আজ আমরা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ থেকে একগুচ্ছ প্রশ্ন 20 Historical Places of India: ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে (যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC, CHSL) ইতিহাস, জি.আই, রিসনিং, ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। আশা করি আজকের এই প্রতিবেদন টি আপনাদেরকে এই সমস্ত বিভিন্ন পরীক্ষাতে নিজেদেরকে প্রস্তুত করতে এবং সঙ্গে অবশ্যই নিজের জ্ঞান বৃদ্ধি করতে অনেক কাজে আসবে। চলুন শুরু করা যাক।
20 Historical Places of India: ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান
১। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত ?
উঃ ফতেপুর সিক্রিতে ।
২। গেটওয়ে অফ ইণ্ডিয়া কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাইতে ।
৩। জগন্নাথের মন্দির কোথায় অবস্থিত ?
উঃ পুরীতে।
৪। হাওয়া মহল কোথায় অবস্থিত?
উঃ জয়পুরে ।
৫। চারমিনার কোথায় অবস্থিত ?
উঃ হায়দ্রাবাদে।
৬। ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?
উঃ কোনারক।
৭। যন্তর মন্তর কোথায় অবস্থিত ?
উঃ দিল্লীতে।
৮। বিবি কা মকবরা কোথায় অবস্থিত ?
উঃ ঔরঙ্গাবাদ।
৯। অমরনাথ গুহা কোথায় অবস্থিত?
উঃ কাশ্মীর।
১০। খাজুরাহো কোথায় অবস্থিত ?
আরো জানতে এইখানে ক্লিক করুন : সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর 2024
উঃ ভূপাল।
১১। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ মহীশুর ।
১২। গোলগোম্বুজ কোথায় অবস্থিত ?
উঃ বিজাপুর ।
১৩। স্বর্ণমন্দির কোথায় অবস্থিত ?
উঃ অমৃতসর।
১৪। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত ?
উঃ ভুবনেশ্বর ।
১৫। কীর্তি স্তম্ভ কোথায় অবস্থিত ?
উঃ চিতোর গড়।
১৬। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত?
উঃ মুম্বই ।
১৭। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
উঃ মাউণ্টআবু।
১৮। সূর্য মন্দির কোথায় অবস্থিত ?
উঃ কোনারক।
১৯। শালিমার বাগ কোথায় অবস্থিত ?
উঃ শ্রীনগর ।
২০। মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?
উঃ মাদুরাই ।