প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট: 300 PDF for WB TET

300 PDF for WB TET
300 PDF for WB TET

300 PDF for WB TET – পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট ২০২২ এর আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পরীক্ষার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই এই সময় পাঠ্য বই পড়ার সাথে সাথে MCQ প্রশ্ন, উত্তর প্র্যাকটিস করা এবং মক টেস্টে অংশগ্রহণ করাও খুবই জরুরী।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষাতে সাফল্য এনে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় অনুযায়ী প্রিপারেশনের সঙ্গে সঙ্গে বেশ কিছু MCQ টাইপ প্রশ্ন আপনাদের প্রদান করব এবং বিভিন্ন সাবজেক্ট এর জন্য মক টেস্টের ও আয়োজন করব। আজকের বিভাগে বাংলা ব্যাকরণ MCQ সম্পর্কে আয়োজন করা হয়েছে। এবং বাংলা ব্যাকরণ থেকে 300 টি MCQ প্রশ্নত্তরের একটি পিডিএফ ফাইল এখানে সংযোজন করা হলো নিচে পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা বাংলা ব্যাকরণের প্রস্তুতি কিছুটা হলেও আগিয়ে নিতে পারেন।

1। সন্ধি হল:

(ক) বর্ণের সঙ্গে বর্ণের মিলন

(খ) ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন

(গ) বর্ণের সঙ্গে ধ্বনির মিলন

2। নিপাতনে সিদ্ধ সন্ধি হল:

(ক) সন্ধির নিয়মেই হয়

(খ কোনো নিয়ম না মেনে সন্ধি

(গ) যাকে সন্ধি বলে না

3। ‘উজ্জ্বল’ শব্দের সন্ধি-বিচ্ছেদের রূপ:

(ক) উজ্+জল

(খ) উদ্+জল

(গ) উদ্+জ্বল

4। ‘কিঞিৎ’ শব্দের সন্ধি-বিচ্ছেদের রূপ :

(ক) কিম্‌+চিৎ

(খ) কিন্‌+চিৎ

(গ) কিং+চিৎ

5। ‘বৃহস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদের রূপ :

(ক) বৃহৎ+পতি

(খ) বৃহদ্+পতি

(গ) বৃহস্+পতি

6। ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদের রূপ :

(ক) বনঃ+পতি

(খ) বন+পতি

(গ) বনস্+পতি

7। ‘কটু+উক্তি’-এর সন্ধি রূপ :

(ক) কটুক্তি

(খ) কটূক্তি

(গ) কট্টূক্তি

8। ‘অনুমতি+অনুসারে’-এর সন্ধি রূপ :

(ক) অনমত্যনুসারে

(খ) অনুমত্যানুসারে

(গ) অনুমতীনুসারে

9। ‘অতি+অধিক’-এর সন্ধি রূপ :

(ক) অত্যাধিক

(খ) অত্যধিক

(গ) অত্যধীক

10। দীনে দয়া করো—নিম্নরেখ পদটির কারক :

(ক) কর্তৃকারক

(খ) কর্মকারক

(গ) সম্প্রদান কারক

11। আমি কি ডরাই কভু ভিখারী রাঘবে নিম্নরেখ পদটির কারক :

(ক) অধিকরণ কারক

(খ) কর্ম কারক

(গ) সম্প্রদান কারক

12। বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা—নিম্নরেখ পদটির কারক:

(ক) অধিকরণ কারক

(খ) কর্তৃকারক

(গ) অপাদান কারক

উপরিক্ত প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হল:

1। (গ) 2। (ক ) 3। (খ ) 4। (ক ) 5। (ক ) 6। (খ ) 7। (খ) 8। (খ ) 9। (খ ) 10। (গ ) 11। (খ) 12। (গ)

300 PDF for WB TET

বাংলা ব্যাকরণ এর 300টি গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর
সম্বলিত:
পিডিএফ এর ডাউনলোড লিংক