সকলকে স্বাগত জানাই আমাদের ‘Edu বাংলা’ ওয়েবসাইটে। আজকের প্রতিবেদনে Food SI পদের চাকরিপ্রার্থীদের জন্য WBPSC Food SI Practice Set 14 দেওয়া হল। আজকের সেটের মধ্যে জেনারেল নলেজ বিভাগ থেকে যে ৫০ টি প্রশ্ন আসে ঠিক তেমনি 18টি M.C.Q. প্রশ্ন দেয়া হলো। প্রত্যেক প্রশ্ন শেষে সঠিক উত্তর দেওয়া আছে। আপনারা অবশ্যই মন দিয়ে এই সেটটি প্র্যাকটিস করুন এবং আপনাদের প্রস্তুতিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান।
WBPSC Food SI Practice Set 14 – সময় করে দেখে নিন
এই ওয়েবসাইটে প্রতিনিয়ত যে প্র্যাকটিস সেট গুলি আপলোড করা হচ্ছে সেগুলি Food SI -র বিগত বছরগুলিতে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের ধরন গুলি বিচার করে প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য আপনারা যদি এই Food SI র প্রশ্নপত্র গুলি ভালো করে অভ্যাস করেন তাহলে শুধু Food SI নয় আরো অনেক পরীক্ষাতেই আপনাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকবে। চলুন আজকের প্র্যাকটিস সেটটি দেখে নেওয়া যাক।
1. বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হল–
(a) জলবিদ্যুৎ কেন্দ্র
(b) তাপবিদ্যুৎ কেন্দ্র
(c) পারমাণবিক বিদুৎ কেন্দ্র
(d) সৌরবিদ্যুৎ কেন্দ্র
[Answer: (b) তাপবিদ্যুৎ কেন্দ্র]
2. সিসটোসোমিয়াসিস রোগ ছড়ায়-
(a) মাছ
(b) শামুক
(c) কাঁকড়া
(d) কেঁচো
[Answer: (b) শামুক]
3. ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে—
(a) একক বিচারব্যবস্থা
(b) দ্বৈত বিচারব্যবস্থা
(c) বহুধা বিচারব্যবস্থা
(d) উপরের কোনোটিই নয়
[Answer: (a) একক বিচারব্যবস্থা]
4. মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা কত নং ধারায় বলা হয়েছে?
(a) 349 নং ধারা
(b) 350 নং ধারা
(c) 351 নং ধারা
(d) 352 নং ধারা
[Answer: (b) 350 নং ধারা]
5. তপশিলি জাতি এবং উপজাতি ছাত্র-ছাত্রীদের উন্নতমানের শিক্ষা প্রদানের জন্য ভারতবর্ষের কোন্ রাজ্যে ‘অন্বেষা প্রকল্প’ চালু করে?
(a) উত্তরপ্রদেশ
(b) ওড়িশা
(c) মহারাষ্ট্র
(d) বিহার
[Answer: (b) ওড়িশা]
6. কী ধরনের কণাকে ‘বোসন’ বলা হয়?
(a) একশ্রেণির মৌলিক কণাকে
(b) একশ্রেণির যৌগিক কণাকে
(c) একশ্রেণির কৃত্রিম কণাকে
(d) একশ্রেণির জটিল কণাকে
[Answer: (a) একশ্রেণির মৌলিক কণাকে ]
7. কোন্ ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়?
(a) নিয়মিত প্রতিফলন
(b) সুষম প্রতিফলন
(c) ব্যাপ্ত প্রতিফলন
(d) সমান্তরাল প্রতিফলিত রশ্মি
[Answer: (c) ব্যাপ্ত প্রতিফলন]
8. আলো কী ধরনের তরঙ্গ?
(a) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
(b) শব্দতরঙ্গ
(c) চৌম্বক তরঙ্গ
(d) যান্ত্রিক তরঙ্গ
[Answer: (a) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ]
9. ক্যালশিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার হয়?
(a) খাদ্য সংরক্ষণের কাজে
(b) ফল পাকানোর জন্য
(c) দুধ, ফল, মাছ, মাংসের পচন রোধের জন্য
(d) ফল দীর্ঘদিন ধরে গাছে রাখার জন্য
[Answer: (b) ফল পাকানোর জন্য]
10. খাদ্য সংরক্ষক দ্রব্য বা Preservative কোন্টি?
(a) ফরমালিন
(b) ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট
(c) কাটলার
(d) ইথিলিন বা Ripening agent
[Answer: (b) ভিনিগার ও সোডিয়াম বেনজয়েট]
11. ‘My Music My life’ বইটি কার লেখা?
(a) পণ্ডিত রবিশংকর
(b) সত্যজিৎ রায়
(c) লতা মঙ্গেশকর
(d) আশা ভোঁসলে
[Answer: (a) পণ্ডিত রবিশংকর]
12. ‘কুম্বি’ কোন্ অঞ্চলের নৃত্য?
(a) গোয়া
(b) তামিলনাড়ু
(c) পাঞ্জাব
(d) তেলেঙ্গানা
[Answer: (a) গোয়া]
13. ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত?
(a) হায়দরাবাদ
(b) আহমেদাবাদ
(c) বেঙ্গালুরু
(d) পুনে
[Answer: (c) বেঙ্গালুরু]
14. নীচের কোন্টির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি?
(a) স্নানাগার
(b) শস্যাগার
(c) নগর-প্রাচীর
(d) মন্দির
[Answer: (d) মন্দির]
15. ধুঁয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে দেখা যায়?
(a) ব্রহ্মপুত্র
(b) মন্দাকিনী
(c) নর্মদা
(d) সরাবতী
[Answer: (c) নর্মদা ]
16. ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে?
(a) সৈয়দ আমির আলি
(b) বদরুদ্দিন তোয়েবজী
(c) আবদুল লতিফ
(d) সৈয়দ আহমেদ খান
[Answer: (d) সৈয়দ আহমেদ খান]
17. ‘তুঘলক-নামা’ গ্রন্থটি কে রচনা করেন?
(a) জিয়াউদ্দিন বরনী
(b) আবুল ফজল
(c) আমির খসরু
(d) মিনহাজ-উস-সিরাজ
[Answer: (c) আমির খসরু]
18. নীচের কোন্ নদীটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
(a) ব্রহ্মপুত্র
(b) বিপাশা
(c) কৃষ্ণা
(d) নর্মদা
[Answer: (c) কৃষ্ণা]