Important Instruments and their uses: বিভিন্ন যন্ত্র ও তাদের ব্যবহার

Instruments and their uses: আজকের পোষ্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
Instruments and their uses

বিভিন্ন যন্ত্র ও তাদের ব্যবহার- Instruments and their uses

বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি গুলির নাম প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আলোচনা করা হলো যেমন, বায়ুর আদ্রতা মাপার যন্ত্রের নাম কি, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি, ভর মাপার যন্ত্রের নাম কি, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, তাপ মাপার যন্ত্রের নাম কি ইত্যাদি। চলুন শুরু করা যাক।

Important Instruments and their uses

১। বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম কি?

উঃ রেনগজ।

২। চাকাযুক্ত যান দ্বারা অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ওডোমিটার।

৩। দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ স্ফীগমোম্যানোমিটার

৪। আলোকের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ফটোমিটার

৫। সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ির নাম কি?

উঃ ক্রোনোমিটার।

৬। তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ হাইড্রোমিটার।

৭। তাপের পরিমাণ মাপার যন্ত্রের নাম কি?

উঃ ক্যালোরিমিটার।

৮। বাতাসের গতি ও গতিপথ মাপার যন্ত্রের নাম কি?

উঃ এ্যানিমোমিটার।

৯। তড়িৎপ্রবাহের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ অ্যামমিটার।

১০। স্বল্পমাত্রার তড়িৎশক্তি পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ গ্যালভানোমিটার।

১১। জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত যন্ত্র যার দ্বারা দুটি বস্তুর কৌনিক দূরত্ব পরিমাপ

করা যায় তাকে কি বলে?

উঃ সেস্কট্যান্ট।

১২। আলোক সংক্রান্ত পরিমাপে সাহায্যকারী যন্ত্রের নাম কি?

উঃ পিকনো মিটার।

বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে জানতে এইখানে ক্লিক করুন

১৩। ঘূর্ণায়মান বস্তুর গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?

উঃ হাইগ্রোস্কোপ।

১৪। ওপরের জিনিস দেখবার আয়নাযুক্ত যন্ত্রের নাম কি?

উঃ পেরিস্কোপ।

১৫। সূর্যের বিকিরণ নির্ণায়ক যন্ত্রের নাম কি?

উঃ পিরহেলোমিটার।

১৬। বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আয়তনের পরিবর্তন মাপক যন্ত্রের নাম কি?

উঃ ইডিওমিটার।

১৭। বিভিন্ন তথ্য সংরক্ষণ ও জটিল গণনার আধুনিক যন্ত্রের নাম কি?

উঃ কম্পিউটার।

১৮। বিশেষ একপ্রকার ব্যারোমিটার যার সাহায্যে উচ্চতা মাপা হয়?

উঃ অলটিমিটার।

১৯। যান্ত্রিক হিসেব যন্ত্র, যা সমতলের ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহৃত হয়?

উঃ প্ল্যান্টিমিটার।

২০। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়?

উঃ ডায়ানামো।

২১। উভয় চোখের সাহায্যে দূরের বস্তু প্রবর্ধিত ভাবে দেখার আলোকযন্ত্রকে কি বলে?

উঃ বাইনোকুলার।

২২। দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ল্যাকটোমিটার।

২৩। তরলের সান্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ভিসকোমিটার

২৪। নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণক্ষম স্বয়ংক্রিয় যন্ত্রের নাম কি?

উঃ থার্মোস্ট্যাট।

২৫। অতিক্ষুদ্র বস্তু বিবর্ধিত ভাবে দেখানোর যন্ত্রের নাম কি?

উঃ মাইক্রোস্কোপ।

২৬। বর্ণালী বিশ্লেষণ করার যন্ত্রের নাম কি?

উঃ স্পেকট্রোস্কোপ।

২৭। হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দ শোনা এবং বিশ্লেষণ করার যন্ত্রের নাম কি?

উঃ স্টেথোস্কোপ।

২৮। গোলকের বক্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ স্ফেরোমিটার।

২৯। কোনো দ্রবণে চিনির পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ স্যাকারিমিটার।

৩০। বায়ুমণ্ডলের আদ্রতার পরিবর্তন পরিমাপের যন্ত্রের নাম কি?

উঃ হাইগ্রোস্কোপ।

৩১। খুব নিম্ন তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি?

উঃ ক্রায়োমিটার।

৩২। বায়ুমণ্ডলের চাপ নিরন্তরভাবে নথিভুক্ত করার যন্ত্রকে কি বলে?

রিউঃ ব্যারোগ্রাফ।

৩৩। শ্রবণশক্তি পরীক্ষার যন্ত্রের নাম কি?

উঃ অডিওমিটার।

৩৪। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ দ্বারা বিমানপোত জাহাজ প্রভৃতির দিক ও পাল্লা নির্ণয় করার যন্ত্রের নাম কি?

উঃ রাডার।

Leave a Comment