Famous Industries of India: ভারতবর্ষের নানা শহরের বিখ্যাত শিল্পসমূহ

Industries of India
Our WhatsApp Group Join Now

Various Industries of India: আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প সমূহের নাম গুলি দেয়া হলো। এই বিখ্যাত শিল্প গুলি কোন কোন রাজ্যে বা কোন কোন শহরে অবস্থিত তা থেকে বিভিন্ন কেন্দ্র সরকারি এবং রাজ্য সরকারি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এই সমস্ত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অথবা নিজের জ্ঞানকে বিকশিত করার জন্য। চলুন শুরু করা যাক।

ভারতবর্ষের নানা শহরের বিখ্যাত শিল্পসমূহ – Industries of India

১। আলিগড় কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ তালা।

২। ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ স্টিল।

৩। দেরাদুন কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ সিমেন্ট।

৪। হায়দ্রাবাদ কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ তথ্যপ্রযুক্তি শিল্প।

৫। লুধিয়ানা কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ হোসিয়ারি।

৬। মেট্রর কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ অ্যালুমিনিয়াম।

৭। রাজমানদ্রি কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ কাগজ।

৮। তিরুচিরাপল্লী কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ সিগারেট।

৯। সিন্তুি কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ সার।

১০। সুরাট কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ বস্ত্রশিল্প।

১১। নয়াভেলি কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ লিগনাইট।

১২। কানপুর কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ চর্মজাত সামগ্রী।

বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে জানতে এইখানে ক্লিক করুন

১৩। ফিরোজবাদ কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ কাঁচ।

১৪। বরাউনি কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ তেল শোধন।

১৫। মহীশুর কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ সিল্ক।

১৬। ঢাকা কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ মসলিন কাপড়।

১৭। বাকু কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ পেট্রোলিয়াম।

১৮। ওয়েলিংটন কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ ডেয়ারি শিল্প।

১৯। ডেট্রয়েট কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ মোটর গাড়ি।

২০। মাঞ্চেস্টার কোন শিল্পের জন্য বিখ্যাত?

উঃ বস্ত্রবয়ন।

Leave a Comment