ছোট্টদের Kids General Knowledge Quiz: প্রথম শ্রেণীর জন্য মজার প্রশ্নোত্তর

Our WhatsApp Group Join Now

প্রথম শ্রেণীর কচি শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে এই বিশেষ Kids General Knowledge Quiz। প্রাণী, গ্রহ, উৎসব ও দেশ নিয়ে সহজ ও আনন্দদায়ক প্রশ্নোত্তরের মাধ্যমে শিশুরা মজার ছলে শিখবে নতুন জ্ঞান।

Kids General Knowledge Quiz
Kids General Knowledge Quiz

চলো শুরু করা যাক Kids General Knowledge Quiz

সাধারণ জ্ঞান কুইজ
১. ভারতের জাতীয় পশু কোনটি?
২. ভারতের রাজধানী কোথায়?
৩. আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
৪. বাংলার প্রধান উৎসব কোনটি?
৫. ভারতের জাতীয় পাখি কোনটি?
৬. ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ কোন পুরস্কার পেয়েছিলেন?
৭. হাওড়া ব্রিজ কোন নদীর উপর তৈরি?
৮. পৃথিবীতে কয়টি দিক আছে?
৯. ভারতের জাতীয় পতাকায় মাঝখানে কী থাকে?
১০. চাঁদে প্রথম কে গিয়েছিলেন?
১১. সাধারণত গাছের কোন অংশে খাদ্য প্রস্তুত হয়?
১২. আমাদের সৌরজগতের কোনটিকে আর গ্রহ বলা হয় না?
১৩. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
১৪. বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কোনটি?
১৫. আমাদের দেশের জাতীয় খেলা কোনটি?
১৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
১৭. ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি?
১৮. বাংলার রাজধানী কোন শহর?
১৯. পৃথিবীতে দিনে কোন জ্যোতিষ্ক আলো দেয়?
২০. মানুষের শরীরে রক্ত পাম্প করে কোন অঙ্গ?
২১. ‘পঞ্চতন্ত্র’ গল্পে কি দেখা যায়?
২২. পাখিরা কোথায় বাসা বানায়?
২৩. ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন?
২৪. পশ্চিমবঙ্গের ‘চা’ প্রধানত কোথায় উৎপন্ন হয়?
২৫. মাটির নিচে কোন শস্য জন্মায়?
২৬. রামায়ণে রামচন্দ্রের স্ত্রী কে ছিলেন?
২৭. কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
২৮. কাকে আমরা ডাক্তার বলি?
২৯. কালীপুজোর সময় প্রধানত কোন জিনিস জ্বালানো হয়?
৩০. পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কোনটি?
প্রথম শ্রেণির কুইজ: মজার প্রশ্নোত্তরে নিজের জ্ঞান পরীক্ষা করুন (Class 1 Quiz in Bengali)--এইখানে ক্লিক করো।

Leave a Comment