Our WhatsApp Group
Join Now
Class 4 Math MCQ নিয়ে প্রস্তুত হও! এখানে পাবে সংখ্যার স্থানীয় মান (Place Value), প্রকৃত মান (Face Value), এবং চার অঙ্কের সংখ্যা নিয়ে ১৫টি চমৎকার Multiple Choice Questions, যা চতুর্থ শ্রেণীর গণিত শেখার জন্য একদম উপযুক্ত।
চতুর্থ শ্রেণীর গণিতে Class 4 Math MCQ পড়া অত্যন্ত জরুরি, কারণ এখানে সংখ্যার স্থানীয় মান (Place Value) ও প্রকৃত মান (Face Value) ভালোভাবে শিখতে হয়। এই পোস্টে আমরা ১৫টি Multiple Choice Questions (MCQ) এবং কয়েকটি সহজ টিপস দেব, যা তোমার পড়া আরও সহজ করবে।

১৫টি Class 4 Math MCQ প্রশ্ন
এখন আমরা ১৫টি Multiple Choice Questions (MCQ) সাজিয়ে দিচ্ছি, যেখানে সংখ্যার স্থানীয় মান, প্রকৃত মান, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা ইত্যাদি সব থাকবে।
চলো শুরু করা যাক! ✅
সংখ্যা ও স্থানীয় মান – MCQ কুইজ
১. ৫৬৪৩ সংখ্যাটিতে ৬-এর স্থানীয় মান কত?
২. ৮০২৭ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান কী?
৩. ৩, ৫, ০ ও ৯ দ্বারা গঠিত বৃহত্তম চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
৪. ৪, ৭, ০ ও ২ দ্বারা গঠিত ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা কোনটি?
৫. ৪৩৭৯ সংখ্যাটিতে ৩-এর প্রকৃত মান কত?
৬. ৬২০৫ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান কত?
৭. “পাঁচ হাজার আট শত চার” — এই সংখ্যাটি অঙ্কে লেখো।
৮. ৭, ০, ৫ ও ৮ দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কোনটি?
৯. ৯০৪৫ সংখ্যাটিতে ৯-এর স্থানীয় মান কত?
১০. “তিন হাজার ছয় শত দুই” সংখ্যাটি অঙ্কে লেখো।
১১. ২০৫০ সংখ্যাটিতে ৫-এর স্থানীয় মান কত?
১২. ৪, ৬, ২ ও ০ দিয়ে গঠিত ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা কোনটি?
১৩. ৭৮৯৪ সংখ্যাটিতে ৮-এর প্রকৃত মান কত?
১৪. “দুই হাজার এক শত পাঁচ” — সংখ্যাটি অঙ্কে লেখো。
১৫. ৪৫০৯ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান কী?
কুইজ সম্পন্ন করার জন্য ধন্যবাদ!
আরেকটি কুইজে অংশগ্রহণ করার জন্য নিচে ক্লিক করুন!
👇👇👇👇👇
প্রাথমিক বিদ্যালয়ের ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর (২৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন)