সকলকে স্বাগত জানাই আমাদের ‘Edu বাংলা’ ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে Food SI পদের চাকরিপ্রার্থীদের জন্য WBPSC Food SI Practice Set 12 দেওয়া হচ্ছে। আজকের প্র্যাকটিস সেটে সাধারণ জ্ঞান বিভাগ থেকে ১০ টি এম.সি.কিউ টাইপ প্রশ্ন থাকছে। প্রত্যেক প্রশ্নের শেষে তার সঠিক উত্তর দেওয়া আছে। তাই আপনার প্রিপারেশন কে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে, এই প্র্যাকটিস সেট গুলি নিয়মিত অভ্যাস করতে পারেন।
WBPSC Food SI Practice Set 12 – এখনই আপনার প্রস্তুতি শুরু করুন
এখানে যে সমস্ত প্র্যাকটিস সেট গুলি দেয়া হচ্ছে সেগুলি Food SI এর বিগত বছরগুলির প্রশ্নপত্রের ধরন বিচার করে প্রস্তুত করা হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে এই প্রশ্নগুলি শুধু যে ফুড এসআই পদে চাকরিপ্রার্থীদের জন্যই প্রযোজ্য হবে ঠিক এমনটা নয়, সমস্ত চাকরির পরীক্ষাতে সাধারণ নলেজ একটি বিষয় হিসেবে অবশ্যই থাকে। তাই আপনি যদি এই প্র্যাকটিস সেট গুলি অভ্যাস করেন তাহলে আপনি ওই সমস্ত পরীক্ষাগুলিতেও অনেকটা আপনার প্রস্তুতিকে এগিয়ে রাখতে পারবেন। চলুন শুরু করা যাক।
1. শিশুদের বিরুদ্ধে সাইবার ক্রাইম বন্ধ করতে ‘Kunjapp’ লঞ্চ করল কোন্ রাজ্য?
(a) কেরল
(b) তামিলনাড়ু
(c) কর্ণাটক
(d) মহারাষ্ট্র
Answer : কেরল
2. India International Science Festival শুরু হল কোথায়?
(a) মুম্বাই
(b) হায়দরাবাদ
(c) বেঙ্গালুরু
(d) ভোপাল
Answer : ভোপাল
3. জাতিসংঘের কোন্ সংস্থায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে?
(a) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
(b) UN ECOSOC
(c) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
(d) সাধারণ সভা
Answer : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
4. কোন্ দেশের আর্মি বিশ্বের প্রথম ‘SWARM’ ড্রোন সিস্টেম পেয়েছে?
(a) ইজরায়েল
(b) রাশিয়া
(c) আমেরিকা
(d) ভারত
Answer : ভারত
WBPSC Food SI Practice Set PDF 1 (১ম) ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন:
5. কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?
(a) বায়ুতে
(b) শূন্যস্থানে
(c) জলে
(d) সব জায়গায়
Answer : শূন্যস্থানে
6. নীচের কোন্ যন্ত্রগুলির তড়িচ্চালক শক্তি রয়েছে?
(a) বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাতি
(b) কোশ, জেনারেটর
(c) জলের পাম্প, বৈদ্যুতিক মোটর
(d) রিওস্ট্যাট, স্থির মানের রোধক
Answer : কোশ, জেনারেটর
7. অ্যামমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
(a) সমান্তরালভাবে
(b) অনুক্রমিকভাবে
(c) পাশাপাশিভাবে
(d) আড়াআড়িভাবে
Answer : অনুক্রমিকভাবে
8. ভিটামিন হল—
(a) Macro nutrient
(b) Micro nutrient
(c) Micro element
(d) Macro element
Answer : Micro nutrient
9. আয়োডিনের অভাবে কোন্ অবস্থার সৃষ্টি হয়?
(a) জলশূন্যতা
(b) এডিমা
(c) গলগণ্ড
(d) রিকেটস্
Answer : গলগণ্ড
10. অবৈধ খনন বন্ধ করতে ‘খনন প্রহরী’ মোবাইল অ্যাপ লঞ্চ করল কোন্ মন্ত্ৰক?
(a) কয়লা
(b) ভূমি সংস্কার
(c) সমাজকল্যাণ
(d) তথ্য ও প্রযুক্তি
Answer : কয়লা