Test Your Math Skills with the Ultimate Class 4 Math Quiz 2023: গণিত: প্রথম পার্বিক মূল্যায়ন ২০২৩

Ultimate Class 4 Math Quiz 2023
Ultimate Class 4 Math Quiz 2023

Ultimate Class 4 Math Quiz 2023: এখানে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা first unit test এর সিলেবাসের(WBBPE) অংশটুকু নিয়ে একটি মক টেস্ট কুইজ এর আয়োজন করা হয়েছে। তোমরা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই পরীক্ষাটি দিয়ে, তৎক্ষণাৎ তোমাদের রেজাল্ট জেনে নিয়ে, তোমাদের পরীক্ষা প্রস্তুতি কতটা ভালো হয়েছে তা যাচাই করে নিতে পারো।

প্রশ্নগুলি প্রত্যেকটি MCQ type । সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে ফিনিশ (FINISH) বটনে ক্লিক করলেই তৎক্ষণাৎ মক টেস্টের রেজাল্ট দেখতে পাওয়া যাবে, এবং সাথে সাথেই সঠিক উত্তরগুলিও দৃশ্যমান হবে। এখানে 50 শতাংশ নাম্বার পেলে পাশ মার্কস ধার্য করা হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলনা। তাহলে চলো আর দেরি না করে চটপট পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করে নাও।

#1. ২৪ ঘণ্টার ঘড়িতে ১৯টা বাজলে ১২ ঘণ্টার কটা বাজবে?

#2. লিপইয়ার বছরে দিন সংখ্যা কত?

#3. ৫,২,০, ৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

#4. ফাকা ঘরে ‘>’ অথবা ‘<’ অথবা ‘=’ চিহ্ন বসাও। ভাগশেষ___________ভাজক।

#5. ১, ৫ , ২, ৩, ১ , ৬ সংখ্যাগুলির গড় কত?

#6. ৩২৫৫-সংখ্যায় ২-এর স্থানীয় মান কত?

#7. ৫ বছর ৩ দিন = কত দিন?

#8. ৭ ঘণ্টা ২০ মিনিট = কত মিনিট?

#9. ৯৮৭৩ সংখ্যাটিতে ৮ অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত?

#10. ৭, ০, ৮ দিয়ে তিন অঙ্কের সবচেয়ে বড়ো ও সবচেয়ে ছোটো সংখ্যা গঠন করো।

#11. রাত্রি ৮ টা বেজে ২৫ মিনিট, ২৪ ঘণ্টার ঘড়িতে সময় কত হবে?

#12. ১৩ মে থেকে ২১ জুন (২১ জুন সমেত) কত দিন?

#13. সন্ধ্যা ৭ টার সময় ২৪ ঘণ্টার ঘড়িতে সময় কত দেখা যায় ?

#14. ৭৬৫ সংখ্যাটিতে ৫-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত হবে?

#15. ২, ৩, ৫, ০ দ্বারা গঠিত চার অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যাটি কত হবে?

#16. কোন মাসের দিনসংখ্যা পরিবর্তিত হয়?

#17. ৭৩ দিন = ______ সপ্তাহ_______ দিন।

#18. তোমার কাছে ২০০ টাকা আছে। তুমি ২৫ টাকা দামের বই কিনতে পারবে___________ টি ।

#19. গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলালে গুণফল--

#20. একটি সরলরেখাংশ আঁকতে কমপক্ষে______________টি বিন্দুর দরকার হয়।

Finish

Results

-

তুমি এই পরীক্ষাটিতে সফল হয়েছো। তোমার জন্য অনেক শুভকামনা রইল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

তুমি পরীক্ষাটিতে সাফল্য লাভ করতে পারোনি। কিন্তু সেজন্য কোন চিন্তা নেই, তুমি আরো ভালো করে চেষ্টা করো । পরবর্তী সময়ে তুমি অবশ্যই কৃতকার্য হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

চতুর্থ শ্রেণীর আরেকটি গণিতের কুইজের জন্য এখানে ক্লিক করুন