NMMS Biology Practice Test 2025 – জীবন বিজ্ঞানের বিশেষ প্রস্তুতি (১৭টি প্রশ্ন)

Our WhatsApp Group Join Now

NMMS (National Means Merit Scholarship) পরীক্ষার জন্য তৈরি এই Biology Practice Test অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সহায়ক। এখানে মোট ১৭টি জীবন বিজ্ঞানের প্রশ্ন রয়েছে, যেগুলি কোষ, পুষ্টি, মানবদেহের সংগঠন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বাছাই করা হয়েছে। অনেক প্রশ্ন আগের বছরের NMMS পরীক্ষার থেকেও অন্তর্ভুক্ত, ফলে পরীক্ষার ধাঁচ সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যাবে। কুইজটি মোবাইল ও কম্পিউটার উভয় মাধ্যমেই সমানভাবে দেওয়া যায়, তাই অনুশীলন আরও সহজ। প্রতিটি প্রশ্ন কনসেপ্ট যাচাই করার মতো সাজানো হয়েছে, যাতে পরীক্ষার আত্মবিশ্বাস বাড়ে। কুইজ শেষে “Finish” বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে প্রাপ্ত নম্বর এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেখা যাবে। এখনই চেষ্টা করো আর তোমার NMMS Biology Preparation আরও শক্তিশালী করো!

Biology Practice Test
Biology Practice Test

চলো শুরু করা যাক NMMS Biology Practice Test 2025

জীববিজ্ঞান কুইজ
১. প্রদত্ত কোনটি গঠন ও কাজের জন্য সঠিক জোড়া নয়?
২. কোন্ ধরনের কলা রক্তনালির অন্তঃপ্রাচীর গঠন করে?
৩. তুলা গাছের কোন্ অংশ থেকে তুলা উৎপাদন করা হয়?
৪. কোন্ উদ্ভিদাংশের নির্যাস মধুর সঙ্গে সেবন করলে সাধারণ সর্দি ও কাশির উপশম হয়?
৫. মোটামুটি উপবৃত্তাকার, পাতলা কোশপ্রাচীর এবং আন্তঃকোশীয় স্থান সমন্বিত কোশ দ্বারা গঠিত কলাকে বলে
৬. কেন বীজের অঙ্কুরোদ্গমের পরীক্ষাতে জল ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়?
৭. যদি উপকরণ হিসাবে কপার সালফেট, জল এবং একটি চায়ের কাপ তোমাকে দেওয়া হয়, তাহলে এইসব উপকরণ দিয়ে তুমি কোন পরীক্ষাটি করতে পারবে?
৮. কোন্ শিরা শুধুমাত্র অক্সিজেনযুক্ত রক্ত পরিবহণ করে?
৯. মানুষের ডান অলিন্দ অধিক CO₂ যুক্ত রক্ত গ্রহণ করে কিন্তু কুনোব্যাঙের ক্ষেত্রে কে গ্রহণ করে?
১০. কুনোব্যাঙের করোটীয় স্নায়ুর সংখ্যা কটি?
১১. প্যারেনকাইমা কোশ দেখা যায়
১২. মানুষের পৌষ্টিকতন্ত্রের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হল
১৩. একক পর্দাবিহীন কোশীয় অঙ্গাণুটি হল
১৪. কোন্ প্রকার WBC মানুষের রক্তে সবচেয়ে কম পাওয়া যায়?
১৫. কুফার কোশ পাওয়া যায়
১৬. মানুষের ডান ফুসফুসে কটি লতি বা লোব থাকে?
১৭. মস্তিষ্কের আবরক পর্দাটি হল
আপনার স্কোর: 0/17

NMMS Scholarship Quiz 2025 – ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান প্রস্তুতি --এইখানে ক্লিক করুন!

1 thought on “NMMS Biology Practice Test 2025 – জীবন বিজ্ঞানের বিশেষ প্রস্তুতি (১৭টি প্রশ্ন)”

Leave a Comment