সকল পরীক্ষার্থীকে স্বাগত জানাই আমাদের ‘Edu বাংলা’ ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে Food SI পদে চাকরিপ্রার্থীদের জন্য WBPSC Food SI Practice Set 13 দেওয়া হল। আজকের সেটের মধ্যে জেনারেল নলেজ বিভাগ থেকে যে ৫০ টি প্রশ্ন আসে ঠিক তেমনি দশটি M.C.Q. প্রশ্ন দেয়া হলো। প্রত্যেক প্রশ্ন শেষে সঠিক উত্তর দেওয়া আছে। আপনারা অবশ্যই মন দিয়ে এই সেটটি প্র্যাকটিস করুন এবং আপনাদের প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set 13 – এখনই দেখে নিন
এই ওয়েবসাইটে প্রতিনিয়ত যে প্র্যাকটিস সেট গুলি আপলোড করা হচ্ছে সেগুলি Food SI -র বিগত বছরগুলিতে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের ধরন গুলি বিচার করে প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আপনারা যদি এই Food SI র প্রশ্নপত্র গুলি ভালো করে অভ্যাস করেন তাহলে শুধু Food SI নয় আরো অনেক পরীক্ষাতেই আপনাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকবে। চলুন আজকের প্র্যাকটিস সেটটি দেখে নেওয়া যাক।
1. 2023 আর্থিক বছরে শিক্ষার জন্য সর্বাধিক বাজেট বরাদ্দ করল কোন্ রাজ্য?
(a) বিহার
(b) ছত্তিশগড়
(c) (a) ও (b) উভয়ই
(d) কেউই নয়
[Answer: (a) ও (b) উভয়ই]
2. ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন্টি?
(a) মুম্বাই
(b) দিল্লি
(c) কলকাতা
(d) বেঙ্গালুরু
[Answer: (a) মুম্বাই ]
3. প্রথম UPI Lite পরিসেবা লঞ্চ করছে কোন্ ব্যাংক।
(a) SBI
(b) HDFC Bank
(c) Paytm Payments Bank
(d) কেউই নয়
[Answer: (c) Paytm Payments Bank ]
4. ভারতের ইতিহাসে কে ‘কুনিক’ নামে পরিচিত?
(a) বিম্বিসার
(b) অজাতশত্রু
(c) বিন্দুসার
(d) অশোক
[Answer: (b) অজাতশত্রু]
5. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোন্টি?
(a) প্রভাবতী সম্ভাষণ
(b) জীবন চরিত
(c) বেতাল পঞ্চবিংশতি
(d) সীতার বনবাস
[Answer: (a) প্রভাবতী সম্ভাষণ]
WBPSC Food SI Math. Practice Set pdf 3 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
6. অগ্রাধিকারের ভিত্তিতে নিম্নলিখিত কোন্ পরিবেশ সমস্যার সমাধান করলে স্থিতিশীল উন্নয়ন সম্ভব?
(a) জনসংখ্যার স্থিতাবস্থা
(b) অসম বিকাশ
(c) আর্থিক শৃঙ্খলা
(d) সুষম বিকাশ
[Answer: (a) জনসংখ্যার স্থিতাবস্থা]
7. কোন্ সার মাটির অম্লতা কমায়?
(a) পটাশ
(b) ইউরিয়া
(c) ফসফরাস
(d) সুফলা
[Answer: (a) পটাশ]
8. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(a) ব্যাংকক
(b) টোকিয়ো
(c) ঢাকা
(d) নয়াদিল্লি
[Answer: (d) নয়াদিল্লি]
9. CI-এর সদর দফতর কোথায় অবস্থিত?
(a) নিউইয়র্ক
(b) লেবানন
(c) ভার্জিনিয়া
(d) ফ্লাঙ্কলিন
[Answer: (c) ভার্জিনিয়া]
10 বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত তামার বলয়কে বা আংটিকে কী বলা হয়?
(a) আর্মেচার
(c) কম্যুটেটর
(b) ব্রাশ
(d) ইন্ডিয়াম
[Answer: (c) কম্যুটেটর]