WBPSC Food SI Recruitment 2023 apply online: আজকের প্রতিবেদনে ফুড ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, শূন্য পদ, অনলাইন আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, বেতনক্রম সব কিছুরই বিশদ আলোচনা রইল।
ফুড সাব-ইনস্পেক্টর পদে ৫০৯ জনকে নেবে রাজ্য সরকার। নিয়োগ করা হবে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসে, গ্রেড-থ্রি ক্যাটেগরিতে। ‘সাবইনস্পেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস, গ্রেড-থ্রি, আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল’ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2023.
WBPSC Food SI Recruitment 2023 apply online
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। দার্জিলিং জেলার তফসিলি উপজাতি প্রার্থী এবং দার্জিলিং সদর, মিরিক ও কার্শিয়াং সাব-ডিভিশনের প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা শুধুমাত্র দার্জিলিং পরীক্ষাকেন্দ্রেই হবে। কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে কালিম্পং কেন্দ্রে। পার্সোন্যালিটি টেস্ট নেওয়া হবে কমিশনের কলকাতা অফিসে। প্রাথমিক ভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে।
ক্যাটেগরি অনুসারে শূন্যপদের বিবরণ:
ক্যাটেগরি | শূন্যপদ |
---|---|
সাধারণ | ২২০ |
তফসিলি জাতি | ৯৭ |
তফসিলি উপজাতি | ২৯ |
ও বি সি এ | ৪৮ |
ও বি সি-বি | ৩৪ |
দৃষ্টিসংক্রান্ত প্রতিবন্ধী | ১৫ |
শ্রবণসংক্রান্ত প্রতিবন্ধী | ১৪ |
বৌদ্ধিক প্রতিবন্ধী | ১৫ |
সাধারণদক্ষ খেলোয়াড় | ৯ |
সাধারণ-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) | ১৯ |
তফসিলি জাতিচলাফেরায় অসুবিধা আছে এমন প্রতিবন্ধী | ৪ |
তফসিলি জাতি-প্রাক্তন সমরকর্মী (পুরুষ) | ৫ |
দক্ষ খেলোয়াড় নিয়োগের ক্ষেত্রে
দক্ষ খেলোয়াড় নিয়োগ করা হবে এই সব ক্রীড়াক্ষেত্র থেকে: অ্যাথলেটিক্স (ট্র্যাক ও ফিল্ড ইভেন্টস-সহ), ব্যাডমিন্টন, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, জুডো, রাইফেল শুটিং, কবাড়ি, খো খো এবং তিরন্দাজি।
দক্ষ খেলোয়াড় প্রার্থীকে জাতীয় স্কুল গেমস বা আন্তঃবিশ্ববিদ্যালয় বা জাতীয় বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকতে হবে এবং এ সংক্রান্ত সার্টিফিকেট থাকতে হবে।
রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে নিয়মিত যাওয়া-আসা করার মতো শারীরিক সক্ষমতা ও মানসিকতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক। প্রার্থীকে অবশ্যই বাংলায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালিভাষীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
বয়স:
১-১-২০২৩ তারিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এ রাজ্যের তফসিলিরা ৫, ও বি সিরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। এ রাজ্যের দৈহিক প্রতিবন্ধীরা ৪৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন।
বেতনক্রম:
২২,৭০০-৫৮,৫০০ টাকা।
পরীক্ষা পদ্ধতি
১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক বিষয়ে। নেগেটিভ মার্কিং আছে। সময়সীমা দেড় ঘণ্টা। পার্সোন্যালিটি টেস্ট ২০ নম্বরের।
কিভাবে দরখাস্ত করবেন
অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://pscwbapplication.in/ দরখাস্তের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর আগে উপরোক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকলেও পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে।
পরীক্ষার ফি কিভাবে দেবেন
ফি বাবদ দিতে হবে ১১০ টাকা। সার্ভিস চার্জ ও জি এস টি অতিরিক্ত। এ রাজ্যের তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না। ফি দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় মাধ্যমেই। অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে। ফি দিয়ে পাওয়া ইরিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। অফলাইনে ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে। চালান ডাউনলোড করে নেবেন উপরোক্ত ওয়েবসাইট থেকে। অফলাইনে ফি দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। সেক্ষেত্রে চালান জেনারেট করতে হবে ২০ সেপ্টেম্বরের মধ্যে।
যে কোন সমস্যার জন্য যোগাযোগের ঠিকানা
খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। টেকনিক্যাল সাপোর্টের জন্য যে-কোনও কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: (০৩৩) ৪০৫৮-৫৬৪০।