WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 7 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের প্রতিবেদনে ইতিহাস থেকে বাছাই করা 15 টি প্রশ্ন এবং প্রতি প্রশ্ন শেষে উত্তর দেওয়া হল।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৭ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 7)
এক নজরেঃ
তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।
1. নীচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন?
(A) শংকরাচার্য
(B) কুমারিল ভট্ট
(C) রামানুজ
(D) মাধবাচার্য।
Answer – (B) কুমারিল ভট্ট
2. প্রাচীন ভারতে ঘটিযন্ত্র ব্যবহার করা হত-
(A) ধাতুর পাত্র নির্মাণের কাজে
(B) যজ্ঞের অনুষ্ঠানে জল দেওয়ার কাজে
(C) তান্ত্রিক আচার অনুষ্ঠান পালনের সময়
(D) কুয়ো থেকে জল সেচের কাজে
Answer – (D) কুয়ো থেকে জল সেচের কাজে
3. জয়দেব রচিত গীতগোবিন্দম লেখা হয়েছিল-
(A) পলি ভাষায়
(B) মাগধী ভাষায়
(C) সংস্কৃত ভাষায়
(D) ব্রাহ্মী ভাষায়
Answer – (C) সংস্কৃত ভাষায়
4. রাজা অশোকের রাজত্বকাল-
(A) খ্রিঃ পূঃ ২৮২ থেকে খ্রিঃ পূঃ ২৪২
(B) খ্রিঃ পূঃ ২৭৩ থেকে খ্রিঃ পূঃ ২৩২
(C) খ্রিঃ পূঃ ২৬৪ থেকে খ্রিঃ পূঃ ২৪০
(D) খ্রিঃ পূঃ ২৫০ থেকে খ্রিঃ পূঃ ২২৫
Answer – (C) খ্রিঃ পূঃ ২৬৪ থেকে খ্রিঃ পূঃ ২৪০
5. সঠিক সময়ানুক্রমে সাজান:
I. প্রথম গোল টেবিল বৈঠক
II. ক্যাবিনেট মিশন পরিকল্পনা
III. সামইমন কমিশন
IV. গান্ধি আরউইন চুক্তি
(A) III, I, IV, II
(B) II, IV, I, III
(C) IV, III, II, I
(D) I, II, III, IV
Answer – (A) III, I, IV, II
6. পৃথিবীর কোন্ অঞ্চল থেকে আর্যরা ভারতে এসেছিল?
(A) ইউরোপ
(B) দঃ পূর্ব এশিয়া
(C) মধ্য এশিয়া
(D) পারস্য অঞ্চল
Answer – (C) মধ্য এশিয়া
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓
7. নিম্নলিখিত কোনটি সঠিক জোড়?
(A) মল্ল-সুমসুমস
(B) ভাগ্না-কেশপুত্ত
(C) কলমা-পাবা
(D) কোল্লিয়-রামগ্রাম
Answer – (D) কোল্লিয়-রামগ্রাম
8. নীচে কতকগুলি ভারত আক্রমণের মূল ফলাফল উল্লেখ করা হল, এগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
(A) হুণ আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে
(B) তৈমুর লঙের ভারত আক্রমণ তুঘলক বংশের কর্তৃত্ব দ্রুত নিশ্চিহ্ন করে দেয়
(C) আহমদ শাহ আবদালির ভারত আক্রমণের ফলে উত্তর ভারতে মারাঠা শন্তির পতন ঘটে
(D) নাদির শাহের ভারত আক্রমণের ফলে হুমায়ুন বিতাড়িত হন এবং শেরশাহেব জয় ত্বরান্বিত হয়
Answer – (D) নাদির শাহের ভারত আক্রমণের ফলে হুমায়ুন বিতাড়িত হন এবং শেরশাহেব জয় ত্বরান্বিত হয়
9. গোয়ায় যে খ্রিস্টান সন্ন্যাসীর পবিত্র দেহ সংরক্ষিত আছে, তিনি হলেন-
(A) সেন্ট লাজারুস
(B) সেন্ট অগাস্টিন
(C) সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স
(D) সেন্ট পিটার
Answer – (C) সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স
10. 1516 খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়া দখল করে নেয়-
(A) আহমেদ নগরের শাসকদের পরাজিত করার পর
(B) বিজাপুরের শাসকদের পরাজিত করার পর
(C) গোলকুন্ডার শাসকদের পরাজিত করার পর
(D) বিদরের শাসকদের পরাজিত করার পর
Answer – (B) বিজাপুরের শাসকদের পরাজিত করার পর
11. নিম্নলিখিত কোন জোড়া সঠিক জোড়া?
(A) রাষ্ট্রকূট-দেবগিরি
(B) সাতবাহন-প্রতিষ্ঠান
(C) পল্লব-মাদুরাই
(D) যাদব-মানক্ষেত্র
Answer – (B) সাতবাহন-প্রতিষ্ঠান
12. গুপ্ত যুগ শুরু হয়েছিল…… খ্রিস্টাব্দে।
(A) 324
(B) 320
(C) 316
(D) 354
Answer – (B) 320
13. লালা হরদয়াল ছিলেন-
(A) অনুশীলন সমিতির নেতা
(B) গদর দলের নেতা
(C) স্বরাজ দলের নেতা
(D) হিন্দুস্থান রিপাবলিকের নেতা
Answer – (B) গদর দলের নেতা
14. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হরিষেণ ছিলেন-
(A) প্রথম চন্দ্রগুপ্তের সভাকবি
(B) সমুদ্রগুপ্তের সভাকবি
(C) মহেন্দ্রাদিত্যের সভাকবি
(D) স্কন্দগুপ্তের সভাকবি
Answer – (B) সমুদ্রগুপ্তের সভাকবি
15. নীচের কোন্ অঞ্চলে আর্যজাতি ভারতে এসে প্রথম বসবাস শুরু করে?
(A) গুজরাত
(B) কাশ্মীর
(C) সিন্ধু
(D) পাঞ্জাব
Answer – (D) পাঞ্জাব