বিভিন্ন স্থানের উপনাম, GK Quiz Question and Answers: আজকের প্রতিবেদনে আমরা বিভিন্ন স্থানের উপনাম গুলি সম্পর্কে জানব। এই সংক্রান্ত প্রশ্নগুলি কুইজ কম্পিটিশনের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষার জন্যেও সমানভাবে গুরুত্বপূর্ণ। চলুন চটপট প্রশ্নগুলি এবং তাদের উত্তরগুলি জেনে নেওয়া যাক।
এক নজরে:
GK Quiz-বিভিন্ন স্থানের উপনাম
১। উত্তরের ভেনিস কাকে বলা হয়?
উঃ স্টকহোমাকে।
২। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়?
উঃ জাপানকে।
৩। সাদা হাতির দেশ কাকে বলা হয়?
উঃ থাইল্যান্ডকে।
৪। ব্রিটেন অফদি সাউথ কাকে বলা হয়?
উঃ নিউজিল্যান্ডকে।
৫। সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয়?
উঃ মায়ানমারকে।
৬। ‘গার্ডেন সিটি অফ ইন্ডিয়া’ কাকে বলা হয়?
উঃ ব্যাঙ্গালোরকে।
৭। সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়?
উঃ জাপানকে।
৮। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়?
উঃ জাপানকে।
৯। বাতাসের শহর কাকে বলা হয়?
উঃ শিকাগোকে।
১০। মেডিটেরিয়ানের দেশ কাকে বলা হয়?
উঃ জিব্রাল্টারকে।
১১। ভারতের মাঞ্চেস্টার কাকে বলা হয়?
উঃ আমেদাবাদকে।
১২। গোলাপী শহর কাকে বলা হয়?
উঃ জয়পুরকে।
১৩। মুক্তার দ্বীপ কাকে বলা হয়?
উঃ বাহরিনকে।
১৪। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
উঃ নরওয়েকে।
১৫। ইউরোপের খেলার মাঠ কাকে বলা হয়?
উঃ সুইজারল্যান্ডকে।
১৬। বজ্রের দেশ কাকে বলা হয়?
উঃ ভূটানকে।
১৭। এশিয়ার রোম কাকে বলা হয়?
উঃ দিল্লিকে।
১৮। মিছিলের শহর কাকে বলা হয়?
উঃ কলকাতাকে।
১৯। সাতপাহাড়ের শহর কাকে বলা হয়?
উঃ রোমকে।
২০। ককপিট অব ইউরোপ বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়ামকে।
২১। নীলপর্বত শ্রেণী কাকে বলা হয়?
উঃ নীলগিরি পর্বতকে।
২২। সিটি অব প্যালেস বলা হয় কোন শহরকে?
উঃ কলকাতাকে।
২৩। সোনালী আঁশের দেশ কাকে বলা হয়?
উঃ বাংলাদেশকে।
(GK Quiz) বিভিন্ন স্থানের উপনাম
২৪। গেটওয়ে অব ইন্ডিয়া বলা হয় কোন শহরকে?
উঃ মুম্বাইকে।
২৫। প্রাচীরের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ চীন দেশকে।
২৬। হেরিং মাছের পুকুর বলা হয় কোন মহাসাগর কে?
উঃ আটল্যান্টিক মহাসাগরকে।
২৭। চিনির গামলা বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা।
২৮। ক্যাঙারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া।
২৯। সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে?
উঃ কোরিয়া।
৩০। হারকিউলিসের থাম কাকে বলে?
উঃ জিব্রাল্টার মালভূমিকে।
৩১। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে?
উঃ আফ্রিকা।
৩২। পশুপালনের দেশ কাকে বলে?
উঃ তুরস্ক।
৩৩। সোনার অন্তঃপুর কাকে বলে?
উঃ ইস্তাম্বুলকে।
৩৪। ‘হলদে নদী’ বলা হয় কোন নদীকে?
উঃ হোয়াংহো।
৩৫। পৃথিবীর সুন্দর দ্বীপ কাকে বলা হয়?
উঃ ট্রিস্টান ডি কুনহা।
৩৬। স্বর্ণ শহর বলা হয় কোন শহরকে?
উঃ জোহানেসবার্গ।
৩৭। কান্নার প্রবেশদ্বার কাকে বলে?
উঃ বাব-এল-মান্দাবকে।
৩৮। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ জাপানকে।
৩৯। পশ্চিমের জিব্রাল্টার কাকে বলা হয়?
উঃ কুইবেক।
৪০। জাঁকজমকের শহর কাকে বলেয়
উঃ নিউইয়র্ক।
৪১। বাঁশ এবং কাগজের জাদু কোন শহরকে বলা হয়?
উঃ টোকিও।