যত দিন এগোচ্ছে ততই একের পর এক দৃষ্টান্ত স্থাপন করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO
1
সেই রেশ বজায় রেখেই এবার ISRO তার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) দিয়ে সিঙ্গাপুরের দু’টি উপগ্রহ উৎক্ষেপণ করলো ।
2
শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই স্যাটেলাইটগুলি উৎক্ষেপণ করা হলো
3
এই উৎক্ষেপণের পর ISRO-র কক্ষপথে পাঠানো সর্বমোট বিদেশি উপগ্রহের সংখ্যা ৪২৪ টি হলো।
4
PSLV রকেট PSLV-C55 মারফত সিঙ্গাপুরের ৭৪১ কেজির স্যাটেলাইট TLEOS-2 এবং ১৬ কেজির লুমিলাইট-4 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হলো।
5
এই দু’টি স্যাটেলাইট ছাড়াও আরও সাতটি পেলোড থাকবে। যেগুলি রকেটের শেষ ধাপ PS4-এর অংশ । এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ISRO PSLV রকেটের শেষ ধাপ PS4-এর ব্যবহার কক্ষপথে প্র্যাকটিক্যালের জন্য করে। একে PSLV অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল (POEM) বলা হয়।
6
ইতিমধ্যেই ISRO-র তরফে জানানো হয়েছে, সিঙ্গাপুরের এই দু’টি স্যাটেলাইট আলাদা হওয়ার পর পেলোডগুলি একটি কমান্ড দ্বারা পরিচালিত হয় । প্ল্যাটফর্মটিতে PS-4 ট্যাঙ্কের চারপাশে একটি সোলার প্যানেল লাগানো থাকে। যা স্যাটেলাইট ইনস্টল করার পরে স্থাপন করা হয়।
7
উল্লেখ্য যে, ISRO সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গে অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (ATR), একটি RLV অটোনোমাস ল্যান্ডিং মিশন (RLV-LEX) সফলভাবে পরিচালনা করেছে।
8