WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 8 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 8 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকের প্রতিবেদনে ভারতের অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বাছাই করা 15 টি প্রশ্ন এবং প্রতি প্রশ্ন শেষে উত্তর দেওয়া হল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 8
WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 8

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 8)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

1) কোন বছর থেকে ভারতের অর্থনীতি বিশ্বায়নের নীতি অনুসরণ করছে?

[A] ১৯৮০

[B] ১৯৮১

[C] ১৯৯১

[D] ১৯৯২

Answer – ১৯৯১

2) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়?

[A] সরকারের অনুদান

[B] আয়কর

[C] জমির ওপর স্থানীয় কর

[D] বাড়ির কর

Answer – আয়কর

3) ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করে কোন সালে?

[A] ১৯৯৩ সালে

[B] ১৯৯৫ সালে

[C] ১৯৯৭ সালে

[D] ২০০০ সালে

Answer – ১৯৯৩ সালে

4) ২০০১ সালে ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত ছিল :

[A] ৯৪৩

[B] ৯৩৪

[C] ৪৩৯

[D] ৪৯৩

Answer – ৯৩৪

5) ভারতের লোকসভার নির্বাচনের জন্য প্রার্থীদের অর্থব্যয়ের পরিমাণ করা হয়েছে:

[A] ২৩ লক্ষ টাকা

[B] ২৪ লক্ষ টাকা

[C] ২৫ লক্ষ টাকা

[D] ২৬ লক্ষ টাকা

Answer – [C] ২৫ লক্ষ টাকা

6) WTO-র আগের নাম ছিল:

[A] UNCTAD

[B] GATT

[C] UNIDO

[D] OECD

Answer – [B] GATT

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

7) পঞ্চায়েতিরাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির সুপারিশ কোন কমিটি বা কমিশন করেছিলেন?

[A] জৈন কমিশন

[B] মণ্ডল কমিশন

[C] মেহতা কমিটি

[D] ওপরের কোনওটিই নয়

Answer – [C] মেহতা কমিটি

8) ২০০২ সালে রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হয়েছিল:

[A] টোকিওতে

[B] রিওডিজেনিরোতে

[C] হংকংয়ে

[D] জোহানেসবার্গে

Answer – [D] জোহানেসবার্গে

9) কোন দেশ ভারতের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির জন্য নেটওয়ার্ক ইন্ডিয়া চালু করে?

[A] মার্কিন যুক্তরাষ্ট্র

[B] গ্রেট ব্রিটেন

[C] সিঙ্গাপুর

[D] মালয়েশিয়া

Answer – [C] সিঙ্গাপুর

10) ২০১০ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে কোন দেশ সম্প্রতি ASEAN-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

[A] ভারত

[B] চিন

[C] জাপান

[D] অস্ট্রেলিয়া

Answer – [A] ভারত

11) ভারতে অঙ্গরাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক যা হল:

[A] ৭৬৭ প্রতি বর্গকিলোমিটার

[B] ৬৬৭ প্রতি বর্গকিলোমিটার

[C] ৮৬৭ প্রতি বর্গকিলোমিটার

[D] ৯৬৭ প্রতি বর্গকিলোমিটার

Answer – [A] ৭৬৭ প্রতি বর্গকিলোমিটার

12) ভারতের ভারি ও মৌলিক শিল্পায়নের সঙ্গে যুক্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা?

[A] দ্বিতীয়

[B] চতুর্থ

[C] ষষ্ঠ

[D] অষ্টম

Answer – [A] দ্বিতীয়

13) ক্ষুদ্রচাষি উন্নয়ন সংস্থার (SFDA) কাজ কী?

[A] প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা করা

[B] কৃষি ও অন্যান্য কৃষিসংযুক্ত কাজের উন্নতিসাধন

[C] গ্রামীণ শিল্পের উন্নতি ঘটানো

[D] ওপরের সব কটি

Answer – [B] কৃষি ও অন্যান্য কৃষিসংযুক্ত কাজের উন্নতিসাধন

14) কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত অঙ্গরাজ্যগুলি হল :

[A] অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক

[B] কর্ণাটক ও কেরালা

[C] তামিলনাড়ু ও কর্ণাটক

[D] অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু

Answer – [C] তামিলনাড়ু ও কর্ণাটক

15) উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নলিখিত কোনটি বৃদ্ধি পায়?

[A] স্থির ব্যয়

[B] গড় ব্যয়

[C] পরিবর্তনশীল ব্যয়

[D] প্রান্তিক ব্যয়

Answer – [C] পরিবর্তনশীল ব্যয়

Leave a Comment