Food SI Mock Test 5: ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট

Food SI Mock Test 5
Food SI Mock Test 5

Food SI Mock Test 5: তোমরা যারা Food SI পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করেছো এবং ওই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নিয়েছো তাদের জন্য আজকের প্রতিবেদন। তোমাদের সেই অভ্যাসকে আরো একধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য আজকের প্রতিবেদনে থাকছে ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট 5। জেনারেল নলেজ থেকে 50 টি প্রশ্ন নিয়ে আজকে আরো একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে।

এই Mock Test দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা জানতে পারবে। এর পাশাপাশি তোমরা বিভিন্ন সাবজেক্ট এর জন্য তোমাদের দুর্বলতা গুলিকে সহজেই অতিক্রম করতে পারবে। আজকের Mock Test-এ গণিত থেকে কোন প্রশ্ন দেওয়া হয়নি। গণিত বিভাগ থেকে প্র্যাকটিস করার জন্য নিচে দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করে ৫০ টি গণিতের প্রশ্ন ডাউনলোড করে নেয়া যাবে তোমরা সেগুলি বাড়িতে রীতিমতো অভ্যাস করলে আশা করি এই পরীক্ষাতে খুব ভালো ফল করতে পারবে। চলো শুরু করা যাক।

Food SI Mock Test 5

#1. UPI-তে ক্রেডিট কার্ড সাপোর্ট করা ভারতের প্রথম অ্যাপ কোন্‌টি?

#2. ভারতে ডিজিটাল সুরক্ষা ক্যাম্পেইন লঞ্চ করল কোন্ কোম্পানি ?

#3. 'Digital Payments Utsav' লঞ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

#4. One Family, One ID পোর্টাল লঞ্চ করল কোন্ রাজ্য ?

#5. মহাভারত ও পুরাণে ভারতের কোন্ রাজ্যকে ‘গোমন্ত’ বলে উল্লেখ করা হয়েছে?

#6. কবি জীবনানন্দ দাশের উপর কোন্ বিদেশি গবেষক গবেষণা করেন?

#7. ভূতাপশক্তি উৎপাদনের অন্যতম উপায় হল _____

#8. কোন্ কীটনাশক মাটিকে দূষিত করে?

#9. 'Rungrado May Day Stadium' কোন্ দেশে অবস্থিত? (a) (b) (d)

#10. 2010 খ্রিস্টাব্দের রিপোর্ট অনুযায়ী নিম্নলিখিত কোন্ জাতীয় উদ্যানটি UNESCO ঘোষিত বিশ্ব ঐতিহ্যময় স্থানের স্বীকৃতি পেয়েছে?

#11. ‘A Village by the Sea' বইটি কার লেখা?

#12. ‘ছৌ’ কোন্ অঞ্চলের নৃত্য?

#13. ‘বল্লালচরিত’ গ্রন্থের রচয়িতা কে ?

#14. শেরশাহের মুদ্রার নাম কী ?

#15. ‘ভারত পথিক' কাকে বলা হয় ?

#16. কোন্ ধানকে ‘অঘ্রানী’ বলে ?

#17. মোট সমপরিবহণ ব্যয় রেখাকে কী বলে ?

#18. ভারতের প্রথম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি ?

#19. ধর্মপালের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে ?

#20. সংবিধানসভায় প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন ?

#21. জাতীয় খনিজ নীতিতে (1993) কোন্ খনিজের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের অনুমোদন প্রদান করা হয় ?

#22. 'ইকোনমিক সার্ভে' পাবলিশ করে -

#23. অ্যাসপিরিন হল -

#24. নীচের কোন্ ধাতুকে কুইক সিলভার (Quick Silver) বলা হয়?

#25. জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোন্‌টি ?

#26. বার্লি কোন্ ধরনের কার্বোহাইড্রেট ?

#27. পেট্রোলিয়াম থেকে বিভিন্ন উপজাত দ্রব্য কোন্ প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় ?

#28. পৃথিবীর কোন্ অঞ্চলে মুক্তভাবে ঝুলন্তচুম্বক সম্পূর্ণ অনুভূমিক বা ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল থাকে ?

#29. বায়ুমণ্ডলে ওজোনস্তর দেখা যায়—

#30. UNESCO আয়োজিত Tibilisi সম্মেলনে কোন্ বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ?

#31. রাজ্যে ‘কাস্ট সার্ভে’ শুরু করল কোন্ সরকার?

#32. ভারতীয় ক্রিকেট টিমের কোন্ কোম্পানি ?

#33. ওষুধ সরবরাহের জন্য 'আরোগ্য মৈত্রী’ প্রোজেক্ট লঞ করলেন কে ?

#34. চিপকো আন্দোলনের উপর লেখা কার বই Kamaladevi Chattopadhyay NIF Prize 2022 জিতল ?

#35. Hypersonic Vehicle Test Run সফলভাবে সম্পূর্ণ করল কে ?

#36. ‘A Manifesto For Change' বইটি কার লেখা ?

#37. ‘লাবনী’ কোন্ অঞ্চলের নৃত্য ?

#38. বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন্ দেশের আর্থিক ও কারিগরি সহায়তায় গড়ে তোলা হয়েছে ?

#39. গোপাল কোন্ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

#40. হিন্দুস্থান শিপইয়ার্ড কোথায় অবস্থিত?

#41. কোথাকার প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হবে Yaya Tso লেক ?

#42. কোন্ প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাস্ট্রনট ট্রেনিং মডিউল তৈরি করবে ISRO ?

#43. 'Mathribhumi Book of The Year' অ্যাওয়ার্ড জিতলেন কে ?

#44. ইকোনমিক অ্যাসিস্ট্যান্স স্কিমের আওতায় কোন্ দেশকে 50টি বাস প্রদান করল ভারত ?

#45. তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন ?

#46. 1960 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন্ পুরস্কার দেন ?

#47. NEPC কে গঠন করেন?

#48. নীচের কোন্ মৃত্তিকা দূষকটি উদ্ভিদদেহ থেকে পাওয়া যায় ?

#49. নিম্নের কোন্ খেলাটি আবিষ্কার করেছেন James Naismith ?

#50. পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপের কোন্ জায়গা বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে ?

Finish

Results

-

PASS

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

FAILED, TRY AGAIN

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রস্তুতি: Food SI 2023 Mock Test 2 (click here)