GK Practice Set in Bengali : সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য

Our WhatsApp Group Join Now

GK Practice Set in Bengali : বিগত বছরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর নিয়ে তৈরি এই পোস্টটি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী। এখানে PSC, WBCS প্রিলিমিনারি এবং অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলির সমাধান সহ দেওয়া হয়েছে। প্রতিদিনের প্রস্তুতির জন্য ফ্রি মক টেস্ট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন।

GK Practice Set in Bengali
GK Practice Set in Bengali

বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর:

1. ভূগোল ও পরিবেশ

ভূগোল, জলবায়ু, নদী, হ্রদ, এবং পরিবেশ সম্পর্কিত প্রশ্নগুলি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

2. ইতিহাস ও সংস্কৃতি

ভারত ও বিশ্বের ইতিহাস, নৃত্য, শিল্প, এবং সংস্কৃতি সম্পর্কিত প্রশ্ন।

3. বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান, প্রযুক্তি, এবং মহাকাশ সম্পর্কিত প্রশ্ন।

4. অর্থনীতি ও পরিসংখ্যান

জনসংখ্যা, অর্থনীতি, এবং পরিসংখ্যান সম্পর্কিত প্রশ্ন।

গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর (GK Practice Set in Bengali):

1. রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা?
(a) রাখিন
(b) শান
(c) কাচিন
(d) চিন
✅ সঠিক উত্তর: (a) রাখিন
2. ‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য?
(a) ওড়িশা
(b) অন্ধ্রপ্রদেশ
(c) তামিলনাড়ু
(d) কেরল
✅ সঠিক উত্তর: (a) ওড়িশা
3. নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়?
(a) অরাল সাগর
(b) কাস্পিয়ান সাগর
(c) লোহিত সাগর
(d) আরব সাগর
✅ সঠিক উত্তর: (a) অরাল সাগর
4. ‘দস্ত-ই-মারগো’বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ?
(a) ইরান
(b) পাকিস্তান
(c) ইরাক
(d) আফগানিস্তান
✅ সঠিক উত্তর: (d) আফগানিস্তান
5. নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়?
(a) কুমায়ুন
(b) সহ্যাদ্রী
(c) গাড়োয়াল
(d) হিমাচল
✅ সঠিক উত্তর: (b) সহ্যাদ্রী
6. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?
(a) কল্লেরু হ্রদ
(b) চিল্কা হ্রদ
(c) পুলিকট হ্রদ
(d) ভেম্বনাদ হ্রদ
✅ সঠিক উত্তর: (a) কল্লেরু হ্রদ
7. Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল—
(a) 70%
(b) 75%
(c) 76%
(d) 77%
✅ সঠিক উত্তর: (d) 77%
8. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(a) তেলেঙ্গানা
(b) তামিলনাড়ু
(c) অন্ধ্রপ্রদেশ
(d) কর্ণাটক
✅ সঠিক উত্তর: (c) অন্ধ্রপ্রদেশ
9. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?
(a) 3
(b) 4
(c) 5
(d) 6
✅ সঠিক উত্তর: (c) 5
10. কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?
(a) 14 জানুয়ারি 1969
(b) 15 আগস্ট 1947
(c) 26 জানুয়ারি 1950
(d) 1 নভেম্বর 1956
✅ সঠিক উত্তর: (a) 14 জানুয়ারি 1969
11. মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল –
(a) তৃতীয়
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) ষষ্ঠ
✅ সঠিক উত্তর: (b) চতুর্থ
12. বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে?
(a) গঙ্গা
(b) যমুনা
(c) শতদ্রু
(d) ব্রহ্মপুত্র
✅ সঠিক উত্তর: (c) শতদ্রু
13. 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল-
(a) ফণী
(b) বুলবুল
(c) আম্ফান
(d) ইয়াস
✅ সঠিক উত্তর: (b) বুলবুল
14. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়?
(a) 1818
(b) 1857
(c) 1905
(d) 1947
✅ সঠিক উত্তর: (a) 1818
15. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?
(a) হরপ্পা
(b) মেহেরগড়
(c) মহেঞ্জোদাড়ো
(d) লোথাল
✅ সঠিক উত্তর: (b) মেহেরগড়
16. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে—
(a) 5 মিনিট
(b) 8 মিনিট
(c) 10 মিনিট
(d) 12 মিনিট
✅ সঠিক উত্তর: (b) 8 মিনিট
17. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?
(a) হিমাচল প্রদেশ
(b) উত্তরাখণ্ড
(c) জম্মু ও কাশ্মীর
(d) অন্ধ্রপ্রদেশ
✅ সঠিক উত্তর: (c) জম্মু ও কাশ্মীর
18. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত?
(a) সুরাট
(b) আলাঙ
(c) ভাদোদরা
(d) গান্ধীনগর
✅ সঠিক উত্তর: (b) আলাঙ
19. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়—
(a) বিউফোর্ট স্কেল
(b) মেরক্যালি স্কেল
(c) রিখটার স্কেল
(d) সিসমোগ্রাফ
✅ সঠিক উত্তর: (c) রিখটার স্কেল
20. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে?
(a) সিকিম-ভুটান
(b) অরুণাচল-চীন
(c) জম্মু-পাকিস্তান
(d) নেপাল-উত্তরপ্রদেশ
✅ সঠিক উত্তর: (a) সিকিম-ভুটান
21. ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল –
(a) গুজরাট
(b) অন্ধ্রপ্রদেশ
(c) কর্ণাটক
(d) মহারাষ্ট্র
✅ সঠিক উত্তর: (b) অন্ধ্রপ্রদেশ
22. ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে—
(a) শ্রীহরিকোটা থেকে
(b) চেন্নাই থেকে
(c) আমেদাবাদ থেকে
(d) ব্যাঙ্গালোর থেকে
✅ সঠিক উত্তর: (a) শ্রীহরিকোটা থেকে
23. আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন:
(a) মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মেদিনীপুর
(b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
(c) পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর
(d) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ
✅ সঠিক উত্তর: (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান
24. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত?
(a) মুম্বাই
(b) পুনে
(c) নাগপুর
(d) নাসিক
✅ সঠিক উত্তর: (b) পুনে
25. সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল—
(a) 2001
(b) 2011
(c) 2021
(d) 2022
✅ সঠিক উত্তর: (b) 2011
26. পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?
(a) কৃষ্ণ মাটি
(b) লাল মাটি
(c) ল্যাটেরাইট মাটি
(d) বেলে মাটি
✅ সঠিক উত্তর: (c) ল্যাটেরাইট মাটি
27. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে?
(a) কোয়েম্বাটুর
(b) থাঞ্জাভুর
(c) মাদুরাই
(d) তিরুচিরাপল্লী
✅ সঠিক উত্তর: (b) থাঞ্জাভুর

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK Practice Set in Bengali (উত্তরসহ)

Leave a Comment