WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 12 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১২, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 12
WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 12

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 12 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের প্রতিবেদনে General Awareness থেকে বাছাই করা 18 টি প্রশ্ন এবং প্রতি প্রশ্ন শেষে উত্তর দেওয়া হল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১২ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 12)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

1. কোনটি অন্যান্য গুলির থেকে আলাদা-

(A) স্কুটার

(B) হেলিকপ্টার

(C) সাইকেল

(D) এরোপ্লেন

Answer – (C) সাইকেল

2. নিম্নলিখিত যোড়া গুলির মধ্যে কোন্‌ন্টি বেমানান-

(A) জল: পিপাসা

(B) মেধা: শিক্ষা

(C) খাদ্য: ক্ষুধার্ত

(D) বায়ু : শ্বাসকষ্ট

Answer – (D) বায়ু : শ্বাসকষ্ট

3. লুপ্তাক্ষরটি নির্ণয় কর— A, C, F, J, ?

(Α) Κ

(Β) Ο

(C) M

(D) N

Answer – (Β) Ο
4. ভুল সংখ্যা নির্ণয় কর- 3, 10, 19, 30, 42, 58, 75

(A) 10

(B) 30

(C) 42

(D) 58

Answer – (D) 58

5. জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি বসাও-2, 5, 10, 17, ?

(A) 20

(B) 26

(C) 25

(D) 36

Answer – (B) 26

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

6. একজন পুরুষেকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন “তিনি আমার মায়ের একমাত্র পুত্র তবে পুরুষের সঙ্গে স্ত্রীলোকটির সম্পর্ক কি?

(A) পিসি

(B) বোন

(C) কাকি

(D) মাসি

Answer – (B) বোন

7. একটি বাগিচায় 10টি গাছ লাগানো হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্ব কত?

(A) 40 মিটার

(B) 44 মিটার

(C) 20 মিটার

(D) 36 মিটার

Answer – (D) 36 মিটার

8. কোন ঘড়ির উভয় কাটা সারাদিনে কতবার সমকোণ তৈরি করে।

(A) 40. বার

(B) 44 বার

(C) 30 বার

(D) 48 বার

Answer – (B) 44 বার

9. সঠিক উত্তরটি লেখ? “ভোটের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়”

(1) সব ভোটার ভোট দেয়

(2) ভোট দেওয়া নাগরিকের কর্তব্য

(3) ভোট জনগণের মৌলিক অধিকার

(A) 1 ও 2 সত্য

(B) 2 ও 3 সত্য

(C) 1 ও ও সত্য

(D) সবগুলিই সত্য

Answer – (B) 2 ও 3 সত্য

10. যদি A, B এর ভাই হয়; B, C-এর বোন হয়; এবং C, D এর বাবা হয়, তবে D ও A এর সাথে সম্পর্ক কী?

(A) ভাই

(B) বোন

(C) ভাগ্না

(D) ভাইপো

Answer – (D) ভাইপো

11. এক ব্যক্তি প্রথমে পশ্চিমদিকে 4 মিটার হাটে পরে উত্তরদিকে 4 কিমি হাঁটে তারপর আবার পূর্বদিকে। কিমি হাটে প্রথম স্থান লোকটির দূরত্ব কত?

(A) 4 কিমি

(B) 3 কিমি

(C) 5 কিমি

(D) 6 কিমি

Answer – (C) 5 কিমি
12. রহিম Class-এ 40 জনের মধ্যে 19তম তবে শেষের দিক থেকে গণনা করলে রহিমের র‍্যাঙ্ক কত হবে?

(A) 22 তম

(B) 20 তম

(C) 19 তম

(D) 21 তম

Answer – (A) 22 তম

13. যদি 2001 সালের প্রথম দিনটি সোমবার হয় তবে বছরের শেষ দিনটি কি বার হবে?

(A) সোমবার

(B) মঙ্গলবার

(C) রবিবার

(D) শনিবার

Answer – (A) সোমবার

14. 2003 সালে ওরা ডিসেম্বর একজন কর্মচারী কাজে যোগ দিল 31 মার্চ 2004 সালে তাকে ছাটাই করা হল সে কতদিনের বেতন পাবে?

(A) 118

(B) 119

(C) 120

(D) 117

Answer – (B) 119
15. নিম্নলিখিত শব্দগুলো পরস্পরের সম্পর্ক যুক্ত এইগুলিকে ক্রমঅনুযায়ী সাজাও- (i) কাগজ (ii) লেখক (iii) মলাট (iv) বই

(A) i, ii, iv, iii

(B) iv, iii, i, ii

(C) ii, i, iii, iv

(D) i, ii, iii, iv

Answer – (C) ii, i, iii, iv

16. বেমানান অক্ষরটি খুঁজে বের কর- A, D, I, M, Q

(A) D.

(B) A

(C) M

(D) I

Answer – (D) I

17. নিম্নলিখিত কোন্টি বেমানান-

(A) বাংলাদেশ: ঢাকা

(B) ভারত: দিল্লি

(C) পাকিস্তান: লাহোর

(D) জাপান: টোকিও

Answer – (C) পাকিস্তান: লাহোর

18. কোনটি অন্যগুলোর থেকে আলাদা-

(A) বাদুর

(B) ইগল

(C) চিল

(D) ময়ূর

Answer – (A) বাদুর

Leave a Comment