষাগুলি পছন্দ করতে হবে স্কুলের শিক্ষার মাধ্যমের ভিত্তিতে।

দ্বিতীয় ভাষা: দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি যেটা সকলের জন্য প্রযোজ্য হবে।

কত নম্বর পেলে এই টেট(2022 WB PRIMARY TET)পরীক্ষাতে পাস করা যাবে ?

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ যে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে সেখানে জানানো হয়েছে যে যে প্রার্থী এই প্রাইমারি টেট পরীক্ষাতে ১৫০ নম্বর এর মধ্যে ৬০% বা তার বেশি স্কোর করতে পারবেন তাকে টেট ২০২২ পরীক্ষাতে পাস করা প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
তবে অবশ্য এসসি /এসটি /ওবিসিএ /ওবিসি বি /ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেট/ প্রাক্তন সৈনিক/ ডেথ ইন হার্নেস ইত্যাদি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম হিসাবে পাস মার্কস ৫ শতাংশ শিথিল যোগ্য করা হবে অর্থাৎ তাদের মোট নম্বরের মধ্যে ৫৫% নম্বর পেলেই টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে।

2022 WB PRIMARY TET পরীক্ষার পদ্ধতি 2022 (WB Primary TET Exam Pattern)

যে সমস্ত চাকরি প্রার্থীরা WB Primary TET 2022 এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবশ্যই পরীক্ষার পদ্ধতি এবং বিভিন্ন বিভাগের নম্বর বিভাজন সম্পর্কে সুষ্ঠ ধারণা থাকা প্রয়োজন। এই পরীক্ষাতে 150 মিনিটে 150 টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতি প্রশ্নের জন্য আপনারা 1 মিনিট করে সময় পাবেন এবং প্রতি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে 1 করে যদিও এক্ষেত্রে কোন নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষার বিভিন্ন বিষয়ের জন্য নম্বর বিভাজনটি একটি ছকের মাধ্যমে দেখে নেওয়া যাক:

বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
প্রথম ভাষা (বাংলা) 30 30
দ্বিতীয় ভাষা (ইংরেজি) 30 30
শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান 30 30
গণিত 30 30
পরিবেশ বিজ্ঞান 30 30
মোট নম্বর 150 150
নম্বর বিভাজন

2022 WB PRIMARY TET EXAM syllabus 2022: পরীক্ষার বিস্তারিত সিলেবাস:

(১) . প্রথম ভাষা: বাংলা : (পরীক্ষার সিলেবাস বিস্তারিত):

বিভাগ- ১ : বাংলা সাহিত্য, (Bengali Literature)

অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া- অর্থাৎ বাংলাতে একটি গদ্য বা নাটক বা কবিতার কিছুটা অংশ দেওয়া থাকবে আর সেখান থেকে বোধগম্যতা, ব্যাকরণ এবং বিভিন্ন টাইপের বাংলা ভাষাতে দক্ষতার প্রশ্নাবলী থাকবে। তবে এই গদ্য অনুচ্ছেদটি বিভিন্ন সাহিত্যিকের লেখা অনুচ্ছেদ বা বৈজ্ঞানিক বিবরণ বা বিতর্কিত মূলক কোনো অনুচ্ছেদও হতে পারে।

বিভাগ- ২ বাংলা ব্যাকরণ (Bengali grammar Syllabus):

  1. ধবনি-বর্ণ-বর্ণ বিশ্লেষণ
  2. যুক্ত বর্ণ
  3. পদ
  4. ক্রিয়ার কাল
  5. ধনাত্মক শব্দ ও শব্দ দ্বৈত
  6. ভিন্নার্থক শব্দ
  7. বচন
  8. সম্বন্ধ পদ
  9. ক্রিয়ার কাল
  10. ভিন্নার্থক শব্দ
  11. বানানবিধি
  12. কারক বিভক্তি
  13. সন্ধিবিচ্ছেদ
  14. বাগধারা
  15. শুদ্ধ ও অশুদ্ধ বানান সংশোধন
  16. ধাতু ও প্রত্যয়
  17. ধ্বনি পরিবর্তন
  18. সমাস
  19. ছেদ ও যতই চিহ্ন
  20. এক কথায় প্রকাশ
  21. প্রায় সমস্তোচ্চারিত শব্দ
  22. বিপরীত শব্দ
  23. সমার্থক শব্দ
  24. পদ পরিবর্তন
  25. অনুসর্গ
  26. বাক্য
  27. উপসর্গ
  28. ধাতু ও প্রত্যয়

বিভাগ- ৩ বাংলা শিক্ষণবিদ্যা (Bengali Pedagogy syllabus):

  1. ভাষা শিক্ষার মূলনীতি
  2. শিক্ষা এবং অর্জন
  3. ভাষা দক্ষতা ও বিকাশ
  4. ভাষার বোধশক্তি ও পারদর্শিতার মূল্যায়ন
  5. শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ
  6. শিশুর ভাষাগত বিকাশ
  7. পাঠ্য পুস্তক, বহু মিডিয়া উপকরণ
  8. পাঠদানের বহুভাষিক উৎস
  9. ভাষার অসুবিধা
  10. ত্রুটি এবং ব্যধি
  11. শিক্ষাদানের পদ্ধতি
  12. সোনা ,পড়া ও লেখা
  13. সংশোধন মূলক শিক্ষণ
  14. শিখন এর উপকরণ
  15. ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা।

(2) দ্বিতীয় ভাষা: ইংরেজি সিলেবাস (English Syllabus ) :

Part-1 ইংরেজি ব্যাকরণ (English Grammar syllabus )

  • Subject and predicate.
  • Prepositions
  • noun
  • verbs and tenses
  • adjectives
  • adverbs
  • pronounce
  • conjunctions
  • cluse
  • vocabulary
  • wh-words
  • synonyms and antonyms
  • correct spellings
  • gender
  • error correction
  • Interrogatives and others vocabularies

Part-2 কম্প্রিহেনশন টেস্ট (Comprehension Test Syllabus ):

Two sections, one from exposition and the other from verse with inquiries on understanding, induction, language structure, and trial of jargon.

Part-3 ইংরেজি ভাষার জন্য শিক্ষাবিদ্যা (Pedagogy for English Language syllabus):

  • Principals of language teaching.
  • Learning and acquisition.
  • Meta cognition.
  • Critical prospectus on the role of grammar.
  • Testing and evolution.
  • Language skills.
  • Remedial teaching.
  • Role of listening reading writing and speaking.
  • Challenges of teasing language in a drive classroom.

(3) শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান SYLLABUS :

  1. শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি(Psychological bases of Education)
  2. শিশুর বিকাশ—ধারণা ও নীতিসমূহ (Child’s Development-Concept & Principles)
  3. বংশগতি ও পরিবেশের প্রভাব (Influence of Heredity & Environment )
  4. সামাজিকীকরণের প্রক্রিয়া (Socialization Process)
  5. পিয়াঁজে, কোহেলবার্গ, ভাইগটস্কি (Piaget, Kohelberg, Vigotsky)
  6. শিশুকেন্দ্রিক শিক্ষা ও প্রগতিবাদী শিক্ষা(Child Centered & Progressive Education)
  7. বুদ্ধির সংগঠন, সম্পর্কীয় দৃষ্টিভঙ্গি এবং বহুমাত্রিক বুদ্ধি তত্ত্ব (Critical Perspective of the Construct of Intelligence & Multi-Dimensional Intelligence)
  8. ভাষা ও চিন্তন ( Language & Thought)
  9. সামাজিক সংগঠক হিসাবে লিঙ্গ (Gender as Social Construct)
  10. ব্যক্তিগত পার্থক্য (Individual Difference)
  11. শিখনের জন্য অ্যাসেসমেন্ট এবং শিখনের অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য (Distinction between Assessment for Learning & Assessment of Learning )
  12. শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ (Formulating Appropriate Questions for Assessing Readiness Leavels of Learner)
  13. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (Inclusive Education)
  14. বঞ্চিত,অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা (Addressing Learners from diverse background including disadvantaged and deprived)
  15. ব্যতিক্রমী শিশু, শিখন অক্ষমতা (Addressing the needs of children with Learning Dificulties, Impairment)
  16. প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী (Talented, Creative & Specially abled Learners)
  17. শিখন ও শিক্ষাবিজ্ঞান (Learning & Pedagogy )
  18. পাঠদান ও শিখনের মৌলিক প্রক্রিয়া (Basic Processes of Teaching & learning)
  19. সমস্যাসমাধান এবং বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান ও শিশু (Child as a Problem Solver and a Scientific Investigatior)
  20. শিশু শিক্ষার বিকল্প ব্যবস্থা(Alternative Conception of learning in Children) জ্ঞান ও প্রক্ষোভ (Congnition & Emotions )
  21. শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ(Motivation & Learning )
  22. প্রেষণা ও শিখন (Factors Contributing to Learning )

(4) গণিত সিলেবাস Mathematics syllabus

বিভাগ- ১ গণিত সমাধান syllabus:

  • সংখ্যা, অংক ও বিভাজ্যতা
  • ভগ্নাংশ
  • বর্গ, বর্গমূল
  • ঘন ,ঘনমূল
  • দশমিক ও আবৃত দশমিক
  • সরলীকরণ
  • লসাগু এবং গসাগু
  • গড়
  • অনুপাত সমানুপাত
  • ক্যালেন্ডার
  • পরিমিতি
  • বীজগণিত
  • শতকরা
  • লাভ ক্ষতি
  • সময় দূরত্ব
  • সময়কার্য
  • মিশ্রণ
  • অংশীদারি কারবার
  • সরল সুদ
  • জ্যামিতি
  • ঘড়ি ও সময়
  • জ্যামিতি ও পরিমিতি
  • রিজনিং টেস্ট

বিভাগ- ২ গণিত শিক্ষণবিদ্যা syllabus:

  • গণিতের প্রকৃতি
  • শ্রেণিকক্ষে গণিত পাঠ্যের পদ্ধতি
  • গণিতের সমস্যা
  • যুক্তিপূর্ণ চিন্তন
  • পাঠক্রমে গণিতের স্থান কোথায়
  • সবশেষে মূল্যায়ন

(5) পরিবেশগত অধ্যয়ন সিলেবাস

বিভাগ- ১ পরিবেশবিদ্যা sullabus:

  1. পরিবেশ উপাদান ও জীবজগৎ
  2. মানব দেহ ও অন্যান্য প্রাণীর শরীর
  3. খাদ্য ও খাদ্য উপাদান
  4. স্বাস্থ্য ও পরিবেশ
  5. প্রাকৃতিক সম্পদ ও খনিজ সম্পদ
  6. জীববৈচিত্র
  7. স্বাস্থ্য ও পরিবেশ
  8. জনবসতি ও জনসম্পদ
  9. মহাকাশ ও পৃথিবী
  10. আধুনিক সভ্যতা
  11. পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ
  12. খাদ্য ও খাদ্য উপাদান

বিভাগ- ২ পরিবেশ শিক্ষণবিদ্যা syllabus

  • পরিবেশ বিদ্যার ধারণা
  • পরিবেশের তাৎপর্য
  • পরিবেশ শিক্ষার নীতি সমূহ
  • পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন
  • শিক্ষা সহায়ক উপকরণ
  • বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সম্পর্ক

এই বিজ্ঞপ্তিতে আরো কি বলা হয়েছে ?

এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে প্যারা টিচারদের জন্য ১০% সংরক্ষণ থাকছে। wb প্রাইমারি টেট ২০২২ এই পরীক্ষাতে চাকরি প্রার্থীরা পাস করলেই তারা প্রাথমিক শিক্ষকের জন্য আবেদন করতে পারবেন, তখন তাদেরকে জেলার ডিপিএসসি থেকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। পরীক্ষাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও করা হবে বলে জানানো হয়েছে। এরপর টেট পরীক্ষাতে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে। তারপর চাকরি প্রার্থীরা কাউন্সেলিং এর মাধ্যমে নিজ জেলাতে নিয়োগ পাবেন।

FAQS

পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট ২০২২ এর বিজ্ঞপ্তি নাম্বারটি কত?

2022 WB PRIMARY TET এর বিজ্ঞপ্তি নম্বরটি হল 1572/WBBPE/2022 Date 29/09/2022

2022 WB PRIMARY TET এর জন্য পরীক্ষার্থীরা কবে থেকে আবেদন পত্র জমা করতে পারবেন ?

চাকরিপ্রার্থীরা ১৪ ই অক্টোবর ২০২২ থেকে তাদের অনলাইন আবেদন পত্র জমা করতে পারবেন ।

2022 WB PRIMARY TET পরীক্ষার আবেদন ফি কত ধার্য করা হয়েছে?

সাধারণ প্রার্থীদের জন্য ১৫০ টাকা ফি প্রদান করতে হবে । ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেড প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে।