WBPSC Food SI Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের জন্য আমরা ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছি। Eduবাংলা ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Food SI Practice Set’ আপলোড করা হবে। আশা করি, এই প্র্যাকটিস সেট গুলি নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
যেকোনো পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট বাড়িতে প্র্যাকটিস করার গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রের ধরনের উপর নির্ভর করে এই প্র্যাকটিস সেট গুলি অভিজ্ঞ শিক্ষক দিয়ে বানানো হয়েছে। কাজেই এই সেটগুলির প্রতিটি প্রশ্নই আসন্ন ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে খুব তাড়াতাড়ি এই প্র্যাকটিস সেট গুলির PDF ডাউনলোড করে বাড়িতে অভ্যাস শুরু করে দিন।
ফুড এসআই ২০২৩ পরীক্ষার সিলেবাসের উপর ভিত্তি করে এবং সমগ্র সিলেবাস কভার করে ১০০ টি প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট -এর পি.ডি.এফ ফাইল আপলোড করা হলো। নিচে ডাউনলোড বটনে ক্লিক করে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ ফাইলটির শেষ পৃষ্ঠায় প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে।
WBPSC Food SI Practice Set PDF ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন:
এই PDF ফাইলটিতে যে প্রশ্নগুলি আছে তার থেকে প্রথম দিকের কিছু প্রশ্ন এখানে উল্লেখ করা হলো।
1. ‘An Era of Darkness: The British Empire in India’ বইটি কার লেখা?
(a) শশী থারুর
(b) প্রকাশ সিং
(c) বিনিত কারণিক
(d) প্রার্থনা বাত্রা
2. ‘পাণ্ডভান’ কোন্ অঞ্চলের নৃত্য?
(a) উত্তরপ্রদেশ
(b) জম্মু-কাশ্মীর
(c) অরুণাচলপ্রদেশ
(d) মধ্যপ্রদেশ
3.নিম্নের কোন ব্যক্তি পঞ্চরত্নের মধ্যে ছিলেন না?
(a) সন্ধ্যাকর নন্দী
(b) গোবর্ধন
(c) জীমূতবাহন
(d) ধোয়ী
4. মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন?
(a) বাবর
(b) আকবর
(c) হুমায়ুন
(d) জাহাঙ্গির
5. ‘বাংলার মুকুটহীন রাজা’ কাকে বলা হয়?
(a) অরবিন্দ ঘোষ
(b) রাসবিহারী বসু
(c) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(d) বিপিনচন্দ্র পাল
6. কোন্ শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়?
(a) নাগপুর
(b) বরোদা
(c) আহমেদাবাদ
(d) সুরাট
7. ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে কোন্ সংস্থা?
(a) পশ্চিমবঙ্গের টেক্সম্যাকো
(b) তামিলনাড়ুর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি
(c) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস
(d) বেঙ্গালুরুর ভারত আর্থ মুভারস
8. ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত?
(a) তামিলনাড়ুর পেরাম্বুর
(b) উত্তরপ্রদেশের বারাণসী
(c) পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
(d) ঝাড়খণ্ডের জামশেদপুর
9. দেওয়ানি বিচারের সর্বনিম্ন আদালত কোনটি?
(a) পঞ্চায়েত আদালত
(b) জেলা আদালত
(c) মেট্রোপলিটন আদালত
(d) কোনোটিই নয়
10. পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
(a) জওহরলাল নেহরু
(b) ড. এস সেন
(c) কে সি নিয়োগী
(d) কে টি শাহ
11. ‘I Do What I Do’ বইটি কার লেখা?
(a) সি রঙ্গরাজন
(b) রঘুরাম রাজন
(c) মমতা ব্যানার্জী
(d) সীতারাম ইয়েচুরি
12. ‘ভারতনাট্যম’ কোন্ অঞ্চলের নৃত্য?
(a) কৰ্ণাটক
(b) তামিলনাড়ু
(c) গোয়া
(d) কোনোটিই নয়
13. প্রথম মহীপালের রাজত্বকালে লিখিত ‘অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ গ্রন্থটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
(a) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
(b) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
(c) দিল্লি বিশ্ববিদ্যালয়ে
(d) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে
14. মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন?
(a) বাবর
(c) হুমায়ুন
(b) আকবর
(d) জাহাঙ্গির
- ‘সংবাদ কৌমুদী’ কে রচনা করেন?
(a) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(b) রামমোহন রায়
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
- একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হল–
(a) কয়লা
(c) টিন
(b) লোহা
(d) অভ্র
- ‘সুজাতা’ কোন্ শষ্যের বীজ?
(a) ধানের বীজ
(c) তুলোর বীজ
(b) গমের বীজ
(d) সবকটি
- বক্রেশ্বর নীচের কোন্টির জন্য বিখ্যাত?
(a) অভয়ারণ্য
(c) উয় প্রস্রবণ
(b) জলপ্রপাত
(d) প্রাচীন দুর্গ
19. 1969 খ্রিস্টাব্দে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল?
(a) 14টি
(b) 15টি
(c) 16 টি
(d) 17টি