SSC MTS Exam ও SSC CGL Practice Quiz – GK Questions with Answers & General Intelligence Reasoning কুইজ

Our WhatsApp Group Join Now

চাকরির পরীক্ষায় সফল হতে চাইলে অবশ্যই GK Questions with Answers এবং General Intelligence and Reasoning ভালোভাবে আয়ত্ত করা দরকার। তাই পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশেষ SSC MTS ExamSSC CGL Practice Quiz, যেখানে থাকছে মোট ১৮টি বাছাইকৃত জিকে ও জিআই প্রশ্ন। সম্পূর্ণ ফ্রি এই কুইজটি সমাধান করলে তোমার প্রস্তুতির মান যাচাই করা সহজ হবে। কুইজ শেষে Finish বোতামে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে তোমার প্রাপ্ত নম্বর এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর। ফলে কোন অংশে দুর্বলতা আছে তা সহজেই বোঝা যাবে এবং পরবর্তী পরীক্ষার জন্য আরও কার্যকরভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। শুধু SSC MTS Exam নয়, অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই SSC CGL Practice Quiz সমানভাবে উপকারী। তাই আজই এই ফ্রি কুইজটি চেষ্টা করে নিজের জ্ঞান যাচাই করো!

SSC CGL Practice Quiz
SSC CGL Practice Quiz

চলো শুরু করা যাক SSC CGL Practice Quiz

১. তোমার শ্রেণিতে 34 জন ছাত্র আছে তুমি তাদের মধ্যে 15তম, শেষের দিক থেকে হিসাব করলে তুমি কত তম হবে?
২. যদি ‘MUSIC’ এর কোড ‘NWVMH’ হয় আর ‘JACAL’ এর কোড কি হবে?
৩. যদি 12 × 9 = 810 এবং 15 × 9 = 513 তবে 13 x 8 = ?
৪. A হল x-এর বোন, x হল y-এর কন্যা। y হল z-এর কন্যা। তবে A-এর সঙ্গে z-এর সম্পর্ক কি?
৫. নিচের কোন্ উত্তরটি পৃথক বের করুন:
৬. নিচের সংখ্যাসারিতে শূন্যস্থানে কোন্ সংখ্যা বসবে? 12, 20, 30, 42, 56, ?
৭. নিচের সংখ্যাসারিতে শূন্যস্থানে কোন্ সংখ্যা? 9, 14, -, 37, 60
৮. নিচের অক্ষর সারিতে শূন্যস্থানে কোন্ অক্ষর বসবে? ZWU, TQO, NKI, ?
৯. নিচের সংখ্যা সারিতে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও- 21, 24, 28, 32, 35, –
১০. নিচের সংখ্যা সারিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন্ সংখ্যা বসবে? 95, 90, 80, 65, ?
১১. কোনটি অন্যগুলোর থেকে আলাদা-
১২. নিচের বর্ণসারিতে শূন্যস্থানে কোন্ বর্ণ বসবে? C. F. I. L. ?. R
১৩. নিচের বর্ণসারিতে হারিয়ে যাওয়া বর্ণগুলি বসাও: aa-b-b- ccdd-
১৪. নিচের বর্ণসারিতে শূন্যস্থানে হারিয়ে যাওয়া বর্ণগুলি বসাও: def- -f-hfg-i-
১৫. একটি সিনেমার টিকিট কাউন্টারে 10 জন লোক আছে। তুমি প্রথম থেকে 7 জন ও শেষ থেকে ৮ জনের মাঝে আছে। তোমার লাইনে অবস্থান কততম?
১৬. X, P নামক স্থান থেকে যাত্রা শুরু করে প্রথম উত্তরদিকে 8km গেল, পরে ডানদিকে 5km, পরে বাম দিকে 4km পরে বাম দিকে 2km গেল। তার মুখ কোন্দিকে থাকবে?
১৭. ‘সব পাখি কথা বলে না।’ এই বাক্যটিকে নীচের কোন্ বাক্য অনুসরণ করছে?
১৮. ইংরাজি বর্ণমালায় উলটোদিক ও সোজা-দিকের ঠিক মাঝে কোন্ বর্ণদুটো আছে?
SSC MTS Exam প্রস্তুতি: ইংরেজি ভাষা কুইজ – MTS, CGL, CHSL প্রস্তুতি যাচাই করুন-এইখানে ক্লিক করুন।

Leave a Comment