৪০টি মজার প্রশ্ন সহ প্রথম শ্রেণির সেরা সাধারণ জ্ঞান কুইজ: Best GK Questions for Class 1

Our WhatsApp Group Join Now

আপনার সোনামণির মেধা বিকাশের জন্য নিয়ে এসেছি সবচেয়ে কার্যকর এবং মজাদার সাধারণ জ্ঞান কুইজ। এখানে প্রথম শ্রেণির (Class 1) উপযোগী করে প্রাণী, গাছপালা, জাতীয় প্রতীক ও উৎসব সম্পর্কিত মোট ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত করা হয়েছে। আমাদের এই কুইজটি খেলার ছলে শিশুদের শেখার আগ্রহ বাড়িয়ে তুলবে এবং তাদের প্রাথমিক জ্ঞানকে শক্তিশালী করবে। বিশেষ করে, যারা সেরা ‘gk questions for class 1’ খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ শিক্ষামূলক সম্পদ। কুইজটি ডিজাইন করা হয়েছে ছোটদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ভাবে। এই ইন্টারঅ্যাক্টিভ কুইজটিতে অংশগ্রহণ করিয়ে আপনার সোনামণির শিক্ষামূলক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করুন।

gk questions for class 1
GK Questions for Class 1

চলুন শুরু করা যাক gk questions for class 1

আপনার স্কোর: 0 / 40

1. সবচেয়ে বড়ো মাছ কোনটি?

2. কোন প্রানীর চারটি পাকস্থলী আছে?

3. রাত্রে কোন ফুল ফোটে

4. ভারতের জাতীয় সঙ্গীত কোনটি?

5. সাপ ও মই থাকে কোন খেলায়?

6. ‘বুড়ি’ এর বিপরীত শব্দ হল

7. আমাদের জাতীয় ফুল কী?

8. কোন পশু ডাকতে পারে না?

9. কোন প্রানীর জিভ উলটে থাকে?

10. কাজী নজরুল ইসলামের জন্মদিন কবে?

11. আমাদের জাতীয় খেলা কী?

12. কোন পাখির ডানা নেই?

13. আমাদের শরীরে কয়টি ফুসফুস থাকে?

14. শিউলি ফুল কখন ফোটে?

15. কোন গাছ কয়েকশো বছর বেঁচে থাকতে পারে?

16. মৌমাছির কয়টি চোখ?

17. ভারতের জাতীয় সরীসৃপ প্রাণী

18. কোথায় প্রথম হকি খেলা শুরু হয়?

19. বাঘাযতীন নামে পরিচিত

20. দই হয়-

21. দুর্গা পূজো হয়

22. ধুনো কোন গাছের আঠা দিয়ে তৈরী হয়?

23. কোন প্রানীকে পাখামৃগ বলা হয়?

24. কোন প্রানীর চোখে পাতা নেই?

25. যানবাহন কয় প্রকার?

26. রাম চন্দ্রের কয়টি পুত্র?

27. আদর্শ খাদ্য কি?

28. আমাদের শরীরে কয়টি হৃৎপিণ্ড?

29. কোন প্রানীর কান নেই?

30. কোন গাছের পাতা বল্লমের মত দেখতে?

31. রামধনুর কয়টি রঙ আছে?

32. কোন প্রানীর রক্ত ঠাণ্ডা?

33. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল মাটির পুতুলের জন্য বিখ্যাত?

34. অপরাজিতা ফুলের রং কী?

35. কোন পশু খাবার চুরি করতে ভালোবাসে?

36. কোন মাছ দেখতে সাপের মত?

37. কুমীর কোথায় বাস করে?

38. কোথায় জীবজন্তুর খেলা দেখায়?

39. ভারতের প্রজাতন্ত্র দিবস হল-

40. কোথায় পোস্টকার্ড কিনতে পাওয়া যায়?


প্রথম শ্রেণীর একটি গণিতের কুইজে অংশগ্রহণ করার জন্য নিজেকে ক্লিক করো। 
👇👇👇👇👇

প্রথম শ্রেণির মজার অঙ্ক: Class 1 Math Question কুইজে বাজিমাত করো!

Leave a Comment