WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 9 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯, বাছাই করা প্রশ্ন।

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 9
WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 9

WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 9 – দীর্ঘদিন অপেক্ষার পরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকেই হয়তো এরই মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন। এরপর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পালা। যে সমস্ত আবেদনকারী অনেক টাকার খরচ করে নামিদামি কোচিং সেন্টারে অনলাইনে বা অফ লাইনে কোচিং নিতে পারছেন না তাদের জন্যই আমাদের এই প্রয়াস। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হবে কিছু সংখ্যক বাছাই করা প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি খুবই গুরুত্বপূর্ণ হবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯ (WB Gram Panchayat Recruitment 2024 Practice Set 9)

তাহলে আর দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রশ্নের শেষেই দেওয়া আছে। চলুন আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে তুলুন।

1. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনী দ্বারা ভোটদাতাদের নূন্যতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?

(A) 52তম

(B) 48তম

(C) 61তম

(D) 63তম

Answer – (C) 61তম

2. দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায় কোন্ উপায়ে?

(A) উৎপাদন বৃদ্ধি

(B) অর্থের জোগান নিয়ন্ত্রণ

(C) টাকার অবমূল্যায়ন

(D) (B) এবং (C) উভয়ই

Answer – (B) এবং (C) উভয়ই

3. ভারতীয় সংবিধানে কতগুলি সিডিউল রয়েছে?

(A) 24টি

(B) 12টি

(C) 3টি

(D) 399টি

Answer – (B) 12টি

4. সিউড়ি জেলা শহর কোন্ নদীর তীরে অবস্থিত?

(A) গঙ্গা

(B) হলদি

(C) রূপনারায়ন

(D) ময়ূরাক্ষী
Answer – (D) ময়ূরাক্ষী

5. মৌর্য বংশের শেষ রাজা কে?

(A) নাগসেন

(B) অশোক

(C) বৃহদ্রথ

(D) পুষ্যমিত্র শুঙ্গ

Answer – (C) বৃহদ্রথ

6. ‘সবে মুনিষে পজা মমা’-উক্তিটি কার?

(A) বুদ্ধ

(B) মহাবীর

(C) বিম্বিসার

(D) অশোক

Answer – (D) অশোক

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য নিচের ছবিতে ক্লিক করুন↓↓↓

West Bengal Gram Panchayat all Practice Set
West Bengal Gram Panchayat all Practice Set

7. ‘অর্থশাস্ত্র’-এর রচয়িতা কে?

(A) কৌটিল্য

(B) বসুমিত্র

(C) নাগদত্ত

(D) মতিল

Answer – (A) কৌটিল্য

8. ঘটোৎকচ গুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন?

(A) চন্দ্রগুপ্ত মৌর্য

(B) প্রথম চন্দ্রগুপ্ত

(C) সমুদ্রগুপ্ত

(D) স্কন্ধগুপ্ত

Answer – (B) প্রথম চন্দ্রগুপ্ত

9. প্রথম চন্দ্রগুপ্ত কোন্ উপাধি নিয়েছিলেন?

(A) কবিরাজ

(B) দ্বিতীয় অশোক

(C) মহারাজাধিরাজ

(D) দেবপ্রিয়

Answer – (C) মহারাজাধিরাজ

10. ‘গুপ্তাব্দ’ কে প্রচলন করেন?

(A) কুমারগুপ্ত

(C) জীবিতগুপ্ত

(B) সমুদ্রগুপ্ত

(D) প্রথম চন্দ্রগুপ্ত

Answer – (D) প্রথম চন্দ্রগুপ্ত

11. ঋব্বেদের রচনাকাল কত?

(A) খ্রিঃ পূঃ ১৪০০-১০০০

(B) খ্রিঃ পূঃ ১৫০০-১০০০

(C) খ্রিঃ পূঃ ১৮০০-১৪০০

(D) খ্রিঃ পূঃ ১০০০-৮০০

Answer – (A) খ্রিঃ পূঃ ১৪০০-১০০০

12. “সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ” কার অংশ?

(A) বেদ

(B) ভাগবত

(C) পুরাণ

(D) মহাভারত

Answer – (A) বেদ

13. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?

(A) সি ডি দেশমুখ

(B) ডি সুব্বারাও

(C) গোপালহরি দেশমুখ

(D) এন টি রাও

Answer – (A) সি ডি দেশমুখ

14. প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয় ভারতের কোথায়?

(A) চেন্নাই

(B) দিল্লি

(C) মুম্বাই

(D) কলকাতা

Answer – (A) চেন্নাই

15. এ পর্যন্ত ক’টি উপনিষদ পাওয়া গেছে?

(A) প্রায় ১০০টি

(B) ১৫০টি

(C) ৪০টি

(D) ৭৫টি

Answer – (A) প্রায় ১০০টি

16. রাইনোভাইরাস মানবদেহে কোন্ রোগের জন্য দায়ী?

(A) ইনফ্লুয়েঞ্জা

(B) টাইফয়েড

(C) সাধারণ সর্দি

(D) স্মল পক্স

Answer – (C) সাধারণ সর্দি

17. আর্যরা কোন্ দেবতার পূজা করত?

(A) পশুপতি

(B) প্রাকৃতিক শক্তি

(C) মাতৃ মূর্তি

(D) কোনোটিই নয়

Answer – (B) প্রাকৃতিক শক্তি

18. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্বে নাম কী ছিল?

(A) বেত্রবতী

(B) শিপ্রা

(C) পারুজ্ঞী

(D) কোনোটিই নয়

Answer – (C) পারুজ্ঞী

19. ‘পর্জনা’ বৈদিক যুগের কোন্ দেবতা?

(A) সমুদ্র

(B) বৃষ্টি

(C) বায়ু

(D) আলো

Answer – (C) বায়ু

20. ধর্মসূত্রের দুটি ভাগ কী কী?

(A) সুক্ত ও সূত্র

(B) মন্ত্র ও ধর্ম

(C) দর্শন ও উপনিষদ

(D) বেদাঙ্গ ও দর্শন

Answer – (D) বেদাঙ্গ ও দর্শন

21. বেদাঙ্গ কত ভাগে বিভক্ত?

(A) আট ভাগে

(B) নয় ভাগে

(C) পাঁচ ভাগে

(D) ছয় ভাগে

Answer – (D) ছয় ভাগে

22. গৌতম বুদ্ধ ও মহাবীর কোন্ বংশজাত ছিলেন?

(A) ব্রাহ্মণ

(B) ক্ষত্রিয়

(C) বৈশ্য

(D) পুরু

Answer – (B) ক্ষত্রিয়

23. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে?

(A) বরুণ

(B) মরুৎ

(C) দ্যো

(D) ইন্দ্র

Answer – (A) বরুণ

24. নীচের হরমোনগুলির মধ্যে কোন্টি থাইরয়েডের সক্রিয়তা নিয়ন্ত্রণ করে?

(A) STH

(B) ADH

(C) ACTH

(D) TSH

Answer – (D) TSH

25. অক্ষিপটে কোনো বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি:

(A) অবশীর্ষ ও অসদ

(B) সমশীর্ষ ও সদ্‌

(C) সমশীর্ষ ও অসদ

(D) অবশীর্ষ ও সদ্‌

Answer – অবশীর্ষ ও সদ্‌