Current Affairs ২০২৫ Questions and Answers: সেপ্টেম্বর-অক্টোবরের সকল গুরুত্বপূর্ণ ঘটনা ও প্রশ্নোত্তর

Our WhatsApp Group Join Now

২০২৫ সালের Current Affairs questions and answers সম্পূর্ণ বাংলায়। লাদাখ আন্দোলন, অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র, ভারতের এশিয়া কাপ জয়, শীতল দেবীর স্বর্ণ পদক – সেপ্টেম্বর ও অক্টোবর মাসের সকল গুরুত্বপূর্ণ ঘটনার প্রশ্ন ও উত্তর একসাথে। WBCS, RAIL, SSC, GROUP D পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ গাইড।

Current Affairs 2025
Current Affairs 2025

লাদাখে হিংসাত্মক বিক্ষোভ ও সোনম ওয়াংচুকের গ্রেফতারি (১৪ ও ২৬ সেপ্টেম্বর)

১৪ সেপ্টেম্বর লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্তির দাবি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষোভের পুরোভাগে ছিলেন যুব সম্প্রদায় এবং সংঘর্ষে চারজন নিহত হন। কেন্দ্র অভিযোগ করে যে পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক এই হিংসাকে মদত দিয়েছেন। ১৪ দিন ধরে অনশনরত ওয়াংচুক হিংসার পর অনশন প্রত্যাহার করে শান্তিরক্ষার আবেদন জানান। পরবর্তীতে, ২৬ সেপ্টেম্বর তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে (NSA) গ্রেফতার করা হয়। লাদাখে অশান্তি ছড়ানো ও বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর তাঁকে লেহ থেকে যোধপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়।

পাকিস্তানের বিমান হামলায় নিহত (২২ সেপ্টেম্বর)

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় পাকিস্তান বিমানবাহিনীর বিমান হামলায় একটি পুরো গ্রাম বিধ্বস্ত হয়। এই হামলায় অন্তত ৩০ জন গ্রামবাসী নিহত হন এবং বহু মানুষ বাড়িঘরের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। উপজাতীয় নেতা ও মানবাধিকার কর্মীরা সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তোলেন।

কলকাতায় অতিপ্রবল বৃষ্টিতে বন্যা (২৩ সেপ্টেম্বর)

জও-মেঘের প্রভাবে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে কয়েক ঘণ্টার অতিপ্রবল বৃষ্টি হয়, যার কারণে শহর বানভাসি হয়ে পড়ে। জমা জলে তড়িত্স্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ২৪ ঘণ্টায় কলকাতায় ২৫১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট বিরাট উল্লম্ব মেঘপুঞ্জই এই অল্প সময়ে অতি প্রবল বর্ষণের কারণ।

ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ডের প্রয়াণ (২৩ সেপ্টেম্বর)

ক্রিকেট বিশ্বের কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড ৯২ বছর বয়সে প্রয়াত হন। তিনি ১৯৭৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৬৬টি টেস্ট ও ১৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচসহ তিনটি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে খেলার ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও আম্পায়ার হিসেবে তিনি ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কারেন্ট এফেয়ার্স আর একটি কুইজে অংশগ্রহণ করতে ক্লিক করুন 
👇👇👇👇👇

Daily Current Affairs 2025 Quiz: সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজেকে যাচাই করুন (Top 20 MCQs)

ভারতের রেল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা (২৫ সেপ্টেম্বর)

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও মাঝারি দূরত্বের অত্যাধুনিক ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এটি একটি রেল-ভিত্তিক চলমান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এই সাফল্যের মাধ্যমে রাশিয়া ও চিনের পর ভারতও রেল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমৃদ্ধ দেশগুলির ক্লাবে যোগ দিল।

বিসিসিআই-র নতুন পদাধিকারীরা নির্বাচিত (২৬ সেপ্টেম্বর)

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মিঠুন মানাস, যিনি দেশের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেননি। তাঁর মতোই বোর্ডের অন্যান্য পদাধিকারীরা – রাজীব শুক্লা (ভাইস প্রেসিডেন্ট), দেবজিৎ সইকিয়া (সচিব), অরুণ ঘুমাল (আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান) এবং রঘুরাম ভাট (কোষাধ্যক্ষ) – সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভারতীয় বিমানবাহিনী থেকে মিগ-২১-এর অবসর (২৬ সেপ্টেম্বর)

ছয় দশক ধরে ভারতের আকাশসীমা রক্ষাকারী মিগ-২১ যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে ভারতীয় বিমানবাহিনী থেকে অবসর নেয়। চণ্ডীগড়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। ১৯৬০-এর দশকে প্রাপ্ত এই সুপারসোনিক যুদ্ধবিমান একাত্তরের যুদ্ধ থেকে পালাকোট এয়ারস্ট্রাইক পর্যন্ত বিভিন্ন সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জায়গা নেবে রাফাল ও স্বদেশে তৈরি তেজস এমকে-১ ও এমকে-২ যুদ্ধবিমান।

শীতল দেবীর বিশ্ব প্যারা-তিরন্দাজি স্বর্ণ (২৭ সেপ্টেম্বর)

ভারতের শীতল দেবী দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব প্যারা-তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয় করেন। তিনি বিশ্বের এক নম্বর তিরন্দাজ তুরস্কের উজনুর জুরে গির্ডিকে ১৪৮-১৪৩ পয়েন্টে হারিয়ে এই সাফল্য অর্জন করেন। দু’টি হাত না থাকা সত্ত্বেও তিনি পা ও থুতনির সাহায্যে তিরন্দাজি করেন। এর আগেও তিনি প্যারা অলিম্পিক্স ও প্যারা এশিয়ান গেমসে পদক জিতেছেন।

তামিলনাড়ুতে জনসভায় পদপিষ্ট হয়ে প্রাণহানি (২৮ সেপ্টেম্বর)

তামিলনাড়ুর কাকরে তামিল সুপারস্টার ও টিভিকে নেতা বিজয়ের এক জনসভায় পদপিষ্ট হয়ে ৩৮ জনের মৃত্যু হয়। প্রায় ৩০ হাজার মানুষের ভিড়ে এই বিপর্যয়ের ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এক সদস্যের তদন্ত কমিশন গঠনের ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী দল ডিএমকে দলের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তোলে।

ভারতের এশিয়া কাপ জয় (২৮ সেপ্টেম্বর)

দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত নবমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টি ট্রফি জয় করে। পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রান করে। জবাবে ভারত ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানে পৌঁছে জয়ী হয়। তিলক শর্মা ৫৩ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন এবং ম্যাচসেরার পুরস্কার পান।

এক্স (সাবেক টুইটার) বনাম ভারত সরকার: আদালতের লড়াই (২৯ সেপ্টেম্বর)

কর্ণাটক হাইকোর্ট কেন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় এক্স (সাবেক টুইটার)-কে ভারতের আইন মেনে ব্যবসা চালানোর নির্দেশ দেন। এক্স এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নেয়। সংস্থাটির দাবি, এই নির্দেশ মেনে নিলে ব্যবহারকারীদের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করতে হবে। আদালত তার রায়ে উল্লেখ করেছিল যে সংবিধানের ১৯ ধারায় বর্ণিত বাকস্বাধীনতার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশি সংস্থাগুলির জন্য নয়।

রাহুল গান্ধীর বক্তব্য: লাদাখ ইস্যু ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি (৩০ সেপ্টেম্বর)

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লাদাখে জাতীয় নিরাপত্তা আইনে সোনম ওয়াংচুকের গ্রেফতারের সমালোচনা করেন এবং ২৪ সেপ্টেম্বরের হিংসার বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের নির্বাচনে লাদাখকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং লাদাখবাসীর রক্তে হাত রঞ্জিত করেছেন।

ফিলিপিন্সে ভূমিকম্পে প্রাণহানি (১ অক্টোবর)

ফিলিপিন্সের বোগো শহরের কাছে ৬.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬১ জন নিহত এবং ১৪৩ জনেরও বেশি আহত হন। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নীচে আরও অনেক মানুষ আটকে পড়েন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঘনবসতিপূর্ণ একটি অঞ্চলে, যেখানে প্রায় ১০ হাজার মানুষ বাস করেন। ফিলিপিন্স ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় এই অঞ্চল ভূমিকম্পপ্রবণ।

খেলার বিশ্ব: বার্ষিক পুরস্কার ও অবসর (অন্যান্য)

· বর্ষসেরা ফুটবার: বার্ষিক ‘বালঁ দ’Or’ পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। মহিলাদের বিভাগে স্পেনের আইতানা বোনমাতি টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জয় করেন।
· ক্রিকেট থেকে অবসর: ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস্টোফার রজার ওকস সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬২টি টেস্টে ২,০৩৪ রান ও ১৯২টি উইকেট নেন।
· প্রধান বিচারপতি নিযুক্তি: বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিযুক্ত হন। পূর্বতন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন।

বিবিধ: রাজনীতি, আইন ও সমাজ (অন্যান্য)

· ট্রাম্পের নোবেল প্রস্তাব: পাকিস্তানের নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করে। তারা ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ বিরতিতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে।
· সোনম ওয়াংচুকের সংস্থার এফসিআরএ বাতিল: বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগে সোনম ওয়াংচুকের স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেকমোল’-এর নথিভুক্তিকরণ বাতিল করে কেন্দ্রীয় সরকার।
· প্রধান বিচারপতির বক্তব্য: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি. আর. গাভাই একটি আলোচনাসভায় বলেন যে আইনের আসল কাজ দুর্বল, প্রান্তিক ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া।

Leave a Comment