NMMS Scholarship Exam Class 8 Mental Ability Test Quiz – অষ্টম শ্রেণীর জন্য স্কলারশিপ মানসিক দক্ষতা অনুশীলন

Our WhatsApp Group Join Now

অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য NMMS Scholarship Exam Class 8 Mental Ability Test Quiz একটি বিশেষ অনলাইন প্রস্তুতির সুযোগ। এই কুইজে বাছাই করা 20টি প্রশ্ন রয়েছে, যা সম্পূর্ণভাবে mental ability test practice for class 8 NMMS scholarship exam অনুযায়ী তৈরি করা হয়েছে। পরীক্ষার্থীরা এই কুইজে অংশগ্রহণ করে তাদের যুক্তি ক্ষমতা, বিশ্লেষণ দক্ষতা ও দ্রুত চিন্তাশক্তিকে যাচাই করতে পারবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে Finish বাটনে ক্লিক করলেই সাথে সাথে দেখা যাবে ফলাফল এবং ভুল বা সঠিক উত্তরগুলিও চিহ্নিত হয়ে যাবে। ফলে ছাত্র-ছাত্রীরা সহজেই বুঝতে পারবে কোন অধ্যায়ে আরও অনুশীলন প্রয়োজন। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই NMMS scholarship mental ability test online quiz কার্যকরী অনুশীলন, যা আসন্ন স্কলারশিপ পরীক্ষায় সফল হতে বড় ভূমিকা রাখবে।

Mental Ability Test Quiz
Mental Ability Test Quiz

চলো শুরু করা যাক Mental Ability Test Quiz

সাধারণ জ্ঞান কুইজ

প্রশ্ন (1-10) নির্দেশ:

1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নে চারটি করে পদ আছে, যাদের তিনটি কোনো-না-কোনোভাবে একরকম এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. (a) Moon (চাঁদ), (b) Saturn (শনিগ্রহ), (c) Venus (শুক্রগ্রহ), (d) Earth (পৃথিবী)।
2. (a) Elephant (হাতি), (b) Horse (ঘোড়া), (c) Honey bee (মৌমাছি), (d) Donkey (গাধা)।
3. (a) Africa (আফ্রিকা), (b) Australia (অস্ট্রেলিয়া), (c) Asia (এশিয়া), (d) Sri Lanka (শ্রীলঙ্কা)।
4. (a) Den (হিংস্র জন্তুর বাসগৃহ), (b) Deer (হরিণ), (c) Kennel (কুকুরের বাসা), (d) Nest (পাখির বাসা)।
5. (a) Soft (নরম), (b) Salty (লবণাক্ত), (c) Sweet (মিষ্টি), (d) Bitter (তিক্ত)।
6. (a) Coal (কয়লা), (b) Cowdung (গোবর), (c) Mustard Oil (সরষের তেল), (d) Petrol (পেট্রোল)।
7. (a) Iron (লোহা), (b) Copper (তামা), (c) Silver (রূপো), (d) Mercury (পারদ)।
8. (a) Circle (বৃত্ত), (b) Sphere (গোলক), (c) Prism (প্রিজম), (d) Pyramid (পিরামিড)।
9. (a) Hepatitis (হেপাটাইটিস), (b) Measles (হাম), (c) Polio (পোলিয়ো), (d) Typhoid (টাইফয়েড)।
10. (a) Football (ফুটবল), (b) Cricket (ক্রিকেট), (c) Hockey (হকি), (d) Badminton (ব্যাডমিন্টন)।

প্রশ্ন (11-20) নির্দেশ:

প্রশ্নগুলি ভালোভাবে পড়ো, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো।

11. ‘ভারত’-এর সাথে যেমন ‘দিল্লির’ সম্পর্ক আছে, তেমনি ভাবেই ‘পাকিস্তান’-এর সঙ্গে সম্পর্ক আছে
12. ‘অ্যালার্জিস্ট’-এর সঙ্গে যেমন ‘অ্যালার্জি’র সম্পর্ক আছে, তেমনি ভাবেই ‘কার্ডিয়োলজিস্ট’-এর সঙ্গে সম্পর্ক আছে
13. ‘ওয়াট’-এর সঙ্গে যেমন ‘বিদ্যুৎশক্তি’র সম্পর্ক আছে, তেমনি ভাবেই ‘পাসকাল’-এর সঙ্গে সম্পর্ক আছে
14. ‘নিউটন’-এর সঙ্গে যেমন ‘ইংল্যান্ড’-এর সম্পর্ক আছে, তেমনিভাবেই ‘আইনস্টাইন’-এর সঙ্গে সম্পর্ক আছে
15. ‘মশা’-র যেমন ‘ম্যালেরিয়ার’ সঙ্গে সম্পর্ক আছে, তেমনি ‘কুকুর’-এর সঙ্গে সম্পর্ক আছে
16. ‘কথক’-এর সঙ্গে যেমন ‘উত্তরপ্রদেশের’ সম্পর্ক আছে, তেমনিভাবেই ‘ওডিশি’র সঙ্গে সম্পর্ক আছে
17. ‘বৃহস্পতি’র সঙ্গে যেমন গ্রহের সম্পর্ক আছে, তেমনিভাবেই ‘চাঁদ’-এর সঙ্গে সম্পর্ক আছে
18. ‘আঁশ’ যেমন ‘মাছের’ সঙ্গে সম্পর্কিত, তেমনি ‘পালকের’ সঙ্গে সম্পর্ক আছে
19. ‘আইফেল টাওয়ার’-এর সঙ্গে যেমন ‘প্যারিস’-এর সম্পর্ক আছে, তেমনিভাবেই ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’-এর সঙ্গে সম্পর্ক আছে
20. ‘হিরে’-এর সঙ্গে যেমন ‘গ্রাফাইট’-এর সম্পর্ক আছে, তেমনি ‘আণবিক অক্সিজেনের’ সঙ্গে সম্পর্ক আছে

আরেকটি মক টেস্ট দেয়ার জন্য নিচে ক্লিক করুন।

NMMS Biology Practice Test 2025 – জীবন বিজ্ঞানের বিশেষ প্রস্তুতি (১৭টি প্রশ্ন)

Leave a Comment