CRPF Recruitment 2023

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) প্রায় ১ লক্ষ ৩০ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-এর তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

1

CRPF Recruitment 2023

মোট ১ লক্ষ ২৯ হাজার ৯২৯ টি পদে নিয়োগ করা হবে তার মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ২৬২ টি পদ থাকছে পুরুষ প্রার্থীদের জন্য এবং ৪৬৬৭ টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।

2

CRPF Recruitment 2023

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force বা CRPF) ভারতীয় প্রধানমন্ত্রীর অধীনে অবস্থিত একটি সশস্ত্র পুলিশ বাহিনী।

3

CRPF Recruitment 2023

CRPF এর প্রধান কাজ হল বিভিন্ন অঞ্চলে বাধাধীনভাবে শান্তি স্থাপন করা এবং সরকারী ব্যবস্থাকে নিরাপদ করা।

4

CRPF Recruitment 2023

CRPF বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক সংঘর্ষ দমন ,সীমানা নিয়ন্ত্রণ, এবং সার্বত্রিক আর্থিক উন্নয়ন ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কাজ করে থাকে ।

5

CRPF Recruitment 2023

আপনিও কি “CRPF Recruitment 2023” বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন? যদি হ্যাঁ হয় তবে এখন আপনি আপনার ফর্ম আবেদন করতে পারেন। কারণ  CRPF- “GD Constable” পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

6

CRPF Recruitment 2023

কেন্দ্র বা রাজ্য সরকার দ্বারা স্বীকৃত একটি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে।

7

CRPF Recruitment 2023

এই পদের জন্য যে সমস্ত প্রার্থী আবেদন করবে তাদের শারীরিক দক্ষতা, লিখিত পরীক্ষা ও মেডিকেল টেস্টের মধ্য দিয়ে যেতে হবে।

8

CRPF Recruitment 2023

লিখিত পরীক্ষাতে মোট ১০০ নম্বর থাকবে। চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটা যাবে। প্রশ্ন হবে মাল্টিপিল চয়েস ধরনের। পরীক্ষার জন্য মোট সময় পাওয়া যাবে ২ ঘণ্টা। আর এই পরীক্ষাটি হবে কম্পিউটার বেস টেস্ট বা CBT.

9