Paramedical Admission Notification has been Published: প্যারামেডিকেল এ ভর্তির বিজ্ঞপ্তি

Paramedical Admission Notification has been Published
Paramedical Admission Notification has been Published

Paramedical Admission Notification has been Published: যে সমস্ত প্রার্থীরা প্যারা-মেডিকেলের বিভিন্ন কোর্স করে জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য এসে গেল একটি সুবর্ণ সুযোগ। কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত Dr. K. R. Adhikary College of Optometry and Paramedical Technology-তে নতুন অ্যাকাডেমিক সেশনে, প্রচুর কর্মমুখী প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, চাকরি পাবার সম্ভাবনা কতখানি, এই কোর্স গুলির মেয়াদ কত বছরের, এই সব কিছু নিয়ে রইলো আজকের পূর্ণ প্রতিবেদন।

এই ১২টি কর্মমুখী প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে :

(১) ডিপ্লোমা ইন অপ্টোমেট্রিক্যাল সায়েন্স অ্যান্ড অপথ্যালমিক টেকনিক,

(২) ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিক,

(৩) ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওলজি টেকনিক,

(৪) ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি টেকনিক,

(৫) ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি,

(৬) ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি,

(৭) ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি,

(৮) ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি অ্যান্ড পালমোনারি ফাংশন টেস্ট,

(৯) ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিক অ্যান্ড ওরাল হাইজিন,

(১০) ডিপ্লোমা ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এসেনশিয়াল ড্রাগ,

(১১) ডিপ্লোমা ইন অ্যানাসথেসিয়া টেকনোলজি,

(১২) এডিসিএলপি (কনট্যাক্ট লেন্স)।

শিক্ষাগত যোগ্যতা

সবক’টি কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। প্রতিটি কোর্সের মেয়াদ ২ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ। ‘এডিসিএলপি’ কোর্সের ক্ষেত্রে অপ্টোমেট্রিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা দরকার ও কোর্সের মেয়াদ ১ বছর।

বিশ্ববিদ্যালয় স্বীকৃত Healthcare Technology and Management Course 2023

নতুন অ্যাকাডেমিক সেশনে প্যারামেডিকেলের এই ৭টি কর্মমুখী পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভরতি নেওয়া হচ্ছে:

  1. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি,
  2. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওলজি টেকনোলজি,
  3. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি,
  4. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি,
  5. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি,
  6. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জেরিয়াট্রিক কেয়ার টেকনোলজি,
  7. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন।

শিক্ষাগত যোগ্যতা

সায়েন্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। প্রতিটি কোর্সের মেয়াদ ১ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ।

এখানে মাধ্যমিক অথবা সমতুল যোগ্যতায় ভর্তি নেওয়া হচ্ছে এই কোর্সে :

(১) সার্টিফিকেট ইন বেসিক প্র্যাক্টিক্যাল নার্সিং,

(২) সার্টিফিকেট ইন স্যানিটরি ইন্সপেকশন,

(৩) সার্টিফিকেট ইন কমিউনিটি মেডিক্যাল সার্ভিস অ্যান্ড এসেন্সিয়াল ড্রাগ।

প্রতিটি কোর্সের মেয়াদ ১ বছর ও ৬ মাসের ইন্টার্ণশিপ।

বিভিন্ন সুযোগ সুবিধা

  1. ছাত্রছাত্রীরা এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবে।
  2. কোর্স করার সময় ছাত্রছাত্রীরা পাবেন মানদা অধিকারী স্কলারশিপ।
  3. এখানকার ক্যাম্পাস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
  4. কোর্স শেষে ছাত্রছাত্রীরা The West Bengal Allied-Medical and Para-Medical Councilএ নাম নথিভুক্ত করতে পারবে।
  5. এখান থেকে পাশ করার পর ছেলেমেয়েদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।
  6. রয়েছে স্বাধীন ব্যবসার সুযোগ।

ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় :

ভর্তির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায়:

Kalyani WEBEL IT Park,

Phase-II, Kalyani-Barrackpore Express Way,

Near Buddha Park and Opp. to Water Treatment Plant,

Kalyani, Nadia.

Ph.: 9339218894, 9477425536,- 8100149510.

ওয়েবসাইট: www.kradhikarycollege.org

ই-মেল: kradhikarycollege.gmail.com

Leave a Comment