WBPSC Food SI Practice Set 07: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৭

WBPSC Food SI Practice Set 07
WBPSC Food SI Practice Set 07

WBPSC Food SI Practice Set 07: Food SI পদে কর্মী নিয়োগ করার জন্য বেশ কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই পদে চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখনো যে সমস্ত পরীক্ষার্থী সেই ভাবে তাদের প্রস্তুতি পুরোপুরি সেরে উঠতে পারেননি সেই সমস্ত পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিগত বছরের Food SI পরীক্ষার প্রশ্নের ধরনের উপর বিচার করে বেশ কিছু প্র্যাকটিস সেট তৈরি করেছি যেগুলি বিনামূল্যে প্রায় প্রতিদিনই আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এই প্র্যাকটিস সেট গুলি নিয়মিত অভ্যাসের ফলে আপনারা আপনাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে নিতে পারবেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

WBPSC Food SI Practice Set 07 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৭

আজকের প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 07)-এ G.K বিভাগ থেকে গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্ন থাকছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরে নীল কালার করে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক।

1. ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ করা হল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত?

(a) ষষ্ঠ

(b) অষ্টম

(c) পঞ্চম

(d) সপ্তম

Answer: সপ্তম

2. কোথায় Siyom Bridge-এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং?

(a) অরুণাচল প্রদেশ

(b) নাগাল্যান্ড

(c) মনিপুর

(d) অন্ধ্রপ্রদেশ

Answer: অরুণাচল প্রদেশ

3. কোন্ শহরে আরবি আকাদেমির উদবোধন করা হল?

(a) কলকাতা

(b) বেঙ্গালুরু

(c) হায়দরাবাদ

(d) মুম্বাই

Answer: মুম্বাই

4. ‘দোগলাপন’ বইয়ের জন্য গোল্ডেন বুক অ্যাওয়ার্ড কে পেয়েছেন?

(a) বিজয় শেখর শর্মা

(b) সুহেল সমীর

(c) আশনীর গ্রোভার

(d) পীযুষ বনসাল

Answer: আশনীর গ্রোভার

5. ‘Victory City’ উপন্যাসটির লেখক কে?

(a) সালমান রুশদি

(b) বরুণ আগারওয়াল

(c) পদ্মা লক্ষ্মী

(d) জাফর রুশদি

Answer: সালমান রুশদি

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১ (Click here)

6. যুদ্ধক্ষেত্রে ‘রুমি’ কৌশল কে ব্যবহার করেছিলেন ?

(a) বাবর

(b) আকবর

(c) শাজাহান

(d) ঔরঙ্গজেব

Answer: বাবর

7. কত খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন?

(a) 1940 খ্রিস্টাব্দে

(b) 1943 খ্রিস্টাব্দে

(c) 1942 খ্রিস্টাব্দে

(d) 1941 খ্রিস্টাব্দে

Answer: 1941 খ্রিস্টাব্দে

8. ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা (আমূল) গুজরাত রাজ্যের কোন্ স্থানে অবস্থিত?

(a) আলং

(b) আনন্দ ও হিম্মতনগর

(c) কয়ালী

(d) দ্বারকা

Answer: আনন্দ ও হিম্মতনগর

9. কোন্ রাজ্যকে ‘ভারতের শস্যাগার’ বলা হয়?

(a) পাঞ্জাব

(b) উত্তরপ্রদেশ

(c) হরিয়ানা

(d) কেরল

Answer: পাঞ্জাব

10. ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন?

(a) কৌটিল্য

(b) রবিকীর্তি

(c) হরিষেণ

(d) নয়নিকা

Answer: রবিকীর্তি

11. ‘India’s Knowledge Supremacy: The New Dawn’ বইটি কার লেখা?

(a) অশ্বিন ফারনান্দেজ

(b) পবন সি লাল

(c) জীবেশ নন্দন

(d) যতীন্দ্র মিশ্র

Answer: অশ্বিন ফারনান্দেজ

12. ‘ডামালি’ কোন্ অঞ্চলের নৃত্য?

(a) নেপাল

(b) দার্জিলিং

(c) জম্মু-কাশ্মীর

(d) কোনোটিই নয়

Answer: জম্মু-কাশ্মীর

13. আলাউদ্দিন খলজির রাজত্বকালে খাদ্যশস্যের বাজারকে কী বলা হত?

(a) সেরা-ই আদল

(b) মান্ডি

(c) সাহান-ই মান্ডি

(d) দেওয়ান ইরিয়াসং

Answer: মান্ডি

14. নিম্নের কোন্ শাসককে গুপ্তবংশের শেষ শক্তিশালী রাজা বলা হয়?

(a) স্কন্দগুপ্ত

(b) পুরুগুপ্ত

(c) বুধগুপ্ত

(d) নরসিংহ গুপ্ত

Answer: বুধগুপ্ত

15. ভারতমাতা (1905) চিত্রটির নামাঙ্কিত করেন—

(a) ভগিনী নিবেদিতা

(b) অবনীন্দ্রনাথ ঠাকুর

(c) সরলা দেবী

(d) কুমুদিনী দেবী

Answer: ভগিনী নিবেদিতা

16. পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে কী বলে?

(a) বহির্মুখী পরিব্রাজন

(b) ইমিগ্রেশন

(c) ট্রান্স হিউম্যানস

(d) দৈনিক পরিব্রাজন

Answer: ট্রান্স হিউম্যানস

17. ‘ভারতের রাঢ়’ কাকে বলে?

(a) ভিলাই

(b) রাউরকেল্লা

(c) সালেম

(d) দুর্গাপুর

Answer: দুর্গাপুর

18. নীচের রাজ্যগুলির মধ্যে কোন্‌টিকে মশলার বাগান’ বলা হয়?

(a) কেরল

(b) তামিলনাড়ু

(c) পাঞ্জাব

(d) মহারাষ্ট্র

Answer: কেরল

19. নদী পর্ষদ কবে গঠিত হয়?

(a) 1950 খ্রিস্টাব্দে

(b) 1956 খ্রিস্টাব্দে

(c) 1960 খ্রিস্টাব্দে

(d) 1961 খ্রিস্টাব্দে

Answer: 1956 খ্রিস্টাব্দে

20. প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন?

(a) শ্রী সন্তনকম

(b) জওহরলাল নেহেরু

(c) প্রশান্তচন্দ্র মহলানবিশ

(d) ক্ষিতীশচন্দ্র নিয়োগী

Answer: ক্ষিতীশচন্দ্র নিয়োগী

21. ভারতের জাতীয় আয় কোন্ সংস্থা পরিমাপ করে?

(a) CSO

(b) ISI

(c) NSSO

(d) RBI

Answer: CSO

22. কৃষকদের স্বল্পমেয়াদি ঋণের জন্য ‘কৃষাণ ক্রেডিট কার্ড’ কবে থেকে চালু হয়?

(a) 1972-73

(b) 1982-83

(c) 1998-99

(d) 2001-2002

Answer: 1998-99

23. নীচের কোন্ রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায়?

(a) ফরমিক অ্যাসিড

(b) ম্যালিক অ্যাসিড

(c) সাইট্রিক অ্যাসিড

(d) কার্বলিক অ্যাসিড

Answer: ফরমিক অ্যাসিড

24. ‘Deep Ecology’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

(a) G Tansely

(b) Naess

(c) Tolstory

(d) Odum

Answer: Naess

25. ইউনাইটেড নেশনস পরিবেশ কর্মসূচি (UNEP) কবে শুরু হয়?

(a) জুন (1972)

(b) আগস্ট(1970)

(c) জানুয়ারি (1974)

(d) জুন (1992)

Answer: জুন (1972)

WBPSC Food SI Practice Set pdf 2 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

Leave a Comment