Festivals of Different States of India: বিভিন্ন রাজ্যের উৎসব : আজকের পোষ্টের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত উৎসব পালিত হয় সেগুলি দেয়া হলো। কোন রাজ্যের উৎসবকে কি বলা হয়? বা কোন উৎসব কোন রাজ্যে পালন করা হয়। এই বিষয়গুলি থেকে যেকোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবেই। কাজেই পরীক্ষার্থীদের আমাদের দেশের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে ধারণা থাকা দরকার। চলুন দেরি না করে শুরু করা যাক।
এক নজরে:
বিভিন্ন রাজ্যের উৎসব-Festivals of Different States of India
১। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ পাঞ্জাবে।
২। গণেশ চতুর্থী উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ মহারাষ্ট্র।
৩। নাওমি উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ হরিয়ানা।
৪। নাগপঞ্চমী উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ রাজস্থান।
৫। গুরুপরব উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ পাঞ্জাব।
৬। ছট উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উঃ বিহার।
৭। চড়ক উৎসব পালিত হয় কোন রাজ্যে?
উঃ পশ্চিমবঙ্গ।
৮। ওনাম উৎসব পালিত হয় কোন রাজ্যে?
উঃ কেরালা।
৯। ভোগালী বিহু উৎসব পালিত হয় কোন রাজ্যে?
উঃ আসাম।
১০। নবরাত্রি উৎসব উদ্যাপিত হয় কোন রাজ্যে?
উঃ গুজরাটে।
১১। কারচি পূজা উদ্যাপিত হয় কোন রাজ্যে?
উঃ ত্রিপুরা।
১২। তিগ উৎসব উদ্যাপিত হয় কোন রাজ্যে?
উঃ দিল্লীতে।
১৩। জ্বালামুখী উৎসব পালিত হয় কোন রাজ্যে?
উঃ হিমাচল প্রদেশ।
১৪। নাওমি উৎসব পালিত হয় কোন রাজ্যে?
উঃ হরিয়ানা।
১৫। দেব দেওয়ালি কোন সম্প্রদায়ের উৎসব?
উঃ জৈন সম্প্রদায়।
১৬। ওনাম কোন সম্প্রদায়ের উৎসব?
উঃ কেরালার হিন্দু সম্প্রদায়ের।
১৭। মাজবিহু কোন সম্প্রদায়ের উৎসব?
উঃ আসামের হিন্দু সম্প্রদায়ের।
১৮। পাটেলি উৎসব কোন সম্প্রদায়ের?
উঃ পার্সী সম্প্রদায়ের।
১৯। পোঙ্গল উৎসব কোন সম্প্রদায়ের মানুষ পালন করে?
উঃ তামিলনাড়ুর হিন্দু সম্প্রদায়।
২০। লোহরী উৎসব কোন সম্প্রদায়ের মানুষ পালন করেন?
উঃ পাঞ্জাবের হিন্দু সম্প্রদায়।
২১। বসন্ত নবমী উৎসব কোন সম্প্রদায়ের মানুষ পালন করে?
উঃ হিন্দু।
Thank you very much.