মনে করা হয় যে ষোড়শ শতাব্দীর বিখ্যাত কবি তুলসীদাস হনুমান চালিশা রচনা করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থ গুলির যেমন রামায়ণ-মহাভারতের পাশাপাশি হনুমান চালিশাও ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চৌপাই জয় হনুমান জ্ঞান গুণ সাগর ৷ জয় কপীস তিহুঁ লোক উজাগর ৷৷ ১ ৷৷ হে হনুমান! আপনার জয় হোক! আপনি অসীম জ্ঞান ও গুণের মহাসাগর। আপনি একমাত্র আপনার তুলনা। এই বিশাল ব্রহ্মাণ্ডের সর্বত্র আপনার কীর্তি-যশ ছড়িয়ে আছে।