WB GDS 2023 : পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে মাধ্যমিক যোগ্যতায় জি.ডি.এস নিয়োগ

WB GDS : যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক যোগ্যতায় পশ্চিমবঙ্গের গ্রামীন ডাক সেবকের চাকরি করতে চাইছেন বা আগেই দরখাস্ত করেছেন তাদের জন্য রইল এই প্রতিবেদন। এই চাকরি কি স্থায়ী চাকরি? এখান থেকে কি প্রমোশন পাওয়া যায়? এখানে কত ঘন্টা কাজ করতে হয়? কেমন বেতন দেওয়া হয় ?

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

এই চাকরির ভবিষ্যৎ কি আছে? এবং ২০২৩ WB GDS নিয়োগ পরীক্ষা কখন হতে পারে ? বিজ্ঞপ্তি কখন বেরোবে ? শূন্য পদের সংখ্যাই বা কেমন হবে? নিয়োগ পদ্ধতি কেমন হবে। সবকিছু বিশদ ভাবে জানতে হলে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

Some information about WB GDS Jobs

সবার প্রথমেই বলে রাখবো এই চাকরিকে কিন্তু কখনোই সম্পূর্ণ রূপে সরকারি চাকরি বলা যায় না। এখানে কোন সার্ভিস বুক হয় না। একজন পার্মানেন্ট সরকারি কর্মীর তুলনায় ক্ষমতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে গ্রামীণ ডাক সেবাকের কর্মীরা অনেকটাই বঞ্চিত থাকেন। তবে এটি একটি পার্মানেন্ট বা স্থায়ী চাকরি তাতে কোন সন্দেহ নেই। এটি ভারতীয় কেন্দ্রীয় ডাক বিভাগের ডিপার্টমেন্টের বাইরে। সাধারণত কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মীদের যে অধিকার থাকে গ্রামীণ ডাক সেবক দের নিজেদের সেই অধিকার অনেকটাই থাকে না। এই বিভাগে প্রায় পাঁচ থেকে আট ঘন্টা কাজ করতে হয়।

Estimated vacancy (WB GDS) in 2023

ইন্ডিয়া পোস্ট অফিস মারফত যা খবর সেখানে জানা যাচ্ছে যে সর্বভারতীয় ভাবে ২০২৩ সালে কুড়ি হাজারেরও বেশি শূন্য পদ তৈরি হবে। আর এই বছরে দুবার নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। আর এই দুইবারের মধ্যে প্রতিবারই দশ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে বলে খবর। যেখানে এবং মহিলা চাকরি প্রার্থী উভয়েই আবেদন করতে পারবেন

West Bengal Postal GDS Eligibility Criteria

যোগ্যতাবেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স সার্টিফিকেট এবং স্থানীয় ভাষার বাধ্যতামূলক জ্ঞান সহ 10 তম শ্রেণী উত্তীর্ণ ।
বয়স সীমা18 বছর থেকে 40 বছর

WB GDS Application Fee

CategoryFee
UR / OBC / EWS MaleRs 100/-
সমস্ত মহিলা প্রার্থী, সমস্ত SC/ST প্রার্থী এবং সমস্ত PwD প্রার্থীকোন ফি নেই

এই পদগুলিতে (WB GDS Salary)কত বেতন দেওয়া হয় ?

BPM- 14, 500/-, MD- 12,000/-, MC 10,000/ -এর সাথে DA যোগ হয়, এবং নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট হয়। BPM -এর ক্ষেত্রে DA এবং অন্যান্য নিয়ে কাছাকাছি মাসিক বেতন প্রায় 16000/- টাকা হয়। 

Sl.NoCategorySalary
1.BPMRs 12000/-
2.ABPM / Dak SevakRs 10000/-

এখানে (WB GDS JOB) কি প্রমোশন আছে?

GDS পদে নিযুক্ত হওয়ার পর থেকেই MTS (Multi Tasking Staff) পদের পরীক্ষা দেওয়া যায়। 3 বছর পরে পোস্টম্যান এবং 5 বছর পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে পদোন্নতির জন্য পরীক্ষা দেওয়া যায়।

How to Apply WB GDS

  • অফিসিয়াল পোর্টাল দেখুন – indiapostgdsonline.gov.in
  • আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়ুন।
  • রেজিস্ট্রেশন মডিউলে রেজিস্ট্রেশন করুন।
  • অনলাইন/অফলাইনে ফি পরিশোধ করুন।
  • কোনো ভুল ছাড়াই সাবধানে আবেদনপত্র পূরণ করুন।
  • নথি আপলোড করুন।
  • পছন্দ জমা দিন।
  • এর পরে, প্রিভিউ করুন এবং প্রিন্ট আউট নিন।

WB GDS Potential recruitment process

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে নিয়োগ পদ্ধতির যেকোনো রকম পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কোন খবর নেই। অর্থাৎ ২০২২ সালে যেমন ভাবে মাধ্যমিক পরীক্ষাতে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে, ঠিক তেমনভাবেই ২০২৩ সালেও মাধ্যমিক পরীক্ষাতে পাওয়া নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে যে কাট অফ নম্বর সেটা খুব বেশি হয়। যে কারণে যে সমস্ত চাকরি প্রার্থীর মাধ্যমিক পরীক্ষাতে নাম্বার অফ পার্সেন্টেজ খুব বেশি তারাই সাধারণত সুযোগ পান যদিও এস. সি , এস. টি এবং পি.ডব্লিউ. ডি ইত্যাদি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পান।

Indian post gds syllabus :

2022 সালে রিক্রুটমেন্টের জন্য কোন রকম লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। মাধ্যমিক পরীক্ষাতে পাওয়া নম্বরের ভিত্তিতে নির্দিষ্ট কাট অফ মার্ক তৈরি করে মেরিট লিস্ট বানানো হয়েছে। তবে ২০২৩ সালে কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এখনই তার কোন খবর নেই। তবে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের ওয়েবসাইটে যথাসময়ে আপলোড করে দেওয়া হবে।

wb gds result and exam :

২০২৩ সালে ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ কারণ এই বছরে দুবার রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে একটি হলো জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। অন্যটি হলো জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে।

FAQS:

WB GDS ২০২৩ সালে মোট শূন্য পদে সংখ্যা কত?

২০২৩ সালে প্রায় 20000 এরও বেশি শূন্য পদ ঘোষণা আছে।

WB GDS ২০২৩ সালে আবেদনের জন্য যোগ্যতা কি আছে?

শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে।

WB GDS নিয়োগ এর জন্য কি কোন পরীক্ষা নেওয়া হয়?

কোন পরীক্ষা ইন্টারভিউ কিছু নেওয়া হয় না কেবলমাত্র মাধ্যমিকে পাওয়ার নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়।

2 thoughts on “WB GDS 2023 : পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে মাধ্যমিক যোগ্যতায় জি.ডি.এস নিয়োগ”

Leave a Comment