Class 4 Maths Practice Set: পশ্চিমবঙ্গ বাংলা মাধ্যমের (WB Primary) গণিত প্রস্তুতি

Our WhatsApp Group Join Now

Class 4 Maths Practice Set: পশ্চিমবঙ্গ বাংলা মাধ্যমের (West Bengal Primary) Class 4 Maths পরীক্ষার জন্য এটি একটি বিশেষ গণিত প্র্যাকটিস প্রশ্নপত্র। আপনার সন্তানকে বাড়িতে পরীক্ষার প্রস্তুতিতে আরও আত্মবিশ্বাসী করে তুলতে এই প্রশ্নপত্রটি অত্যন্ত কার্যকর।
এখানে Class 4 সিলেবাসের পাটিগণিত, জ্যামিতি, এবং ব্যবহারিক অঙ্কের গুরুত্বপূর্ণ 38টি প্রশ্ন রয়েছে। ছাত্রছাত্রীরা খাতা-পেন নিয়ে এই মডেল পেপারটি সমাধান করলে, তারা তাদের দুর্বলতাগুলি চিহ্নিত করতে পারবে এবং পরীক্ষার জন্য সেরা Class 4 Maths প্রস্তুতি নিতে পারবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে গণিতের ভিত মজবুত হবে এবং পরীক্ষার ভয় দূর হবে। এটি সম্পূর্ণরূপে বিনামূল্যে এবং পরীক্ষার প্যাটার্ন অনুসরণ করেই তৈরি করা হয়েছে।

Class 4 Maths Practice Set
Class 4 Maths Practice Set

চলো শুরু করা যাক Class 4 Maths Practice Set

Class 4 Maths Practice Set: পশ্চিমবঙ্গ বাংলা মাধ্যমের (WB Primary) গণিত প্রস্তুতি

বিভাগ–ক (১০ × ১ = ১০ নম্বর)

1. মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে?

2. \( ০.০০১ \)-এর ক্ষেত্রে হরের মান কত?

3. \( ৮ \)-এর \( ৪ \) গুণ, \( ১৬ \)-এর কত গুণের সমান?

4. চার অঙ্কের সংখ্যার মোট অংক কয়টি?

5. ১ মাইল সমান কত গজ?

6. দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ.সা.গু. কত?

7. ২০ টাকা ৫ পয়সা = কত টাকা?

8.১০ মিনিট ১ ঘন্টার কত অংশ?

9. একটি ঘনকের প্রান্তরেখার সংখ্যা কয়টি?

10. \( \frac{৪}{৬} \)-কে কত দিয়ে গুণ করলে গুণফল \( ১ \) হবে?

বিভাগ–খ (১০ × ২ = ২০ নম্বর)

11. \( \frac{২}{৭} \)-এর অন্যোন্যক কত?

12. তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত?

13. আদি ও মিমির বর্তমান বয়সের সমষ্টি \( ২৮ \) বছর। পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত?

14. বড়ো ভগ্নাংশ কোনটি? \[ \frac{১}{৩}, \quad \frac{২}{৫}, \quad \frac{৪}{১৫} \]

15. কোন সংখ্যাকে \( ৯ \) দ্বারা ভাগ করলে ভাগফল \( ৪ \) এবং ভাগশেষ \( ০ \) হবে?

16. পরপর দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল \( ৭১ \) হলে সংখ্যা দুটি কী কী?

17. ৫ টাকা ২৫ পয়সার ২/৫ অংশ = কত টাকা?

18. একটি বাড়ির \( \frac{৩}{৫} \) অংশ রং করা হয়েছে। কত অংশ রং করতে বাকি আছে?

19. দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুকে কী বলে?

20. \( ১ \) সহস্রাংশের সঙ্গে কত যোগ করলে \( ১ \) হবে?

বিভাগ–গ (১০ × ৩ = ৩০ নম্বর)

21. একটি লুডোর ছক্কার গায়ে মোট কতগুলি বিন্দু আঁকা থাকে?

22. একটি চতুর্ভুজের কর্ণের সংখ্যা কয়টি?

23. একটি ঘড়ি \( ৫৭২ \) টাকায় বিক্রি করলে \( ২০ \) টাকা ক্ষতি হয়। ওই ঘড়িটি কত টাকায় বিক্রি করলে \( ২০ \) টাকা লাভ হবে?

24. একটি ঘনকের তলগুলির অর্ধেক রং করতে \( ১.৫ \) লিটার রং লাগে। ঘনকটি সম্পূর্ণ রং করতে কত লিটার রং লাগবে?

25. একটি দেয়াল ঘড়িতে \( ৯ \) টার ঘণ্টা বাজতে \( ৮ \) সেকেন্ড সময় লাগে। \( ১২ \) টার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে?

26. কাটোয়ার একটি রাস্তা দিয়ে প্রতি ঘণ্টায় \( ১৪২ \)টি গাড়ি যাতায়াত করে। সকাল \( ১১\)টা থেকে বিকাল \( ৪\)টা \( ৩০\) মিনিট পর্যন্ত ওই রাস্তায় কতগুলি গাড়ি যাতায়াত করবে?

27. তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি \( ১৮০ \); ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা দুটি কী কী?

28. দুটি সংখ্যার যোগফল \( ১০ \), বিয়োগফল যোগফলের \( \frac{২}{৫} \) হলে সংখ্যা দুটির গুণফল কত?

29. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা \( ১৬৫ \) ও \( ২৩৫ \) সংখ্যা দুটিকে ভাগ করলে প্রতিক্ষেত্রে \( ৫ \) ভাগশেষ থাকবে?

30. \( ৬ \)টি কলমের দাম \( ১৮ \) টাকা হলে \( ২৭ \) টাকায় কয়টি কলম পাওয়া যাবে?

বিভাগ–ঘ (৮ × ৪ = ৩২ নম্বর)

31. একটি চৌবাচ্চায় \( ২৪০ \) লিটার জল ধরে। তুমি প্রথমে \( ৬.৭৫ \) লিটার জল ধরে এমন একটি বালতি দিয়ে খালি চৌবাচ্চাতে \( ৩০ \) বালতি জল ঢালার পরে তোমার ভাই অন্য একটি ছোটো বালতি দিয়ে \( ১৫ \) বালতি জল ঢালায় চৌবাচ্চাটি ভর্তি হল। তোমার ভাইয়ের বালতিতে কত লিটার জল ধরে?

32. কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে \( ৩ \) যোগ করলে যোগফল \( ৪, ৬, ৮ \) দ্বারা বিভাজ্য হবে?

33. \( ১ \) থেকে \( ২০ \) পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত?

34. একটি সাইকেল \( ৪২০ \) টাকায় বিক্রি করে দেখা গেল যত টাকা লাভ হয়েছে, \( ৪০০ \) টাকায় বিক্রি করলে তত টাকা লোকসান হত। সাইকেলটির প্রকৃত মূল্য কত?

35. একটু ১৫ মিটার লাঠির ২/৩ অংশ সাদা। বাকিটা কালো। কালো অংশের দৈর্ঘ্য কত?

36. দুটি বইয়ের দাম \( ১৫০ \) টাকা। বড়ো বইটির দাম, ছোটো বইটির দামের \( ৫ \) গুণ হলে বড়ো বইটির দাম কত টাকা?

37. রামবাবুর বাৎসরিক আয় \( ৫৭৬০ \) টাকা। তিনি \( ৩ \) মাসে যা খরচ করেন, \( ২ \) মাসে তা আয় করেন। বৎসরের শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন?

38. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?

Leave a Comment