Exploring the Inspiring World of APJ Abdul Kalam : Rare Interviews, Books, and 7 Quotes

APJ Abdul Kalam : Rare Interviews

APJ Abdul Kalam Rare Interviews
APJ Abdul Kalam Rare Interviews

APJ Abdul Kalam : Rare Interviews : গত শতকে পঞ্চাশ দশকের শেষের দিকের কথা। ভারতবর্ষের দিল্লীর একটি অফিসে বেশ কয়েকজন তরুণ অপেক্ষা করছেন, সকলেই যে যার মত সেরা পোশাক পরে এসেছেন, সকলেই সেভ করেছেন। সকলেরই জুতোর পলিশ চকচক করছে, কেউ কেউ দামি পারফিউম লাগিয়েও এসেছেন। এনারা সকলেই এসেছেন একটি লোভনীয় চাকরির ইন্টারভিউ দিতে। সকলের মধ্যে একটি টেনশন কাজ করছে যে, চাকরিটি হবে কি হবে না।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

ঠিক এমন সময় একজন যুবক সেখানে প্রবেশ করলেন। যুবকটি দেখতে মোটেও সুদর্শন নয়। তার ছিল একদম মলিন চেহারা। আর তার পোষাক ছিল আরো বেশি মলিন। হাফ হাতা সাদা শার্ট, সাথে একটি কিছুটা ময়লা পায়জামা, এবং ছিঁড়ে যাওয়া স্যান্ডেল।

প্রথমে অপেক্ষারত অন্য সব তরুণেরা ভাবলেন এই মানুষটি এখানে কেন? একটু পরে সবাই বুঝলেন যে এই ব্যক্তিও ইন্টারভিউ দিতেই এসেছেন। তারা প্রায় সকলেই ঠাট্টার হাসি হাসলেন।
“হাতি ঘোড়া গেল তল,
ব্যাঙ বলে কত জল।”
ঠিক এইরকম অবস্থা। তারা মুচকি মুচকি হাসছেন। আর সেই তরুণটি একটি ফাইল নিয়ে মাথা নিচু করে বসে আছেন। একে একে সবার ইন্টারভিউ হলো। অবশেষে প্রায় শেষের দিকে সেই ম্নান সুদর্শনহীন তরুণটিকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হল।

তাকে দেখে ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তারাও হয়তো একটু বিরক্ত হলেন। তাদের এত নতুন হাই প্রোফাইল নিয়োগের জন্য এ কেমন প্রার্থী। একজন তো বলেই ফেললেন যে,

“আপনি এখানে কেন এসেছেন?”
তখন তরুণটি নম্রকণ্ঠে বললেন। ” স্যার আমি একজন চাকুরী প্রার্থী।”
তখন নিয়োগকর্তাদের একজন মুচকি হেসে বললেন, “আপনাকে আমরা চাকরিটা কেন দেব?”
তখন সেই তরুণ যুবকটি বললেন, “এই নিয়োগ পাবার জন্য এখানে অন্য যে সমস্ত প্রার্থীরা এসেছেন, তাদের সকলের সমান শিক্ষাগত যোগ্যতা আমারও আছে। তবে আমার আরো চারটি অতিরিক্ত যোগ্যতা আছে, যা হয়তো তাদের নেই।”
তখন ভাইবা বোর্ড থেকে ঠাট্টা করে বলা হলো, “তা আপনার সেই চারটি অসাধারণ যোগ্যতা কি কি?”
তরুণটি বললেন, “স্যার আমার ১ নম্বর যোগ্যতা হচ্ছে, আমি উপবাস করতে জানি।”
“আমার ২ নম্বর যোগ্যতা হচ্ছে, আমি অপেক্ষা করতে জানি।”
“আমার ৩ নম্বর যোগ্যতা হচ্ছে, আমি পড়তে জানি।”
“আর আমার ৪ নম্বর যোগ্যতা হচ্ছে, আমি স্বপ্ন দেখতে জানি।”
তখন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান বললেন, “তা আপনার এই মহান যোগ্যতা গুলো কি একটু ব্যাখ্যা করে বলবেন?”
তখন তরুণ যুবকটি খুবই বিনয়ী কন্ঠে বললেন, “স্যার, আমার বাবার একটি অন্যতম পেশা হচ্ছে মাছ ধরা। যেদিন আমার বাবার জালে মাছ পরে না, সেদিন আমাদের বাড়ির হাঁড়িতে ভাতও ফোটে না, খাবারো তৈরি হয় না। আমাদের অনেক দিন উপোস করে কেটেছে। তাই আমার উপোস করার অভ্যাস আছে। যেটি হয়তো বা অন্যপ্রার্থীদের নেই। আর এই উপোস থেকে বাঁচবার জন্য আমার মধ্যে যে তাড়ণা তৈরি হয়েছে সেটিও ওই প্রার্থীদের মধ্যে নেই।”
তখন আর একজন ইন্টারভিউ কর্তা বললেন, “তাহলে আপনার অপেক্ষা করার গুণটি কি?”
তরুণ বললেন, “স্যার, আমি অপেক্ষা করতে পারি। দরিদ্র মানুষের সম্বল একমাত্র ধৈর্য। আমার সেই ধৈর্য আছে। আমি অনন্তকাল অপেক্ষা করতে পারি। এমনকি আপনারা যদি এখন আমাকে চাকরি নাও দেন তাহলেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো। নিজেকে আরও যোগ্যতর করবো। আর সেই ধৈর্যের ফল নিশ্চয়ই আমি একদিন পাব।”
তারপরের যোগ্যতা ?
তরুণ বললেন, ” স্যার, আমি পড়তে পারি।”
তখন একজন ইন্টারভিউরর রেগে গিয়ে বললেন, “তার মানে কি অন্য প্রার্থীরা পড়তে পারে না? তারা কি নিরক্ষর? কি বলতে চান আপনি?”
মলিন পোশাকের তরুণটি বললেন, “স্যার, তারাও পড়তে পারেন, তবে আমার মত পরতে তারা পারেন না।”
“কেন তারা আপনার মত পড়তে পারেন না?”
“তার কারণ স্যার, আমি ১৪ টি ভাষায় পড়তে পারি। হয়তো তাদের মধ্যে কেউ-ই ১৪ টি ভাষায় পড়তে পারেন না।”
“তাহলে আপনার শেষ গুণটি?”(ইন্টারভিউ বোর্ডের কর্মকর্তারা আস্তে আস্তে তার প্রতি মনোযোগী হয়ে উঠছেন)
তরুণটি বললেন, “স্যার আমি স্বপ্ন দেখতে জানি, I am a dreamer। আপনারা আমাকে চাকরি দিন বা না দিন। আমি একদিন অনেক বড় হবো।”
মলিন পোশাকের, দেখতে অসুন্দর, সেই তরুণ টির নাম ডক্টর এ.পি.জে. আবদুল কালাম। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। পৃথিবী বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী, এবং তার নিজের ভাষায় তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন শিক্ষক

[ আরো পড়ুন : Teach your child to read | আপনার সন্তানকে বই পড়তে শেখান ]

Dr. APJ Abdul Kalam’s books :

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ.পি.জে. আব্দুল কালাম তার জীবনে প্রচুর বই লিখে গেছেন। তার মধ্যে কিছু জনপ্রিয় বই হল:

Wings of Fire: An Autobiography – This book tells the story of Kalam’s life, from his humble beginnings in a small village in Tamil Nadu to becoming one of India’s most respected scientists and politicians.

India 2020: A Vision for the New Millennium – In this book, Kalam lays out his vision for India’s future and outlines the steps that need to be taken to make it a reality.

Ignited Minds: Unleashing the Power Within India – In this book, Kalam talks about the importance of education and innovation in building a strong and prosperous India.

My Journey: Transforming Dreams into Actions – This book is a collection of Kalam’s speeches and writings, in which he shares his insights and experiences on a wide range of topics.

he Luminous Sparks – This book is a collection of inspirational stories and anecdotes that Kalam gathered during his interactions with people from all walks of life.

The Scientific Indian: A Twenty-First Century Guide to the World Around Us – In this book, Kalam explains complex scientific concepts in simple language and encourages young people to pursue careers in science and technology.

Reignited: Scientific Pathways to a Brighter Future – This book is a sequel to Ignited Minds and focuses on the role of science and technology in India’s development.

These are just a few of Dr. APJ Abdul Kalam’s many books, which continue to inspire and educate people around the world.”

APJ Abdul Kalam’s quotes

এ.পি.জে আব্দুল কালামের টি অনুপ্রেরণাদায়ক বাণী :

  1. তুমি ব্যর্থ হলেও কখনো হাল ছেড়ে দিও না। ব্যর্থতাই শিক্ষার প্রথম ধাপ।
  2. যেকোনো সফলতার গল্পে কেবলমাত্র একটাই বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে একমাত্র সফল হওয়ার উপায় থাকে।
  3. আপনাকে স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্নকে সত্যি করার জন্য কর্ম করতে হবে, যতক্ষণ না স্বপ্ন সত্যি পরিণত না হচ্ছে।
  4. সহজে ও দ্রুত সুখের জন্য কখনোই ছোটা উচিত নয় বরঞ্চ প্রকৃত সফলতা পাওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হওয়া দরকার।
  5. ব্যর্থতা নামক রোগটির একমাত্র ভালো ওষুধ হল আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করবে।
  6. ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থাকা দরকার তা হলো তাদের প্রশ্ন করার ক্ষমতা, তাদেরকে প্রশ্ন করতে দেয়া উচিত।
  7. ঘুমিয়ে ঘুমিয়ে তুমি যা দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হলো সেটাই যার জন্য তোমার চোখে ঘুম আসে না।

ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ?

ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা থাকা দরকার তা হলো তাদের প্রশ্ন করার ক্ষমতা, তাদেরকে প্রশ্ন করতে দেয়া উচিত।