আজকের প্রতিবেদনে তৃতীয় শ্রেণির জন্য গণিত থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বাড়িতে অভ্যাস করতে চাও তারা এই প্রশ্নপত্র গুলি অভ্যাস করতে পারো।
Mathematics question paper for class 3 set 1
১। বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো : –
(ক) কোনো সংখ্যাকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হতে পারে – (অ) ৮, (আ) ৫, (ই) ৯
(খ) ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট দিনসংখ্যা – (অ) ১১, (আ) ১০, (ই) ১২।
(গ) ২ সপ্তাহ ২ দিনে হয়- (অ) ১৪ দিন, (আ) ১৬ দিন, (ই) ১৮ দিন।
(ঘ) আড়াই টাকা হল -(অ) ১ টাকা ৫০ পয়সা, (আ) ২ টাকা ৫০ পয়সা, (ই) ২ টাকা ৭৫ পয়সা।
(ঙ) ১ ঘণ্টা ৪০ মিনিট হল-(অ) ৮০ মিনিট, (আ) ১০০ মিনিট, (ই) ১২০ মিনিট।
২। নীচের সমস্যাগুলির পূর্ণবাক্যে উত্তর দাও :
(ক) একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা কী?
(খ) ১০ টাকার তিন গুণের অর্ধেক কত টাকা?
(গ) ১ মাসে ঘণ্টার কাঁটা কত বার সম্পূর্ণ ঘুরবে?
(ঘ) ৬ দ্বারা শুরু ও ৩ দ্বারা শেষ এরূপ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো।
(ঙ) ২০১২ সালের স্বাধীনতা দিবস মঙ্গলবার হলে, ২০১৩ সালের স্বাধীনতা দিবস কী বার হবে?
(চ) সোমবার ৫ অক্টোবর, ২০১৮ হলে তার পরের সোমবার কত তারিখ হবে?
৩। শূন্যস্থান পূরণ করো :
(ক) ১ বছর ______________________ডজন মাস।
(খ) ৯টি সংখ্যার গড় ৭ হলে, সংখ্যাগুলির সমষ্টি হবে_____________________
(গ) ১ ঘণ্টা= ________________ সেকেন্ড
(ঘ) ১ দিনে ৫টা ___________________বার বাজে।
(ঙ) পৌনে ৮টা বলতে বোঝায় ৮টা বাজতে _____________ মিনিট বাকি।
৪। নীচের সমস্যাগুলির নির্দেশমতো উত্তর দাও :
(ক) ভাজক ২, ভাগশেষ ১ হলে, ভাজ্য ১০ থেকে ১৪-এর মধ্যে কী কী হতে পারে?
(খ) ৯৭৮৬ সেকেন্ডকে ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে পরিণত করো।
(গ) ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি সোমবার হলে, ২০১৬ সালের ১ মার্চ কী বার হবে?
৫। সরল করো :
(ক) (১০+১২÷ ৬) ÷ (২ × ৫ – ৩ × ২) (৪ × ৮ ÷ ৪)
(খ) (৪০ ÷ ৫) + {(5 × 9) – (4 × 4) + (৮ × ৪)÷ ২}
৬। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(ক) বিয়োগ করো : ৫ ঘণ্টা ১৫ মিনিট ১৮ সেকেন্ড – ২ ঘণ্টা ২৭ মিনিট ২৫ সেকেন্ড।
(খ) যোগ করো : ১১ বছর ৫ মাস ১২ দিন + ৮ বছর ৮ মাস ২১ দিন।
৭। গণিতের ভাষায় সমস্যাগুলির সমাধান করো :
(ক) তোমার মামা ৪২০টি চকোলেট তোমাকে দিয়ে বললেন তোমার বন্ধুদের দাও ও তুমি নাও। তোমার যদি ২০ জন বন্ধু থাকে তাহলে তুমি ও তোমার বন্ধুরা গড়ে কটি করে চকোলেট পাবে?
(খ) তোমাদের বিদ্যালয় প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হয় এবং ১০টা ১০ মিনিটে ছুটি হয়। কিন্তু শনিবার ৮টা ৩০ মিনিটে ছুটি হয়। শনিবার ছাড়া অন্যদিন কত ঘণ্টা কত মিনিট করে বিদ্যালয়ে পড়াশুনা হয়? শনিবার কত ঘণ্টা কত মিনিট বিদ্যালয়ে পড়াশুনা হয়?
(গ) একজন কাপড় বিক্রেতা প্রতিদিন ৫৫টি কাপড় বিক্রি করেন। কিন্তু বুধবার আরও ২০টি করে কাপড় বেশি বিক্রি করেন। ৫টি বুধবার আছে এমন আগস্ট মাসে তিনি মোট কটি কাপড় বিক্রি করবেন?
(ঘ) তোমার বাবা অফিসের কাজে ৪ মাস ৬ দিন আসাম এবং ২ মাস ১০ দিন কেরালায় ছিলেন। তোমার বাবা কোথায় কতদিন বেশি ছিলেন?
৮। সংখ্যার বিন্যাস তৈরি করে শূন্যস্থান পূরণ করো :
(ক) ৩০, ১৩০, ৪০, ১৪০, ৫০, ১৫০,____,_____,
(খ) ১১, ১২, ১৪, ১৭,_____,_______,
(গ) ২৪৩, ৮১, _______,_________,৩ , ১
‘?’ চিহ্নিত স্থানে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি লেখো:
৫ | ৯ | ৭ |
৬০ | ৮১ | ৫৬ |
১২ | ? | ৮ |
৫ | ৮ | ৩ |
৭ | ৫ | ১১ |
২ | ৩ | ২ |
১০ | ১০ | ? |
Mathematics question paper for class 3 set 2
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) ২৫ পয়সা = কত টাকা?
(খ) যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
(গ) ২০১২ সালের জানুয়ারি মাস সোমবার শুরু হলে ২০১৩ সালের জানুয়ারি মাস কী বারে শুরু হবে?
(ঘ) একটি চতুর্ভুজের বাহু সংখ্যা কটি?
(ঙ) ৮ a.m বলতে কোন্ সময়কে বোঝায়?
২। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও :
(ক) ঘণ্টার কাঁটা ৮ এবং ৯-এর মাঝে আছে এবং মিনিটের কাঁটা ৫-এর ঘরে আছে। তাহলে ঘড়িটির সময় কত ?
(খ) ২ বছর ১১ মাস = কত মাস?
(গ) ১০০ টাকা = কত পয়সা?
(ঘ) ৯০ সেকেন্ড = কত মিনিট কত সেকেন্ড?
(ঙ) বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বা বিয়োগ থাকলে আগে কার কাজ করতে হবে?
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) কত দিনে এক বছর হয়? লিপইয়ার বছরের দিন সংখ্যা কত?
(খ) সরল করো : (অ) ১৬ ÷৪ ÷ ২; (আ) ১২ × ৮ × ২.
(গ) ২০১৫ সালের ১৫ অক্টোবর বুধবার হলে, ২০১৬ সালের ১৫ অক্টোবর কী বার হবে?
৪। নীচের সমস্যাগুলির সমাধান করো :
(ক) তোমার বয়স ৮ বছর ২ মাস ১৩ দিন। তোমার বোনের বয়স ৮ বছর ৯ মাস ১৭ দিন। তোমাদের দুজনের মোট বয়স কত ?
(খ) তুমি ১৫টি অঙ্ক কষতে পারো ২ ঘণ্টা ১৫ মিনিট ১৫ সেকেন্ড সময়ে। তাহলে একটি অঙ্ক কষতে তোমার সময় লাগবে?
(গ) চারটি খাতার প্রতিটি খাতার দাম ১৫ টাকা এবং ৩টি কলমের প্রতিটির দাম ৫ টাকা। ৫টি পেনসিলের দাম নির্ণয় করো, যেখানে খাতা, কলম ও পেনসিলের গড় দাম ১০ টাকা।
(ঘ) মানব ১০ টাকা ৫৪ পয়সার বাদাম, ৫০ টাকা ৫০ পয়সার চিনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর ও ২২ টাকা ৫০ পয়সা দামের একটা বাঁশি কিনেছে। মানবের মোট কত টাকা কত পয়সা খরচ হয়েছে?
(কাছে ৭৫৩.৩৩ টাকা ছিল। সে বাজারে গিয়ে ২৫০ টাকার জুতো কিনে আনল ৷ এখন তার কাছে আর কত টাকা থাকবে?
৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(ক) ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ এঁকে বাহুগুলির নাম লেখো।
(খ) কোন্গুলি ঘনবস্তু লেখো : মারবেল, চেয়ার, বাতাস, বই, নীল, বল,
, টেবিল, ঠান্ডা, মায়া, গরম, খাতা।