WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 11 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 11
WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 11

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 11 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 11)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

1. অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন?

(A) অ্যাভোগাড্রো

(B) গোল্ডস্টেইন

(C) টমসন

(D) মিলিকন

Answer – (D) মিলিকন

2. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল?

(A) 1854-55

(B) 1890

(C) 1899-1900

(D) 1902

Answer – (C) 1899-1900

3. আন্দামানে ভারতের কোন্ গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?

(A) লর্ড লিটন

(B) লর্ড মেয়ো

(C) লর্ড কার্জন

(D) কেউ নন

Answer – (B) লর্ড মেয়ো

4. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত-

(A) অসম ও বাংলাদেশ

(B) বিহার ও ঝাড়খণ্ড

(C) সিকিম ও ভুটান

(D) ওড়িশা ও ঝাড়খণ্ড

Answer – (A) অসম ও বাংলাদেশ

5. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়-

(A) 100 মিটারের নীচে

(B) 100 মি. – 1500 মি.

(C) 1500 মি.- 3000 মি.

(D) 3000 মিটারের উপরে

Answer – (A) 100 মিটারের নীচে

6. দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে?

(A) 3টি

(B) 4টি

(C) 1টি

(D) 6টি

Answer – (D) 6টি

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

7. ক্যাথোড রশ্মিতে যে তড়িতাহত কণিকা থাকে তাকে বলে:

(A) প্রোটন

(B) নিউট্রন

(C) ইলেকট্রন

(D) পজিট্রন

Answer – (C) ইলেকট্রন

8. নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন?

(A) সেরাটোফাইলাম

(B) আইকরনিয়া

(C) মনোকোরিয়া

(D) পিস্টিয়া

Answer – (B) আইকরনিয়া

9. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল-

(A) মালদা

(B) জলপাইগুড়ি

(C) দার্জিলিং

(D) কোচবিহার

Answer – (C) দার্জিলিং

10. ওয়াট্সন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত?

(A) প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস

(B) ভ্যাক্সিনিয়া

(D) অ্যান্টিবডি

(C) DNA-এর গঠন

Answer – (C) DNA-এর গঠন

11. ‘তহকিক-ই-হিন্দু’ কে রচনা করেছিলেন?

(A) আল-বেরুনি

(B) আল-বিলাদরি

(C) সুলেমান

(D) আল-মাসুদি

Answer – (A) আল-বেরুনি

12. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোন্টি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?

(A) হিমালয় পর্বত

(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি

(C) আরাবল্লি পর্বত

(D) শিবালিক পর্বত

Answer – (C) আরাবল্লি পর্বত

13. নিম্নে উল্লিখিত ভারতের কোন্ রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়?

(A) অন্ধপ্রদেশ

(B) গুজরাট

(C) হরিয়ানা

(D) কেরালা

Answer – (A) অন্ধপ্রদেশ

14. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন্ দুটি দেশের মধ্যে নির্দেশ করে?

(A) ভারত ও পাকিস্তান

(B) ভারত ও চিন

(C) ভারত ও নেপাল

(D) ভারত ও বাংলাদেশ

Answer – (B) ভারত ও চিন

15. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়।

(A) টোপোগ্রাফিকাল মানচিত্র

(B) স্যাটেলাইট ইমজারি

(C) জি আই এস

(D) অক্সফোর্ড এটিলাস

Answer – (A) টোপোগ্রাফিকাল মানচিত্র

Leave a Comment