NMMS (National Means Merit Scholarship) পরীক্ষার জন্য তৈরি এই Biology Practice Test অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য দারুণ সহায়ক। এখানে মোট ১৭টি জীবন বিজ্ঞানের প্রশ্ন রয়েছে, যেগুলি কোষ, পুষ্টি, মানবদেহের সংগঠন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বাছাই করা হয়েছে। অনেক প্রশ্ন আগের বছরের NMMS পরীক্ষার থেকেও অন্তর্ভুক্ত, ফলে পরীক্ষার ধাঁচ সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যাবে। কুইজটি মোবাইল ও কম্পিউটার উভয় মাধ্যমেই সমানভাবে দেওয়া যায়, তাই অনুশীলন আরও সহজ। প্রতিটি প্রশ্ন কনসেপ্ট যাচাই করার মতো সাজানো হয়েছে, যাতে পরীক্ষার আত্মবিশ্বাস বাড়ে। কুইজ শেষে “Finish” বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে প্রাপ্ত নম্বর এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেখা যাবে। এখনই চেষ্টা করো আর তোমার NMMS Biology Preparation আরও শক্তিশালী করো!

চলো শুরু করা যাক NMMS Biology Practice Test 2025
NMMS Scholarship Quiz 2025 – ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান প্রস্তুতি --এইখানে ক্লিক করুন!
Gtuaio