CRPF SI And ASI Recruitment 2023

চাকরিপ্রার্থীদের জন্য প্রতিরক্ষা বাহিনীতে কাজের সুযোগ এসে গিয়েছে। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বিভিন্ন বিভাগে সাব ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নিয়োগ করবে সিআরপিএফ। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

CRPF SI And ASI Recruitment 2023

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীরা আগামী 21 মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

CRPF SI And ASI Recruitment 2023

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হতে পারে 13 জুন। আর সেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ও 26 জুন।

CRPF SI And ASI Recruitment 2023

পদের নাম: সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (আরও এবং টেকনিক্যাল) মোট শূন্যপদ ১৮০টি শিক্ষাগত যোগ্যতা সাব ইন্সপেক্টর পদে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকা জরুরি। টেকনিক্যাল পদের জন্য তিন বছরের ড্রাফটসম্যান কোর্সে ডিপ্লোমা পাশ করতে হবে।

CRPF SI And ASI Recruitment 2023

সিআরপিএফের তরফে রেডিয়ো অপারেটর, ক্রিপ্টো, সিভিল বিভাগে সাব ইনস্পেক্টর নেওয়া হবে। একইসঙ্গে টেকনিক্যাল এবং ড্রাফটসম্যান বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর নিয়োগ করা হবে। যার জন্য শূন্যপদ রয়েছে মোট 212।

CRPF SI And ASI Recruitment 2023

মাসিক বেতন সর্বনিম্ন বেতন ৪৪,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪২,৪০০ টাকা।

CRPF SI And ASI Recruitment 2023

সাব ইনস্পেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের 200 টাকা এবং অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেকটর পদের জন্য আবেদনকারীদের আবেদন ফি হিসাবে দিতে হবে 100 টাকা।

CRPF SI And ASI Recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ করতে হবে। সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রসায়ন এবং লাইব্রেরি বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণি নিয়ে স্নাতকোত্তর পাস করতে হবে।

CRPF SI And ASI Recruitment 2023

বয়সসীমা আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। তফশিলি জাতি উপজাতির জন্য বয়সের ছাড় আছে।