History of India in Bengali, Modern History of India, 1857 to 1947 History of India

History of India in Bengali

History of India in Bengali: আজকের প্রতিবেদনে ১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতীয় ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী এক নজরে (History of India in Bengali) যাতে দেখে নিতে পারেন তা দেওয়া হল। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

১৮৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতীয় ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী এক নজরে(History of India in Bengali)

RRB NTPC Mock Test-8-দেওয়ার জন্য এখানে ক্লিক করুন

  • সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে।
  • সলবাইয়ের সন্ধি হয় 1782 সালে
  • জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন ডাফরিন।
  • গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন অশ্বত্থ বৃক্ষের নীচে।
  • কবীরের ভক্তিমূলক গানকে বলে দোঁহা।
  • পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় মর্লেমিন্টো আইনের সাহায্যে।
  • মুঘলদের সময় সরকারি ভাষা ছিল ফার্সি।
  • অতীশ দীপঙ্কর ছিলেন বৌদ্ধ পণ্ডিত।
  • জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান।
  • সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র।
  • মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ঔরঙ্গজেব।
  • অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়।
  • স্যার টমাস রো ভারতে আসেন জাহাঙ্গিরের আমলে।
  • মালিক কাফুর হলেন আলাউদ্দিন খলজির সেনাপতি।
  • বিজয়নগরের প্রতিষ্ঠাতা হরিহর।
  • ভারত সভা স্থাপিত হয় 1876 সালে।
  • বক্সারের যুদ্ধ হয় 1764 সালে।
  • গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল।
  • ভারত ছাড়ো আন্দোলন সূচনা করেন গান্ধীজি।
  • ভারতের শেষ ভাইসরয় হলেন মাউন্ট ব্যাটেন।
  • নৌবিদ্রোহ হয় 1946 সালে।
  • হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার।
  • ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বসু।
  • গান্ধি-আরউইন চুক্তি হয় 1931 সালে।
  • প্রিয়দর্শিকা লেখেন হর্ষবর্ধন।
  • সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ।
  • আলিপুর বোমার মামলায় প্রধান আসামি অরবিন্দ ঘোষ।
  • সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
  • সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে।
  • গান্ধি বুড়ি হলেন মাতঙ্গিনী হাজরা।
  • কুনিক উপাধি নেন অজাতশত্রু।
  • বিক্রমশীল উপাধি পান ধর্মপাল।
  • শিলাদিত্য উপাধি নেন হর্ষবর্ধন।
  • কালিদাস সভাকবি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
  • মেঘদূত লেখেন কালিদাস।
  • পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহবর্মন।
  • গুপ্তাব্দের প্রচলন হয় 320 সালে।
  • অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি।
  • সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক।
  • বিক্রমাদিত্য উপাধি নেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
  • শকাব্দ প্রচলন করেন কনিষ্ক।
  • গান্ধার শিল্প কুষাণ যুগের।
  • পুণা চুক্তি হয় 1932 সালে।
  • মাস্টার দা হলেন সূর্য সেন।
  • স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেন যতীন দাস।
  • গান্ধি-আরউইন চুক্তির অপর নাম দিল্লি চুক্তি।
  • কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত রামপ্রসাদ বিসমিল।
  • রাইটার্স বিল্ডিং অভিযান হয় 1930 সালে।
  • রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় 1917 সালে।
  • রাওলাট আইন পাশ হয় 1919 সালে।
  • খেদা সত্যাগ্রহ হয় 1918 সালে।
  • প্রথম সত্যাগ্রহ করেন গান্ধীজি দক্ষিণ আফ্রিকার নাটালে।
  • ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন চম্পারণে।
  • হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
  • দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় 1875 সালে।
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন ফারুকশিয়ার।
  • পাটলিপুত্র গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে অবস্থিত।
  • ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 সালে।
  • বৃহৎকথা লেখেন গুণাঢ্য।
  • এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স।
  • সগৌলির সন্ধি হয় 1816 সালে।
  • কল্পনা দত্ত যুক্ত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে।
  • ‘বন্দী জীবন’ লেখেন শচীন সান্যাল।
  • হিন্দু মেলা স্থাপিত হয় 1867 সালে।
  • পুরন্দরের চুক্তি হয়েছিল ইংরেজ ও মারাঠাদের মধ্যে।
  • ছিয়াত্তরের মন্বন্তর হয় 1770 সালে।
  • দাক্ষিণাত্যের ক্ষত হয় ঔরঙ্গজেবের আমলে।
  • রঙ্গিলা খান হলেন দ্বিতীয় আকবর।
  • পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল থানেশ্বর।
  • পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি নেন
  • ধর্মপাল ও দেবপাল দুজনেই।
  • পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন।
  • আরবরা সিন্ধু বিজয় করেন 712 সালে।
  • ভারতের প্রথম মুসলিম আক্রমনকারীরা হল তুর্কি।
  • তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে।
  • মিতাক্ষরা আইন রচনা করেন বিজ্ঞানেশ্বর।
  • অদ্ভুতসাগর রচনা করেন বল্লাল সেন।
  • ধীমান হলেন পাল যুগের ভাষ্কর্য শিল্পী।
  • গঙ্গোইকোন্ড উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল।
  • তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে।
  • মলেমিন্টো সংস্কার হয় 1901 সালে।
  • নাগানন্দ রচনা করেন হর্ষবর্ধন।
  • মালবিকাগ্নিমিত্রম লেখেন কালিদাস।
  • মেগাস্থিনিস ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে।
  • রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ।
  • ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন জাহাঙ্গিরের সময়।
  • মিলিন্দপঞ্চহো লেখেন নাগসেন।
  • ভারতে প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণরা।
  • বজ্রসূচী রচনা করেন অশ্বঘোষ।
  • মহেন্দ্রাদিত্য উপাধি নেন প্রথম কুমার গুপ্ত।
  • ফা হিয়েন ভারতে ছিলেন ১৫ বছর।
  • অভিজ্ঞান শকুন্তলম লেখেন কালিদাস।
  • কুমারসম্ভব লেখেন কালিদাস।
  • গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার গুপ্ত যুগে হয়।
  • ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট বংশের সৃষ্টি।
  • তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির তৈরি করেন রাজরাজ।
  • পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন অনন্ত বর্মন।
  • কোনারকের সূর্যমন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহবর্মন।
  • ইলোরার গুহাচিত্র রাষ্ট্রকূট আমলে সৃষ্ট।
  • অদ্বৈতবাদের প্রবক্তা শঙ্করাচার্য।
  • ‘কিরাতার্জনীয়ম’ রচনা করেন ভারবি।
  • ভারবি ছিলেন সিংহবিয়ুর সভাকবি।
  • ‘প্রজ্ঞাপারমিতা’ রচনা করেন অতীশ দীপঙ্কর।
  • আদিনাথ চন্দ্রগর্ভ শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্যনাম।
  • আঙ্কোরভাটের মন্দির বিষ্ণু দেবতার।
  • জাভার বরবুদুরের স্তূপ শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি।
  • রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদূর্গ।
  • লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন বহুলুল লোদি।
  • মহামল্ল উপাধি নেন প্রথম নরসিংহবর্মন।
  • কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈলপ।
  • নিষ্ক ও মনা বৈদিক যুগের মুদ্রা।
  • বৈদিক যুগের প্রধান বাহন ছিল ঘোড়া।
  • অকালি আন্দোলন হয়েছিল পাঞ্জাবে।
  • তাহাকিব-অল-অখলক রচনা করেন সৈয়দ আহমেদ।
  • ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় 1798 সালে।
  • ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ।
  • ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন ড. রাজেন্দ্রপ্রসাদ।

Leave a Comment