চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান অনলাইন মডেল টেস্ট: Class 4 Environment Science Quiz & Question Answer

Our WhatsApp Group Join Now

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিজ্ঞান বিষয়ের একটি সম্পূর্ণ অনলাইন মডেল টেস্ট। এই কুইজটি তৈরি করা হয়েছে Class 4 এর পরিবেশ বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে। আপনার সন্তানের অধ্যায় ভিত্তিক পড়া কতটা শিখলো তা যাচাই করুন এই Class 4 Environment Science Quiz মডেল টেস্ট এর মাধ্যমে!

এই ফ্রি কুইজে রয়েছে ৩০টি Question Answer। সমস্ত উত্তর দিয়ে Finish বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন স্কোর এবং সঠিক উত্তরগুলি (PDF এর মতো সহজে)। এটি Class 4 এর assignment এবং পরীক্ষার প্রস্তুতির জন্য একটি পারফেক্ট Study Material

Class 4 Environment Science Quiz
Class 4 Environment Science Quiz

কুইজের বৈশিষ্ট্য:

Class 4 Environment Science বই ভিত্তিক
অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাহার
✅ উত্তর জমা দেবার পরই ফলাফল ও Question Answer দেখা যাবে
মডেল টেস্ট হিসেবে প্রস্তুতি যাচাই করার পারফেক্ট টুল

কীভাবে করতে হবে:
1. সব প্রশ্নোত্তর দিন।
2. Finish(ফিনিশ) বাটনে ক্লিক করুন।
3. সঙ্গে সঙ্গে আপনার স্কোর এবং সঠিক উত্তরগুলো দেখুন!

চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান এর পড়া মজাদার ভাবে রিভাইজ করুন! অনলাইন টেস্টটি এখনই শুরু করুন।

চলুন শুরু করা যাক Class 4 Environment Science Quiz

ইতিহাস ও সাধারণ জ্ঞান কুইজ

১. মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে?

২. মানুষ প্রথম লোহা কোথা থেকে পেয়েছিল?

৩. আদিম মানুষ প্রথম কী দিয়ে ছুঁচ বানাত?

৪. আদিম মানুষ পশুপাখির ছবি বা মূর্তি ব্যবহার করত কী হিসেবে?

৫. মানুষের প্রথম কাজের ধাতু কোনটি?

৬. তামার পর কোন ধাতুর ব্যবহার শুরু হয়?

৭. নতুন পাথরের যুগের হাতিয়ারগুলি কী ধরনের ছিল?

৮. মানুষ প্রথম কোন প্রাণীটিকে পোষ মানিয়েছিল?

৯. আত্মরক্ষার প্রয়োজনে মানুষ প্রথম কোন প্রাণী পালন করেছে?

১০. মানুষ কুকুরকে কোন কাজের জন্য পোষ মানিয়েছিল?

১১. আগেকার দিনে খবর দেওয়া-নেওয়ার কাজে কোন প্রাণীকে ব্যবহার করা হত?

১২. প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?

১৩. বালুচরি কাজ কোথায় করা হয়?

১৪. পটে আঁকা ছবিগুলিকে কী বলে?

১৫. ঝুমুর নাচ কোন জেলায় হয়?

১৬. গম্ভীরা পালা কোন জেলায় হয়?

১৭. মালদার বিখ্যাত গান কী?

১৮. বাংলার এক মহান সাধক বাউল কে?

১৯. ছৌ-নাচ কোন জেলায় বিখ্যাত?

২০. পিতল দিয়ে বাসনপত্র তৈরির শিল্পকে কী বলে?

২১. ডোকরা কী দিয়ে তৈরি?

২২. কুমোরটুলি কী জন্য বিখ্যাত?

২৩. মৃৎশিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি?

২৪. রেশম শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি?

২৫. নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয়?

২৬. টুসু পরব হয় বাংলার কোন মাসে?

২৭. চাঁদ কোথা থেকে আলো পায়?

২৮. পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে কী হয়?

২৯. কে প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে ঘোরে?

৩০. দূরবিন কে আবিষ্কার করেন?


চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের আরেকটি কুইজে অংশগ্রহণ করার জন্য এইখানে ক্লিক করো।
👇👇👇👇👇
Class 4 EVS Mock Test: বিনামূল্যে ১৯টি প্রশ্নে নিজের প্রস্তুতি যাচাই করো!

Leave a Comment