4th class exam questions pdf আজকের নিবন্ধে আমরা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয় নিয়ে আলোচনা করব। এবছরের অর্থাৎ ২০২৩ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ০৩/১০/২০২৩ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তাই গণিত বিষয়ে থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সাধারণ ধারণা দেওয়ার জন্যই এই প্রতিবেদন।
এই প্রতিবেদনে গণিতের কিছু প্রশ্ন তুলে ধরা হলো। সেইসঙ্গে গত 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে তার একটি পিডিএফ ফাইল (চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন pdf Download) সরবরাহ করা হলো। যে ফাইলটি নিচের ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করে নেওয়া যাবে। এই প্রশ্নপত্র গুলি নিয়মিত অভ্যাস করলে আগত বৃত্তি পরীক্ষার জন্য চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আশা করা হচ্ছে।
বৃত্তি পরীক্ষার প্রশ্ন (4th class exam questions)
১। শূন্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি):
ক) মৌলিক ও যৌগিক কোনটিই নয় এমন সংখ্যাটি হল___________________।
খ) দুটি সংখ্যার সাধারণ গুণনিয়কের সংখ্যা______________ (নির্দিষ্ট/অসংখ্য)।
গ) একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে______________টি।
ঘ) একটি আয়তকার টেবিলের দৈর্ঘ্য___________প্রস্থ (>, <, =)।
ঙ) একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল______________(জোড়/বিজোড়)।
চ) সেকেন্ড____________পরিমাপের একক।
ছ) কোনও সংখ্যার কোন্ অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান হয় ________সংখ্যার (১/০/২)।
চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন pdf download: (2015, 2016, 2017, 2018 এবং 2019)
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
ক) একটি দড়ির দৈর্ঘ্য ১২ মিটার ৪৮ সেমি। দড়িটিকে সমান ৬ ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত?
খ) ০.৪৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত কর (লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।)
গ) তুমি সকাল ৭টা ৩০মিনিট থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত পড়াশুনা কর। তুমি কতক্ষণ পড়াশুনা কর।
ঘ) একটি অঙ্কে ভাজক ১৫, ভাগফল ৪ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত নির্ণয় কর।
৩। নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
ক) ৫,০, ৭ এবং ২ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? সংখ্যা দুটির বিয়োগ ফল নির্ণয় কর।
খ) কোন সংখ্যা ৯ দ্বারা বিভাজ্যতার শর্তটি কি? এই শর্ত ব্যবহার করে বল ৯০*৩ সংখ্যাটির * চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে?
গ) তোমাদের স্কুলে ৬০৮ জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে ৫২ টাকা দামের বই দিতে মোট কত টাকা লাগবে? (কষে দেখাও)
[তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য গাণিতিক কুইজ | Mathematical quiz for 3 and 4th level students]
ঘ) ৬০৯ মাস = কত বছর কত মাস? (কষে দেখাও)।
ঙ) একটি পাত্রে ২০ লিটার জল ধরে। তুমি প্রথমে ৫ লিটার ৬৫৭ মিলিলিটার জল ও তারপর ৯ লিটার ৭৯৮ মিলিলিটার জল ঐ পাত্রে ঢাললে। তুমি পাত্রে মোট কতটা জল ঢাললে ? পাত্রটি সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল ঢালতে হবে?
চ) ২৭০৮ সেন্টিমিটার = কত মিটার কত সেন্টিমিটার? (কষে দেখাও)
ছ) যোগ করো : 24 কিমি ৫০৩ মি + ৩ কিমি ৬৯৮ মি ৫৮ সেমি।
জ) একটি সাইকেল কিনতে ১৮৩০ টাকা লাগবে। প্রতি মাসে কত টাকা করে জমালে ৬ মাস পর আমি সাইকেলটি কিনতে পারব? (কষে দেখাও)।
৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
ক) তোমার বাবা ৭৯০ টাকা দামের ৫টি শাড়ি ও ৪৩৫ টাকা দামের ৩টি ধুতি কিনবেন। তাঁর মোট কত টাকা লাগবে? তোমার বাবার কাছে ৪৫৬০ টাকা আছে। তাঁর আর কত টাকা দরকার নির্ণয় কর।
খ) একটি বাড়িতে ১৬টি দরজা ও ৪২টি জানালা আছে। জানালাগুলির জন্য মোট ৮৪ মিটার পর্দার কাপড় লাগে। প্রতিটি দরজার জন্য প্রতিটি জানালার ২ গুণ কাপড় লাগে। ১ মিটার কাপড়ের দাম ১৪৫ টাকা হলে দরজা ও জানালাগুলির জন্য পর্দার কাপড় কিনতে কত টাকা লাগবে?
গ) রাম, রহিম ও যদুর বয়সের গড় ১২ বছর ৪ মাস। রামের বয়স ১২ বছর ৫ মাস, রহিমের বয়স ১১ বছর ৯ মাস। যদুর বয়স কত।
ঘ) সরল কর : (৯০ ÷ ৬ × 4 – ১২) : ৩ (৬ + ২ ÷ 4) × ২
ঙ) একটি কাগজের ২/১৫ অংশ লাল রং, ৭/১৫ অংশ হলুদ রং এবং ৪/১৫ অংশ সবুজ রং, ১/১৫ অংশ নীল রং করা হল। কাগজটির মোট কত অংশ রং করা হল? আর কত অংশ রং করতে বাকি থাকল?
চ) তোমার কাছে ১৫টি আপেল আছে। তোমার বোনের কাছে ১০টি বেদানা আছে। এখন তোমরা সমান সংখ্যায় আপেল ও বেদানা একসঙ্গে রাখবে। তোমাদের কতগুলো ঝুড়ি লাগবে?
ছ) মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যমজ মৌলিক সংখ্যা কাদের বলা হয় ? দুটি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? ৭ ও ১৩ কে যমজ মৌলিক সংখ্যা বলা যায় কিনা ব্যাখ্যা কর।
জ) পার্থবাবু তার আয়ের ৪/১০ অংশ দিয়ে সংসার খরচ করেন, ২/১০ অংশ দিয়ে বাড়িভাড়া দেন ০.৩ অংশ ছেলেমেয়েদের পড়াশুনার জন্য ব্যয় করেন। বাকি অংশ জমান। কোথায় সবচেয়ে বেশি খরচ হয় এবং কোথায় সবচেয়ে কম ব্যয় হয় ?
৫। নিচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
ক) সমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি সমবাহু ত্রিভূজ আঁক।
খ) একটি আয়তঘন বস্তুর কটি তল? তলগুলি কি সমতল না বক্রতল?
গ) একটি বর্গাকার ম্যাঠের পরিসীমা ৪৮ মিটার, মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
ঘ) দুটি সরলরেখার ছেদবিন্দু কটি ?
FAQs:
এবছর প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা কবে হবে ?
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ ০৩/১০/২০২৩ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
অঙ্ক সমাধান গুলো দিন
Best