Common Currency: পৃথিবীর কয়েকটি দেশে প্রচলিত মুদ্রার নাম: সমগ্র বিশ্বে ২০০ টিরও বেশি দেশ রয়েছে এবং প্রতিটি দেশ আলাদা আলাদা মুদ্রা ব্যবহার করে। যেমন ডলার, রুপি, ইউরো, পাউন্ড, দিনার, রিয়াল ইত্যাদি।
এক নজরে:
বিভিন্ন দেশে প্রচলিত মুদ্রার নাম- Common Currency
কোন দেশ কি মুদ্রা ব্যবহার করে? এখান থেকে বিগত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরির পরীক্ষাগুলিতে প্রচুর প্রশ্ন এসেছে। তাই চাকরির পরীক্ষার্থীদের এই সমস্ত বিষয়গুলিতে ওয়াকিবহাল থাকা খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অনেকগুলি দেশের মুদ্রার নাম প্রশ্ন এবং উত্তরের আকারে দেওয়া হল। আশা করা যায় যে এই প্রতিবেদনটি আপনাদের খুবই কাজে আসবে। চলুন শুরু করা যাক।
বিভিন্ন দেশে প্রচলিত মুদ্রা (Common Currency)
১। অস্ট্রিয়ার মুদ্রার নাম কি?
উঃ সিলিং।
২। অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি?
উঃ অস্ট্রেলিয়ান ডলার।
৩। অ্যাঙ্গোলার মুদ্রার নাম কি?
উঃ কোয়ানজা।
৪। আইসল্যান্ডের মুদ্রার নাম কি?
উঃ ক্রোনা।
৫। আজারবাইজানের মুদ্রার নাম কি?
উঃ মানাত।
৬। আফগানিস্তানের মুদ্রার নাম কি?
উঃ আফগানি।
৭। আমেরিকার মুদ্রার নাম কি?
উঃ ডলার।
৮। আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
উঃ পেসো।
৯। আর্মেনিয়ার মুদ্রার নাম কি?
উঃ ড্রাম।
১০। ইউক্রেনের মুদ্রার নাম কি?
উঃ রিভনিয়া।
১১। আলবেনিয়ার মুদ্রার নাম কি?
উঃ লেক।
১২। ইজরায়েলের মুদ্রার নাম কি?
উঃ শেকেল।
১৩। ইথিওপিয়ার মুদ্রার নাম কি?
উঃ বির।
১৪। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
উঃ রুপিয়া।
১৫। উরুগুয়ের মুদ্রার নাম কি?
উঃ পেসো।
১৬। উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি?
উঃ উত্তন।
১৭। এরিট্রিয়ার মুদ্রার নাম কি?
উঃ নাকফা।
১৮। কাজাকান্তানের মুদ্রার নাম কি?
উঃ টেঙ্গে।
১৯। কিরগিজস্তানের মুদ্রার নাম কি?
উঃ সোম।
২০। কোস্টারিকার মুদ্রার নাম কি?
উঃ কোলোন।
২১। ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি?
উঃ কুনা।
২২। গাম্বিয়ার মুদ্রার নাম কি?
উঃ ডালাসি।
২৩। গুয়াতেমালার মুদ্রার নাম কি?
উঃ কেটজলি।
২৪। ঘানার মুদ্রার নাম কি?
উঃ সেডি।
২৫। চিলির মুদ্রার নাম কি?
উঃ পেসো।
২৬। জাপানের মুদ্রার নাম কি?
উঃ ইয়েন।
২৭। জাম্বিয়ার মুদ্রার নাম কি?
উঃ কোয়াচা।
২৮। টোঙ্গোর মুদ্রার নাম কি?
উঃ পাআঙ্গা।
২৯। তানজানিয়ার মুদ্রার নাম কি?
উঃ শিলিং।
৩০। তুর্কমেনিস্তানের মুদ্রার নাম কি?
উঃ মানাট।
৩১। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?
উঃ রান্ড।
৩২। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
উঃ ওন।
৩৩। পাকিস্তানের মুদ্রার নাম কি?
উঃ রুপি।
৩৪। পাপুয়া নিউগিনির মুদ্রার নাম কি?
উঃ কিনা।
৩৫। প্যারাগুয়ের মুদ্রার নাম কি?
উঃ গুয়ারানি।
৩৬। পোল্যান্ডের মুদ্রার নাম কি?
উঃ জলোটি।
৩৭। বৎসোয়ানার মুদ্রার নাম কি?
উঃ পুলা।
৩৮। ফ্রান্সের মুদ্রার নাম কি?
উঃ ইউরো।
৩৯। বাহরিন এর মুদ্রার নাম কি?
উঃ বাহারিনি দিনার।
৪০। বুলগেরিয়ার মুদ্রার নাম কি?
উঃ লেভ।
৪১। ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উঃ ডং।
৪২। মরক্কোর মুদ্রার নাম কি?
উঃ দিরহাম।
৪৩। মায়ানমানের মুদ্রার নাম কি?
উঃ কিয়াত।
৪৪। মোঙ্গলিয়ার মুদ্রার নাম কি?
উঃ তুগরিক।