Our WhatsApp Group
Join Now
সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ Free SSC CGL Mock Test এবং বিশেষভাবে তৈরি SSC CGL general knowledge quiz 2025। এই কুইজে এমটিএস, সিএইচএসএল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা উত্তর দিয়ে শেষে Submit বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তাদের প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখতে পারবেন। এই free SSC CGL online quiz in Bengali আপনার জ্ঞান যাচাইয়ের পাশাপাশি বাস্তব পরীক্ষার মতো অভিজ্ঞতা দেবে। এখনই কুইজটি চেষ্টা করুন এবং সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যান।

চলো শুরু করা যাক Free SSC CGL Mock Test
1. নিম্নলিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি?
2. দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল-
3. ‘মাতৃভাষায় সংবাদপত্র আইন’ কোন্ বছরে জারি করা হয়?
4. ভারতবর্ষের এই অঞ্চলটি জীববৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ-
5. ৭ম বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার যে 13 সদস্যের সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তার সভাপতি কে ছিলেন?
6. কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে গেছে?
7. অযৌন জননের একক কী?
8. যোজনা কমিশন হল একটি-
9. স্যার হামফ্রে ডেভি কী আবিষ্কার করেছিলেন?
10. কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন?
11. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (13° উঃ অক্ষাংশ) এখানে অবস্থিত-
12. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
13. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
14. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম?
15. প্রাচীন ভারতে কে ‘অমিত্রঘাত’ উপাধি ধারণ করেছিলেন?
16. ভারতের কোন্ রাজ্যটি সর্বাপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে?
17. ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়-
18. কবে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
19. পৃথিবীর কোন্ দেশে প্রথম টেস্ট টিউব বেবি ভূমিষ্ঠ হয়েছিল?
20. কোন্ সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল?
21. কে শকাব্দ প্রচলন করেন?
22. ভারতে কোনো পৌর বসতির জনসংখ্যা 1,00,000 অতিক্রম করলে তাকে বলা হয়-
23. কোন্ প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস হয়েছিল?
24. তিতুমীর কে ছিলেন?
25. চিংড়ির রেচন অঙ্গ কোন্টি?
Master Quiz for Competitive Exams – SSC CGL, CHSL, MTS & Banking প্রস্তুতির জন্য ১৫টি General Intelligence প্রশ্ন--এইখানে ক্লিক করুন।