General Knowledge Questions with Answers: বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা

General Knowledge Questions with Answers: আজকের প্রতিবেদনে বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যাগুলি কে কি বলা হয় তার একটি সম্পূর্ণ লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
General Knowledge Questions with Answers

বিভিন্ন বিষয় সম্পর্কিত বিদ্যা- General Knowledge Questions with Answers

এই সংক্রান্ত প্রশ্নগুলি বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন একাডেমিক সেশনের পরীক্ষাতও সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের পোস্টে এই বিষয়গুলিকে খুব সহজ আকারে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে তুলে ধরা হলো। চলুন শুরু করা যাক।

General Knowledge Questions with Answers

১। মানব জগতের মানসিক ও শারীরিক অবস্থা সম্বন্ধীয় চর্চাকে কি বলে?

উঃ এ্যনথ্রোপলজি।

২। মাটি ও শস্য উৎপাদন বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ এ্যাগ্রোনমি।

৩। সর্বনিম্ন শীতল তাপমাত্রায় উৎপাদন বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ ক্রায়োজেনেস।

৪। কোষের সৃষ্টি গঠন ও কার্যকারিতা সম্বন্ধীয় চর্চাকে কি বলে?

উঃ সাইটোলজি।

৫। মানুষ এবং প্রাণীর আচরণ বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ সাইকোলজি।

৬। জীবনের নিয়মকানুন সম্পর্কিত পাঠকে কি বলে?

উঃ বায়োনমি।
৭। বিষ ও বিষের ব্যবহার অব্যবহার বিষয়ক পাঠ কে কি বলে?

উঃ টক্সিকোলজি।

৮। জীবাশ্ম বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ প্যালিওন্টোলজি।

৯। অভিধান রচনা ও সংকলন বিদ্যাকে কি বলে?

উঃ লেক্সিকোগ্রাফি।

১০। অতিক্ষুদ্র প্রাণী বিষয়ক বিদ্যাকে কি বলে?

উঃ মাইক্রোবায়োলজি।

১১। আঞ্চলিক বা আঞ্চলিকাংশ সম্পর্কিত বিদ্যাকে কি বলে?

উঃ টেপোগ্রাফি।

১২। ছত্রাক বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ মাইকোলজি।

বিভিন্ন কার্যে সাহায্যকারী যন্ত্র গুলির নাম জানতে এইখানে ক্লিক করুন

১৩। ভূমিকম্পন এবং ভূকম্পন জনিত ঘটনাবলী বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ সিসমোলজি।

১৪। ভাইরাস বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ ভাইরোলজি।

১৫। প্রতঙ্গ বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ এন্টোমোলজি।

১৬। আকরিক থেকে ধাতু নিষ্কাসন সম্পর্কিত বিদ্যাকে কি বলে?

উঃ মেটালার্জি।

১৭। মাথার খুলি এবং মস্তিষ্ক বিষয়ক বিদ্যাকে কি বলে?

উঃ ফ্রেনোলজি।

১৮। জলদ্বারা মানবদেহের রোগের চিকিৎসা বিষয়ক বিদ্যাকে কি বলে?

উঃ হাইড্রোগ্রাফি।

১৯। কাঁচা রেশম উৎপাদনের জন্যে রেশম পোকার চাষ বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ সেরিকালচার।

২০। উদ্যান বিষয়ক ফুল ফল সব্জি চাষাবাদ সম্পর্কিত চর্চাকে কি বলে?

উঃ হটিকালচার।

২১। প্রাণীর স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলী বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ নিউরোলজি।
২২। তেজেস্ক্রিয়তা ও রঞ্জনরশ্মি বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ রেডিওলজি।

২৩। অস্থি এবং তরুনাস্থি বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ অস্টিওলোজি।

২৪। প্রাণীর দাঁতের গঠন, উৎস ও ধর্মসম্পর্কিত চর্চাকে কি বলে?

উঃ ওডন্টোলজি।

২৫। পাখি বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ অরনিথোলজি।

২৬। পৃথিবীর ইতিহাস বিষয়ক বিজ্ঞানসম্মত চর্চাকে কি বলে?

উঃ জিওলজি।

২৭। পূর্ব পুরুষ ও পরিবারের ইতিহাস বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ জেনেকোলজি।

২৮। অভিধান রচনা বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ লেক্সিকোগ্রাফি।

২৯। খোদাই সম্পর্কিত চর্চাকে কি বলে?

উঃ এপিগ্রাফি।

৩০। মনুষ্য সমাজ বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ সোসিওলজি।

৩১। চাঁদ তার প্রকৃতি, সৃষ্টি গতি প্রভৃতি বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান বিষয়ক চর্চাকে কি বলে? ०८

উঃ সেলেনোলজি।

৩২। ইন্দ্রিয় সংবেদন ছাড়া অন্য কোন পদ্ধতিতে মনের সাথে মনের সংযোগ বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ টেলিপ্যাথি

৩৩। পরিবেশের সাথে প্রাণী ও উদ্ভিদের সম্পর্ক বিষয়ক চর্চাকে কি বলে?

উঃ ইকোলজি।

৩৪। জুনের বিকাশ ও বিভিন্ন দশা সম্বন্ধীয় পাঠকে কি বলে?

উঃ এমব্রায়োলজি।

৩৫। ফল ও তৎসংক্রান্ত বিদ্যাকে কি বলে?

উঃ পর্ণোলজি।

Leave a Comment