Download Food SI Math Practice Set PDF 3: ফুড সাব ইন্সপেক্টর গণিত প্র্যাকটিস সেট

Food SI Math Practice Set PDF 3
Food SI Math Practice Set PDF 3

Food SI Math Practice Set PDF 3: আসন্ন Food SI পরীক্ষার কথা চিন্তা করে, বিগত সালগুলির ম্যাথমেটিক্স এর প্রশ্নের ধরন বিচার করে, আমরা বেশ কিছু ম্যাথমেটিক্স এর প্র্যাকটিস সেট তৈরি করেছি। যেগুলি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হবে। আপনারা নিয়মিত এই প্র্যাকটিস সেট গুলির PDF ফাইল ডাউনলোড করে বাড়িতে অভ্যাস করুন এবং নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলুন। আপনাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য।
নিচে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথমেটিক্স থেকে দেওয়া ৫০ টি প্রশ্নের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ ফাইলটির শেষ পৃষ্ঠায় প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে।

Food SI Math Practice Set PDF 3 Free Download


উপরের PDF ফাইলটিতে যে সমস্ত ম্যাথমেটিক্স এর প্রশ্নগুলি রয়েছে তার থেকে কিছু নমুনা প্রশ্ন নিচে উল্লেখ করা হলো।

1. দুটি সংখ্যার গুণফল 3380 এবং তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটির লসাগু কত?

(a) 260

(b) 780

(c) 130

(d) 490

2. চারটি ক্রমিক বিজোড় পূর্ণসংখ্যার গড় সর্বদা-

(a) বিজোড় সংখ্যা

(b) 4 দ্বারা বিভাজ্য

(c) জোড় সংখ্যা

(d) (a) এবং (b) উভয়ই

3. A এবং B-এর সমষ্টি 40 এবং C = 32, A, B এবং C-এর গড় কত?

(a) 24

(b) 26

(c) 28

(d) 30

4. দুটি সংখ্যার অনুপাত 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20 ?

(a) 4

(b) 5

(c) 6

(d) 9

5. একটি ধাতুসংকরের মধ্যে কপার ও জিংক ধাতুর অনুপাত 5:2। যদি 1.25 কেজি জিংক, 17 কেজি 500 গ্রাম ধাতুসংকরের মধ্যে মেশানো হয় তাহলে কপার ও জিংকের অনুপাত কত হবে?

(a) 2:1

(b) 2:3

(c) 3:2

(d) 1:2

Food SI Math Practice Set PDF 6: গণিত প্র্যাকটিস সেট

6. কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877। প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল?

(a) 1,25,500 জন

(b) 1,35,000 জন

(c) 1,25,000 জন

(d) 1,25,600 জন

7. কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহার 30% হ্রাস পায়। তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত?

(a) 21:25

(b) 25:21

(c) 7:8

(d) 8:7

8. এক ব্যক্তি এক টাকায় 24টি কলা ক্রয় করে। একই কলা টাকায় ক-টি বিক্রয় করলে 20% লাভ হবে?

(a) 20

(b) 18

(c) 22

(d) 16

9. বার্ষিক 7% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 200 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে?

(a) 7 টাকা

(b) 6 টাকা

(c) 3.50 টাকা

(d) কোনোটিই নয়

10. 5 জন বালকের বয়সের গড় 10 বছর। ওই দলে আরও দুজন বালক যোগ দিলে তাদের বয়সের গড় হয় 12 বছর। যোগদানকারী বালক দুটি যদি সমবয়সি হয়, তবে তাদের প্রত্যেকের বয়স কত?

(a) 12 বছর

(b) 15 বছর

(c) 17 বছর

(d) 20 বছর

11. দুটি সংখ্যার ভাগফল 7 এবং তাদের গুণফল 1575 হলে সংখ্যাদুটি হবে

(a) 205 এবং 15

(b) 15 এবং 105

(c) 225 এবং 15

(d) 25 এবং 135

WBPSC Food SI Practice Set PDF 1 (১ম) ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন: