Indian Geography MCQ, Top 20 Questions: ভূগোল থেকে বাছাই করা ২০টি প্রশ্ন এবং উত্তর

Indian Geography MCQ
Our WhatsApp Group Join Now

Indian Geography MCQ: আজকের পোষ্টের মাধ্যমে ভারতীয় ভূগোল থেকে ২০টি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো। এই ধরনের প্রশ্ন গুলি সচারাচার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে আর দেরি না করে চটপট শুরু করা যাক।

Indian Geography MCQ

1. ভারতের কোন্ স্থানে সবচেয়ে কম পরিমাণে বৃষ্টিপাত হয় ?

উত্তর: লেহ (বর্তমানের লেহ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত)

2. ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কী ?

উত্তর: হীরাকুঁদ

3. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কী ?

উত্তর: সহ্যাদ্রি পর্বত

4. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর: দক্ষিণ দিনাজপুর

5. ভাগিরথী-হুগলি নদীর পশ্চিমভাগের ভূমিকে কী বলা হয় ?

উত্তর: রাঢ় অঞ্চল

6. ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উত্তর: দক্ষিণ ২৪ পরগনা

7. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?

উত্তর: জাতীয় মহাসড়ক 44 (NH 44), যেটি পূর্বে জাতীয় মহাসড়ক ৭ নামে পরিচিত ছিল।

8. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?

উত্তর: সিকিম

9. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?

উত্তর: শ্রীনগর ও লেহ

10. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

উত্তর: সিয়াচেন

11. গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?

উত্তর: আরাবল্লী

12. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তর: দ্বিতীয় (২০২২ সালের হিসাবে)

13. নাথুলা পাস কোথায় অবস্থিত ?

উত্তর: সিকিমে

14. ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী ?

উত্তর: কাঞ্চনজঙ্ঘা

15. রাশিয়ার সহযোগিতায় ভারতের কোন অঞ্চলে পরমাণু চুল্লি তৈরি হয়েছে ?

উত্তর: কুডানকুলাম

16. ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর: যমুনা

RRB NTPC Mock Test-8-দেওয়ার জন্য এখানে ক্লিক করুন

17. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?

উত্তর: আসামের গুয়াহাটি ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি

18. কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি ?

উত্তর: রেগুর

19. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?

উত্তর: অরুণাচল প্রদেশ

20. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?

উত্তর: পাললিক শিলায়

Leave a Comment