309 Sub-Inspectors and Sergeants in Calcutta Police: কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর ও সার্জেন্ট

309 Sub-Inspectors and Sergeants in Calcutta Police
309 Sub-Inspectors and Sergeants in Calcutta Police

309 Sub-Inspectors and Sergeants in Calcutta Police: দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে চাকরি করার কথা যারা ভাবছেন তাদের জন্য এসে গেছে সুবর্ণ সুযোগ। সাব-ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ ও আর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে ৩০১ জনকে নেবে কলকাতা পুলিশ। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। সাব-ইনস্পেক্টর পদে আনআর্মড ব্রাঞ্চে পুরুষ, মহিলা ও ট্রান্সজেন্ডাররা আবেদন করতে পারবেন। তবে আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষরাই আবেদন করবেন প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে ট্রেনিং তার পর ২ বছরের প্রবেশন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

প্রসঙ্গত, গত ৩০ অগস্ট সংখ্যায় এই নিয়োগ বিষয়ে বিশদে জানানো হয়েছিল। তখন শূন্যপদ ছিল ১৬৯টি। বর্তমানে শূন্যপদ বেড়ে ৩০৯ হয়েছে। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আর্মড ব্রাঞ্চ। আবেদনের সময়সীমাও বেড়েছে। শূন্যপদের পূর্ণাঙ্গ বিন্যাস ও আর্মড ব্রাঞ্চের বিশদ তথ্য-সহ খবরটি আবার দেওয়া হলো ।

309 Sub-Inspectors and Sergeants in Calcutta Police:

শূন্যপদের বিবরণ:

সাব-ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ):

পুরুষঃ ২১২টি (সাধারণ ১২. তফসিলি জাতি ৪৭, তফসিলি উপজাতি ১৩, ও বি সি-এ ২২, ও বি সি-বি ১৫, আর্থিক ভাবে অনগ্রসর ২৩)। মহিলা: ২৭টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ২, ও বি সি-এ ২. ও বি সি-বি ১. আর্থিক ভাবে অনগ্রসর ৩)।

আর্মড ব্রাঞ্চ:

৩৪টি (সাধারণ ১৪, তফসিলি জাতি ৮, তফসিলি উপজাতি ২. ও বি সি-এ ৩. ও বি সি-বি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ৪)। সার্জেন্ট: ৩৬টি (সাধারণ ১৫, তফসিলি জাতি ৭, তফসিলি উপজাতি এ ও বি সি-এ ৪, ও বি সি-বি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ৪)।

ফুড ইন্সপেক্টর নিয়োগ, বিজ্ঞপ্তি, চলছে আবেদন প্রক্রিয়া

শিক্ষাগত যোগ্যতা:

যে-কোনও শাখায় স্নাতক বা সমতুল। অবশ্যই বাংলা লিখতে, বলতে ও পড়তে জানা চাই (দার্জিলিং ও কালিম্পং জেলার হিল সাবডিভিশনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

বয়স:

১-১-২০২৩ তারিখে ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা ৫. ও বি সি ও ট্রান্সজেন্ডাররা ৩ বছরের ছাড় পাবেন।

বেতনক্রম:

সব ক্ষেত্রেই ৩২,১০০-৮২,৯০০ টাকা।

দৈহিক মাপজোক:

আনআর্মড ব্রাঞ্চের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৬৭ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৬০ সেমি)। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৬০ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৫৫ সেমি)। টুন্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ১৬২ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৫৭ সেমি)। কেবল পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি ৭৯ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৭৬ সেমি), বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে ৫৬ কেজি (গোৰ্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৫২ কেজি)। মহিলাদের ক্ষেত্রে ওজন হতে হবে ৪৯ কেজি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৪৫ কেজি)। ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে ৫১ কেজি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৪৭ কেজি)।

সার্জেন্ট ও আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৭৩ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৬৩ সেমি)। বুকের ছাতি ৮৬ সেমি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৮১ সেমি), বুকের ছাতি অন্তত ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ওজন হতে হবে ৬০ কেজি (গোর্খা ও তফসিলি উপজাতির ক্ষেত্রে ৫৪ কেজি)।

প্রার্থী বাছাই:

প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই, দৈহিক সক্ষমতার পরীক্ষা, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।

Syllabus:

প্রিলিমিনারি টেস্টে থাকবে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এরিথমেটিক। অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা। সময় দেড় ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনে থাকবে তিনটি পত্র। প্রথম পত্রে থাকবে ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক। সময় ২ ঘণ্টা। দ্বিতীয় পরে থাকবে ৫০ নম্বরের ইংলিশ। সময় ১ ঘণ্টা। তৃতীয় পত্রে থাকবে ৫০ নম্বরের বাংলা বা হিন্দি বা নেপালি বা উর্দু। সময় ১ ঘণ্টা। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৩ মিনিটে ৮০০ মিটার (মহিলাদের ক্ষেত্রে ২ মিনিটে ৪০০ মিটার) দৌড়। ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে ১ মিনিট ৪০ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়। পার্সোনালিটি টেস্ট ৩০ নম্বরের।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটগুলির যে-কোনও একটির মাধ্যমে:

https://prth.wb.gov.in

https://wbpolice.gov.in

https://kolkatapolice.gov.in

দরখাস্ত করার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর। মনে রাখবেন, অনলাইন দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (জে পি জি ফর্ম্যাটে ১০-৫০ কেবি সাইজের মধ্যে, ৩ মাসের বেশি পুরনো ফটো চলবে না) এবং কালো কালির বলপেনে করা সই (জে পি জি ফর্ম্যাটে ৫-২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে। অনলাইন দরখাস্ত সাবমিটের পর ইউনিক অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর সহ পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি নিজের কাছে রাখবেন। দরখাস্তে দেওয়া তথ্য সংশোধন করা যাবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

Leave a Comment