রিজনিং MCQ কুইজ – Reasoning MCQ in Bengali with Answers

Our WhatsApp Group Join Now

এই পোস্টে পাবেন একটি সম্পূর্ণ রিজনিং MCQ কুইজ যেখানে আছে Analogy, Coding–Decoding, সিরিজ, Ranking, Family Relation, Clock Problem সহ নানা টপিক। সব প্রশ্নই বহুনির্বাচনী এবং পরীক্ষাভিত্তিক অনুশীলনের জন্য উপযোগী। বিশেষভাবে reasoning mcq in bengali with answers চাকরির পরীক্ষাগুলির উপর ফোকাস করে তৈরি—তাই WBCS/RAIL/BANK/SSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে দারুণ কাজে লাগবে।
👉 মনে রাখবেন, সব শেষে “ Finish বাটনে” ক্লিক করলে সঠিক উত্তরগুলো হাইলাইট হয়ে যাবে এবং পরীক্ষায় প্রাপ্ত নাম্বারও সাথে সাথে দেখতে পাবেন। নিয়মিত প্র্যাকটিসের জন্য এই কুইজটি বুকমার্ক করে রাখুন এবং সময় দিয়ে স্কোর মিলিয়ে নিজের অগ্রগতি যাচাই করুন।

Reasoning MCQ in Bengali
Reasoning MCQ in Bengali

পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ কুইজে অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন।

চলুন শুরু করা যাক Reasoning MCQ in Bengali

কুইজ
1 যদি ‘FISH’ শব্দটিকে ‘EHRG’ কোড দ্বারা প্রকাশ করা হয় তবে JUNGLE এর কোড কি হবে?
2 যদি GIRL এর কোড ‘FJQM’ দ্বারা প্রকাশ করা হয় তবে BOY এর কোড কী হবে?
3 বেমানান শব্দটি খুঁজে বের করো-
4 নিচের কোন জোড়াটি অন্যগুলোর থেকে আলাদা?
5 পৃথিবীর সঙ্গে সূর্যের যে সম্পর্ক, নেপচুনের সঙ্গে একই সম্পর্ক রয়েছে-
6 ছাত্রের সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, একজন কর্মচারীর সঙ্গে একইরূপ সম্পর্ক-
7 একজন মহিলাকে দেখিয়ে সীমা বললেন “এর ছেলের বাবা আমার মায়ের জামাই”। সীমা ও ঐ মহিলার সম্পর্ক কী?
8 একজন পুরুষ একজন মহিলাকে বললেন “তোমার মার স্বামীর বোন আমার মেয়ে।” ঐ মহিলা ও ঐ পুরুষের মধ্যে সম্পর্ক কী?
9 নিম্নলিখিত সিরিজে 3 অথবা 4 এর সঙ্গে কটি 5 আছে?
35954553584567357554523510
10 রহিম ক্লাসে সপ্তম স্থান পেয়েছে। কিন্তু শেষের দিক থেকে Rank বিচার করলে রহিম 26 তম। রহিমের শ্রেণিতে কত জন ছাত্র আছে?
11 একটি ঘড়িতে 4টা 20 মিনিট বাজে। ঘড়িটিকে আয়নার সামনে রেখে দেখলে কটা বাজে বলে মনে হবে?
12 একটি ঘড়ি 24 ঘণ্টায় 15 মিনিট বেশী হয়। এখন দুপুর 12টা বাজে। 4AM ঘড়িতে কটা বাজবে?
13 যদি INDIA = 37 হয় তবে NEPAL =?
14 লুপ্তাক্ষর নির্ণয় করো: 3, 7, 16, 35, ?
15 লুপ্তাক্ষর নির্ণয় করো: R, U, X, A, D, ?
16 ভুল শব্দটি বের করো: A, D, H, M, T, Z
17 একজন মানুষের সর্বদা দরকার-
18 একটি গাড়ির অবশ্যই দরকার-
19 নিচের প্রদত্ত শব্দগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এগুলিকে ক্রমানুসারে সাজাও: (i) ঘাস (ii) গাভি (iii) ননী (iv) দুধ
20 নিম্নলিখিত শব্দগুলো সম্পর্কযুক্ত। এগুলিকে ক্রমানুসারে সাজাও: (i) অসুস্থতা (ii) আরোগ্যলাভ (iii) রোগ নির্ণয় (iv) সুশ্রুষা (v) ঔষধ

Leave a Comment