চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত কুইজ – Smart 4th Grade Math Quiz Questions প্র্যাকটিস

Our WhatsApp Group Join Now

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য সাজানো হয়েছে smart 4th grade math quiz questions সহ মোট ১৬টি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন। এই অনলাইন কুইজে অংশগ্রহণ করলে ছাত্র-ছাত্রীরা তাদের প্রস্তুতি যাচাই করতে পারবে এবং আত্মবিশ্বাস আরও বাড়বে। অভিভাবকরা সন্তানদের অনুশীলনে উৎসাহিত করতে পারেন। সব প্রশ্নের উত্তর দেওয়ার পর “Finish” বোতামে ক্লিক করলে সঙ্গে-সঙ্গে দেখা যাবে সঠিক উত্তর ও প্রাপ্ত স্কোর। বৃত্তি পরীক্ষার আগে কার্যকর প্রস্তুতির জন্য এটি একটি চমৎকার উপায়।

4th grade math quiz
4th grade math quiz

চলো শুরু করা যাক Smart 4th grade math quiz questions

গণিত কুইজ
১। নীচের কোন্ বক্তব্যটি ঠিক?
২। ০ একটি
৩। ২০ সংখ্যাটিতে
৪। ২৩৫ সংখ্যাটিতে
৫। ২৩৫ সংখ্যাটিতে ৩-এর (বা ৩ অঙ্কটির) স্থানীয় মান
৬। ১২৩৪ সংখ্যাটির অঙ্কগুলির স্থানীয় মানগুলির যোগফল
৭। চারটি ক্রমিক সংখ্যার যোগফল ৪১০ হলে বৃহত্তমটি হল
৮। একটি আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা হল
৯। পাপানকে ১৭২৯-কে ১৬৭ দিয়ে ভাগ করতে বলায়, পাপান ভাজকের একটি অঙ্ক ভুল লিখে ভাগটি করায় ভাগফল ১০, এবং ভাগশেষ ৯৯ পেল। ভুল ভাজকটি হল
১০। 2/9, 2/22, 9/26 ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তমটি হল
১১। ৩৬ টাকার 1/4 অংশের 1/9 অংশ কত টাকা?
১২। 1/8 এর মধ্যে 1/64 কতবার আছে?
১৩। পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তা হল
১৪। 20+9/29 এর সঙ্গে নীচের কোন্ সংখ্যা যোগ করলে যোগফল নিকটতম পূর্ণসংখ্যা হবে?
১৫। ১৯৪২ সংখ্যাটিকে পরপর ৩৭ বার লিখে যোগ করা হলে ওই যোগফলের একক স্থানীয় অঙ্কটি হবে
১৬। ১৪৯২ জন ছাত্র থেকে কমপক্ষে কতজনকে বাদ দিলে অবশিষ্ট ছাত্রদের ৪৭টি সমান সারিতে সাজানো যাবে?

চতুর্থ শ্রেণীর আরেকটি কুইজে অংশগ্রহণের জন্য নিচে ক্লিক করুন।

Grade 4 EVS Practice Quiz, চতুর্থ শ্রেনীর পরিবেশ বিজ্ঞান MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনুশীলনী

Leave a Comment