Our WhatsApp Group
Join Now
আসন্ন পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন? এই কুইজটি আপনার জন্য অপরিহার্য! ভারতের ভূগোল, বিশ্ব ভূগোল, নদনদী, উপহ্রদ, বিদ্যুৎ প্রকল্প এবং বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ১৭টি প্রশ্ন নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ জিওগ্রাফি কুইজ। আপনার WB SSC Group C D General Knowledge Geography Quiz প্রস্তুতিকে আরও মজবুত করতে এখনই কুইজে অংশ নিন। এই MCQ সেটটি আপনার জেনারেল নলেজ (GK) বিভাগকে ঝালিয়ে নিতে সাহায্য করবে এবং আপনাকে পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করে তুলবে। আপনার পরীক্ষার স্কোর বাড়াতে এবং সেরা ফল পেতে আজই অনুশীলন শুরু করুন। ১০০% পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি।

চলন শুরু করা যাক WB SSC Group C D General Knowledge Geography Quiz
১. ‘ন্যাথপা ঝাকড়ি বিদ্যুৎ প্রকল্প’ কোথায় অবস্থিত?
২. কোন্ নদীর উপনদী অমরাবতী?
৩. নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে?
৪. ভারতের দীর্ঘতম কয়ালের নাম কী?
৫. কোন দেশকে ‘দারুচিনির দ্বীপ’ বলে?
৬. ‘প্রয়াগরাজ’ কোন্ শহরের নতুন নাম?
৭. ‘মীনামবাক্কাম’ বিমানবন্দর কোথায় অবস্থিত?
৮. ভারতের বৃহত্তম উপহ্রদ এর নাম কী?
৯. ভারতের বৃহত্তম হ্রদ এর নাম কী?
১০. কোন্ নদীর তীরে অবস্থিত শ্রীনগর অবস্থিত?
১১. ‘ভাসমান শহর’ নীচের কোন্টিকে বলা হয়?
১২. ভারতের কোন্ রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে ওঠেনি?
১৩. ভারতের কম ঘনত্ববিশিষ্ট জনসংখ্যার রাজ্যের নাম কী?
১৪. ‘পারো’ উপত্যকা কোথায় অবস্থিত?
১৫. পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
১৬. ‘কাপ্তাই’ জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
১৭. নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
আপনার কুইজ রেজাল্ট
0/17
আপনার স্কোর এখানে দেখানো হবে