সেরা প্রস্তুতি: WBSSC Group C & D Mock Test 2025, জিকে ও রিজনিং (GK and Reasoning Practice Set)

Our WhatsApp Group Join Now

আপনি কি আসন্ন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য তৈরি? আজই যাচাই করুন আপনার প্রস্তুতি! আমাদের এই বিশেষ কুইজটিতে রয়েছে ভূগোল, সাধারণ জ্ঞান এবং রিজনিং-এর বাছাই করা প্রশ্ন। এই GK and Reasoning Practice Set টি নিয়মিত অনুশীলন করলে আপনার সাফল্যের হার বাড়বে। বিশেষত WBSSC Group C & D Mock Test 2025 হিসেবে এটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। এখনই কুইজটি খেলুন এবং নিজের স্কোর জানুন!

WBSSC Group C & D Mock Test 2025
WBSSC Group C & D Mock Test 2025

চলুন শুরু করা যাক WBSSC Group C & D Mock Test 2025

জেনারেল নলেজ ও রিজনিং কুইজ

1. ফুল: পাপড়ি :: বই:?

2. নীচের কোনটি অন্যদের থেকে আলাদা?

3. একটি সারির প্রথম ও শেষ প্রান্ত থেকে আপনার স্থান 11তম হলে সারিতে মোট কত জন আছে?

4. কোনো মাসের ৭ তারিখ রবিবারের আগের দিন হলে ১ তারিখ কী বার হবে?

5. যদি GO = 32 হয়, তাহলে SOME কত হবে? (G=7, O=15; S=19, O=15, M=13, E=5 এর ভিত্তিতে)

6. DEH: HJL:: GHL:?

7. জাতীয় ভোজ্য তেল মিশন অয়েল পাম এর অধীনে 2025-26 সালের মধ্যে অপরিশোধিত পাম তেলের লক্ষ্য উৎপাদন কত?

8. পীচি ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারি, যা সম্প্রতি সংবাদে দেখা গেছে, এটি কোন রাজ্যে অবস্থিত?

9. সম্প্রতি NATO তার নতুন স্থল কমান্ড ‘মাল্টি কার্পস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড’ কোন দেশে স্থাপন করেছে?

10. সম্প্রতি সংবাদে দেখা ক্যানরি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

11. সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথম কুষ্ঠ রোগ নির্মূল করেছে?

12. সম্প্রতি কোন দেশ ভারতের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য সমর্থন জানিয়েছে?

13. আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের পরবর্তী সংস্করণটি কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে/হবে?

14. বিশ্ব ডাক দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

15. মাউন্ট ধৌলগিরি কোন দেশে অবস্থিত?

16. ‘CareEdge Ratings’ State Ranking 2025-এ শীর্ষে রয়েছেন কে?

17. শিলাগুলিকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?

18. কোনটি থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়?

19. কোনটি পাললিক শিলা?

20. কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?

21. পাললিক শিলার অপর নাম কী?

22. রূপান্তরিত শিলার অপর নাম কী?

23. রূপান্তরিত শিলা সৃষ্টির কারণ কী?

24. মারবেল কোন্ শিলা?

25. মূল পাললিক শিলা রূপান্তরিত হয়ে কোন্ শিলায় পরিণত হয়?

26. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ-

27. দিনরাত্রি কত ঘণ্টায় হয়?

28. পৃথিবীর আবর্তন সবচেয়ে বেশি-

29. পৃথিবীর নিজ অক্ষ বা মেরুদণ্ডের উপর নির্দিষ্ট গতিতে আবর্তনকে বলে-

30. কোন্ সময় সূর্যকে বড়ো আকারে দেখায়-

31. মহাবিষুব-

32. পৃথিবীর আবর্তন বেগ (কিলোমিটার/সেকেন্ডে)-

33. সূর্যাস্তের পর সংক্ষিপ্ত কালকে বলে-

34. পৃথিবীর বার্ষিক গতির সম্পূর্ণ সময়কাল-

35. জুন মাসে হয়-

36. আহ্নিক গতির ফলে সংগঠিত হয়-

37. ঋতু পরিবর্তন হল-

38. কোন দেশকে নিশিথ সূর্যের দেশ বলে?


এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রস্তুতির জন্য আরো মক টেস্ট এবং কুইজে অংশগ্রহণ করতে নিজেই ক্লিক করুন 
👇👇👇👇👇

Daily Mock Test Link: SSC Group C and D, প্রতিদিনের মক টেস্ট এক জায়গায়!

Leave a Comment