Indian Geography MCQ, Top 20 Questions: ভূগোল থেকে বাছাই করা ২০টি প্রশ্ন এবং উত্তর

Indian Geography MCQ
Indian Geography MCQ

Indian Geography MCQ: আজকের পোষ্টের মাধ্যমে ভারতীয় ভূগোল থেকে ২০টি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো। এই ধরনের প্রশ্ন গুলি সচারাচার কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে আর দেরি না করে চটপট শুরু করা যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Indian Geography MCQ

1. ভারতের কোন্ স্থানে সবচেয়ে কম পরিমাণে বৃষ্টিপাত হয় ?

উত্তর: লেহ (বর্তমানের লেহ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত)

2. ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কী ?

উত্তর: হীরাকুঁদ

3. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কী ?

উত্তর: সহ্যাদ্রি পর্বত

4. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর: দক্ষিণ দিনাজপুর

5. ভাগিরথী-হুগলি নদীর পশ্চিমভাগের ভূমিকে কী বলা হয় ?

উত্তর: রাঢ় অঞ্চল

6. ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?

উত্তর: দক্ষিণ ২৪ পরগনা

7. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ?

উত্তর: জাতীয় মহাসড়ক 44 (NH 44), যেটি পূর্বে জাতীয় মহাসড়ক ৭ নামে পরিচিত ছিল।

8. ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?

উত্তর: সিকিম

9. জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?

উত্তর: শ্রীনগর ও লেহ

10. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

উত্তর: সিয়াচেন

11. গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?

উত্তর: আরাবল্লী

12. জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তর: দ্বিতীয় (২০২২ সালের হিসাবে)

13. নাথুলা পাস কোথায় অবস্থিত ?

উত্তর: সিকিমে

14. ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী ?

উত্তর: কাঞ্চনজঙ্ঘা

15. রাশিয়ার সহযোগিতায় ভারতের কোন অঞ্চলে পরমাণু চুল্লি তৈরি হয়েছে ?

উত্তর: কুডানকুলাম

16. ভারতের রাজধানী দিল্লী কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর: যমুনা

RRB NTPC Mock Test-8-দেওয়ার জন্য এখানে ক্লিক করুন

17. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?

উত্তর: আসামের গুয়াহাটি ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি

18. কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি ?

উত্তর: রেগুর

19. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?

উত্তর: অরুণাচল প্রদেশ

20. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় ?

উত্তর: পাললিক শিলায়

Leave a Comment